C প্রোগ্রামের Constants ও Variables

Submitted by tushar pramanick on Mon, 02/25/2013 - 09:32

Constants and Variables

Constant এর value  কখনোই চেঞ্জ হয় না। অন্যদিকে  variable কে ব্যবহার করা হয় ভিন্ন ভিন্ন ভ্যালু কে দেখানোর জন্য ।

যেমন ধরো CD disc এবং পেনড্রাইভ। সিডি ডিস্ক এর মধ্যেে রাখা গানগুলিকে কখনোই চেঞ্জ করা যায় না কিন্তু পেনড্রাইভ এর মধ্যে রাখা গানগুলিকে মুছে দিয়ে আবার লেখা যায়। constant হল সিডি ডিস্ক এর মত are variable হল পেনড্রাইভ এর মত। variable এর value সর্বদাই চেঞ্জ করা যায়।

যেমন মনে করো

i = 1;

যেখানে symbol 1 constant কারণ একের ভ্যালু সর্বদাই এক । এবং symbol i কে assign করা হয়েছে constant 1 দিয়ে। অন্যভাবে বলা যায় i এর value one হবে যখন প্রোগ্রাম লাইনটি execute হবে।

 পরে  যদি অন্য কোন স্টেটমেন্ট দিয়ে আই এর value কে চেঞ্জ করা হয়, যেমন

i = 10;

এবার পরে program লাইনটি  execute করা হয় তাহলে  i  এর value  পরিবর্তন হয়ে 10 হবে । এক্ষেত্রে  i এর value  পরিবর্তন হল । যেহেতু  আই এর ভ্যালু প্রথমে ছিল 1 এবং পরে পরিবর্তিত হয়ে  10 হল  সেই জন্য  symbol i কে বলা হবে variable।

ওরে যখন কিছু প্রোগ্রামের উদাহরণ আলোচনা করা হবে তখন constant এবং variable এর ধারনা আরো পরিস্কার হবে।

Comments

Related Items

Another Function for Writing: putchar()

Another Function for Writing: putchar()

C প্রোগ্রামিং এর putc() Function এর ব্যবহার

Using the putc() Function
The putc() function writes a character to the specified file stream, which, in our case, is the standard output pointing to your screen.

 

C প্রোগ্রামিংয়ের getchar() Function এর ব্যবহার

Using the getchar() Function
The C language provides another function, getchar(), to perform a similar operation to getc(). More precisely, the getchar() function is equivalent to getc(stdin).

 

The syntax for the getchar() function is

 

C প্রোগ্রামিংয়ে getc() Function এর ব্যবহার

Using the getc() Function
The getc() function reads the next character from a file stream, and returns the character as an integer.

 

The syntax for the getc() function is

 

C প্রোগ্রামিং এর double Data Type সম্পর্কে আলোচনা

The double Data Type
In the C language, a floating-point number can also be represented by another data type, called the double data type. In other words, you can specify a variable by the double keyword, and assign the variable a floating-point number.