পদার্থের জাড্য ধর্ম (Inertia of Matter)

Submitted by arpita pramanik on Fri, 09/04/2020 - 14:14

পদার্থের জাড্য ধর্ম (Inertia of Matter) :- নিউটনের প্রথম সূত্র থেকে দেখা যায় কোন জড় বস্তু যদি স্থির অবস্থানে থাকে তবে তার ধর্ম হল চিরকাল স্থির অবস্থায় থাকা। আবার কোন বস্তু যদি গতিশীল হয় তাহলে তার ধর্ম হল চিরকাল সমবেগে একই সরলরেখায় চলা।  কোন বস্তুর নিজে থেকে তার স্তিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তন করতে পারে না ।

 

জাড্যের সংজ্ঞা (Definition of Inertia) :- জড়বস্তু যে ধর্মের জন্য নিজের স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তনে বাধা দেয় বা জড়বস্তু যে ধর্মের জন্য নিজে যে অবস্থায় থাকে সেই অবস্থায় থাকতে চায় সেই ধর্মকে পদার্থের জাড্য ধর্ম বা জড়তা (Inertia) বলে । এজন্য নিউটনের প্রথম গতিসূত্রকে জাড্যের সূত্র ( Law of Inertia) বলে। বস্তুর ভর যত বেশি হয় ওর জাড্যও তত বেড়ে যায় । বস্তুর ভর দিয়ে বস্তুর জাড্য মাপা হয় । 

পদার্থের জাড্য ধর্ম দুই রকমের হতে পারে --

  1. স্থিতি জাড্য (Inertia of rest)
  2. গতিজাড্য (Inertia of Motion)

 

স্থিতি জাড্য (Inertia of rest) : বাস্তবে দেখা যায় কোন জড় বস্তুকে কোথাও রেখে দিলে বস্তুটি সেই জায়গায় স্থির অবস্থায় পড়ে থাকে। বাইরে থেকে বল প্রয়োগ না করলে বস্তুটির চিরকাল স্থির অবস্থায় থেকে যায় । নিজে থেকে গতিশীল হয় না । পদার্থের এই ধর্মকে স্থিতি জাড্য বলে ।

কোন স্থির জড় বস্তুর চিরকাল স্থির অবস্থায় থাকার প্রবণতাকে পদার্থের স্থিতি জাড্য (Inertia of rest) বলে ।

 

স্থিতি জাড্যের উদাহরণ :

inertia at restএকটি পোস্টকার্ড গ্লাসের উপর রেখে ওর উপর একটি এক টাকার কয়েন রাখা হলো ।  বাইরে থেকে আঙ্গুল দিয়ে টোকা মেরে কার্ডটিকে আঘাত করলে দেখা যাবে কার্ডটি সরে গেল কিন্তু এক টাকার কয়েনটি গ্লাসের মধ্যে পড়ে গেল ।  কারণ এক টাকার কয়েনটি স্থিতি জাড্য ধর্মের জন্য আগের জায়গাতেই স্থির থাকতে চায় কিন্তু ওর নিচে কোন অবলম্বন না পেয়ে মুদ্রাটি গ্লাসের মধ্যে পড়ে যায় ।

 

Inera at restস্থির অবস্থান থেকে হঠাৎ চলতে শুরু করলে গাড়ির আরোহী পিছন দিকে হেলে যায় কারণ গাড়িটি যখন স্থির ছিল তখন আরোহী স্থির ছিল । গাড়িটি চলতে শুরু করলে গাড়ির সংলগ্ন আরোহীর দুটি পা প্রথমে গতিশীল হয় এবং গাড়ির সঙ্গে সামনের দিকে এগিয়ে যায় কিন্তু আরোহীর দেহের উপরের অংশ স্থিতি জাড্য ধর্মের জন্য আগের জায়গাতেই স্থির থাকতে চায় ।  ফলে কোন অবলম্বন না পেয়ে আরোহী পিছন দিকে হেলে যায় বা ধাক্কা খায় ।

 

গতিজাড্য (Inertia of Motion):

বাস্তবে দেখা যায় একটি মার্বেলকে মাটিতে গড়িয়ে দিলে মার্বেলটি কিছুদূর গিয়ে থেমে যায় । পদার্থের জাড্য ধর্ম অনুযায়ী কোন বস্তু যদি গতিশীল হয় তাহলে তার ধর্ম হল চিরকাল সমবেগে একই সরলরেখায় চলা । গতিশীল মার্বেলটি কিছুদূর গিয়ে  থেমে যায় কারণ এখানে মার্বেলের উপর বাইরে থেকে পৃথিবীর অভিকর্ষজ বল, মাটির সঙ্গে ঘর্ষণজনিত এবং বাতাসের প্রতিরোধ বল মার্বেলের গতির বিপরীত দিকে কাজ করে । ফলে মার্বেলের গতি বাধা পায়  । এই জন্য মার্বেল কিছুদূর গিয়ে থেমে যায় । মসৃন মেঝের ঘর্ষণজনিত বল অনেক কম হওয়ায় মার্বেল মেঝেতে করিয়ে দিলে মার্বেল টি আগের চেয়ে অনেক বেশি সময় ধরে গতিশীল অবস্থায় থাকে এবং বেশ অনেক দূর গড়িয়ে গিয়ে থেমে যায় । এই সকল বাহ্যিক বল  মার্বেলের উপর ক্রিয়া না করলে মার্বেলটি চিরকাল সমবেগে সরলরেখায় চলতে দেখা যেত । গতিশীল বস্তুর সরলরেখা ধরে চলার ধর্মকে পদার্থের গতিজাড্য (Inertia of Motion) বলে ।

গতিশীল বস্তুর চিরকাল সমবেগে একই সরলরেখায় চলার প্রবণতাকে পদার্থের গতিজাড্য বলে

গতি জাড্যের উদাহরণ :

কোন চলন্ত গাড়ি বা বাস হঠাৎ থেমে গেলে গাড়ির আরোহী সামনের দিকে ঝুঁকে পড়ে বা হুমড়ি খেয়ে পড়ে যায় । কারণ গাড়িটি গতিশীল থাকার সময় আরোহীর সমস্ত দেহ গতিশীল ছিল । গাড়িটি হঠাৎ থেমে যাওয়ায় গাড়ি সংলণ্ড আরোহী দুটি পা হঠাৎ স্থির হয়ে যায় কিন্তু দেহের উপরের অংশে গতিজাড্য ধর্মের জন্য তখন গতিশীল অবস্থা বজায় রাখতে চায় এবং সামনের দিকে এগিয়ে যায় ফলে আরও সামনের দিকে ঝুঁকে পড়ে বা হুমরি খেয়ে পড়ে যায় ।

কোন চলন্ত বাস থেকে নামতে হলে পিছন দিকে হেলে নামতে হয় তা না হলে সামনের দিকে হুমরি খেয়ে পড়ার ভয় থাকে এর কারণ হলো চলন্ত গাড়িতে যাত্রীর সমস্ত দেহ গতিশীল থাকে । গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে যাত্রীর পা দুটি মাটির সংস্পর্শে স্থির অবস্থায় আসে কিন্তু দেহের উপরের অংশ গতিজাড্য ধর্মের জন্য তখনও গতিশীল থাকে ফলে সামনের দিকে এগিয়ে যায় । তাই যাত্রী পিছন দিকে হেলে নামলে দেহের উপরের অংশ কিছুদূর এগিয়ে আসে  তাই  হুমড়ি খেয়ে পড়ার ভয় থাকে না ।

লাফ  দেওয়ার সময় কোন খেলোয়ার কিছু দূর থেকে দৌড়ে এসে লাফ দেয় এর কারণ হলো দৌড়ে আসার ফলে খেলোয়াড় যে গতি লাভ করে গতিজাড্য ওই গতি বজায় রাখতে চেষ্টা করে ফলে বেশি দূর লাফ দেওয়া সহজ হয় ।

*****

Comments

Related Items

ক্ষারক ও ক্ষারকের ধর্ম

ক্ষারকের গুলি হল---ক্ষারকের জলীয় দ্রবণ নির্দেশকের (Indicators) বর্ণ পরিবর্তন করে । যেমন ক্ষারকের জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে । ক্ষারকের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হয় ।

অ্যাসিড ও অ্যাসিডের ধর্ম

সব অ্যাসিড কমবেশি অম্ল স্বাদ যুক্ত । লেবু, আমলকি, তেতুল, টক দই প্রভৃতিতে অ্যাসিড আছে । সেই জন্য এদের স্বাদ অম্ল যুক্ত । অ্যাসিড নির্দেশকের (Indicators) বর্ন পরিবর্তন করে । অ্যাসিডের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে এবং মিথাইল অরেঞ্জ এর রং কমলা থেকে লাল বর্ণে পরিণত করে । এর দ্বারা অ্যাসিডকে সনাক্ত করা হয় ।

বল এবং বলের পরিমাপ

নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাই । এই সূত্র থেকে বোঝা যায় কোন বস্তুর উপর বাইরে থেকে কিছু প্রয়োগ করলে তবেই বস্তুটির অচল বা সচল অবস্থার পরিবর্তন হয় । কোন জড় বস্তু জাড্য ধর্মের জন্য নিজে থেকে নিজের অচল বা সচল অবস্থার পরিবর্তন করতে পারে না ।

নিউটনের গতিসূত্র

বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন (Sir Isaac Newton) বস্তুর গতি সম্পর্কে তিনটি মূল্যবান সূত্র আবিষ্কার করেন । এই সূত্র নিউটনের গতিসূত্র নামে পরিচিত । দার্থবিদ্যা (Physics)এবং কারিগরি বিদ্যার অনেক সমস্যার সমাধান সম্ভব হয়েছে নিউটনের গতিসূত্র দ্বারা

প্রেসার কুকার (Pressure Cooker)

প্রেসার কুকার যন্ত্রে জলীয় বাষ্পের চাপ বাড়িয়ে 100°C এর বেশি উষ্ণতায় জলকে ফোটানো হয় । ফলে বেশি উষ্ণতায় খাদ্যদ্রব্য অল্পসময়ের মধ্যে সুসিদ্ধ হয় । অ্যালুমিনিয়াম বা স্টিলের সংকর ধাতু দিয়ে তৈরি শক্ত একটি পাত্র প্রেসার কুকার তৈরীর জন্য ব্যবহার করা হয় যাতে 2 বায়ুমন্ডল চাপের