শিলায় মরিচা পড়ে কেন ও শিলার জারণ কীভাবে ঘটে এবং শিলার আবহবিকার কীভাবে ঘটে ?

Submitted by avimanyu pramanik on Mon, 12/27/2021 - 15:17

প্রশ্ন:- শিলায় মরিচা পড়ে কেনশিলার জারণ কীভাবে ঘটে এবং শিলার আবহবিকার কীভাবে ঘটে ?

শিলায় মরিচা পড়ে কেন ? শিলায় মরিচা পড়া হল রাসায়নিক আবহবিকারের অন্যতম উদাহরণ । শিলা গঠনকারী লৌহযুক্ত খনিজের সঙ্গে বায়ুমন্ডলের অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া হল শিলায় মরিচা পড়ার প্রধান কারণ । এই প্রক্রিয়ায় শিলার মূল লৌহ খনিজ 'ফেরাস অক্সাইড’ জারিত হয়ে ‘ফেরিক অক্সাইডে পরিণত হয়, ফলে শিলার ওপর বাদামি রঙের মরিচার আস্তরণ পড়ে ।

শিলার জারণ কীভাবে ঘটে ? লৌহমিশ্রিত খনিজের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার ফলে শিলার জারণ ঘটে । জারণের ফলে লৌহমিশ্রিত শিলার মূল খনিজ ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইডে [tex](2Fe_2O_33H_2O)[/tex]পরিণত হয়ে লিমোনাইটের সৃষ্টি হয় ।

যথা— [tex]4FeO + 3H_2O + O_2 = 2Fe_2O_33H_2O[/tex] 

অর্থাৎ  লৌহ মিশ্রিত শিলার মূল খনিজ ফেরাস অক্সাইড + জল + অক্সিজেন = ফেরিক অক্সাইড বা লিমোনাইট

শিলার আবহবিকার কীভাবে ঘটে ?

(১) আবহবিকার:- প্রচন্ড শৈত্য, গ্রীষ্মের দাবদাহ কিংবা দিন ও রাতের উষ্ণতার পার্থক্যের ফলে ভূপৃষ্ঠের শিলার ক্রমাগত সংকোচন ও প্রসারণ হয় এবং এর ফলে শিলাত্বকে ফাটল ধরে এবং শিলার ওপরের অংশ ক্রমশ চূর্ণবিচূর্ণ হতে থাকে । কালক্রমে বিভিন্ন ধরনের জৈবিক, রাসায়নিক এবং জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে চূর্ণবিচূর্ণ উপাদানগুলি বিশ্লিষ্ট ও স্তরীভূত হয়ে মাটির সৃষ্টি করে ।

(২) ক্ষয়ীভবন:-  বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, হিমবাহ ইত্যাদি নানান প্রাকৃতিক শক্তির প্রভাবে কিংবা আবহবিকারের জন্য ভূত্বকের উপরিভাগ ক্রমশ ক্ষয় পেয়ে মাটির সৃষ্টি করে । এই প্রক্রিয়াকে ক্ষয়ীভবন বলে ।

(৩) নগ্নীভবন:- বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ভূত্বকের উপরিভাগ চূর্ণবিচূর্ণ ও ক্ষয়প্রাপ্ত হলে শিলার ওপরের অংশ আলগা হয়ে যাওয়ায় ঠিক তার নীচের স্তরটি ক্রমশ নগ্ন হয়ে পড়ে, এই প্রক্রিয়াকে নগ্নীভবন বলে । ক্ষয়প্রাপ্ত অংশ পরে মাটির রূপ নেয় ।

*****

 

Comments

Related Items

জৈবিক আবহবিকার কাকে বলে ? কীভাবে জৈবিক আবহবিকার সংঘটিত হয় ?

প্রশ্ন:- জৈবিক আবহবিকার কাকে বলে ? কীভাবে জৈবিক আবহবিকার সংঘটিত হয় ?

কীরূপ জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি ঘটে কারণসহ উল্লেখ কর ।

প্রশ্ন:- কীরূপ জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি ঘটে কারণসহ উল্লেখ কর

উত্তর:-  বৃষ্টি বহুল উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে রাসায়নিক রাসায়নিক আবহবিকার বেশি ঘটে, কারণ:-

আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য কী কী ?

প্রশ্ন:- আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য কী কী ?

আবহবিকার

ক্ষয়ীভবন

যান্ত্রিক আবহবিকার কোন ধরনের জলবায়ুতে বেশি ঘটে, কারণসহ উল্লেখ কর ।

প্রশ্ন:- যান্ত্রিক আবহবিকার কোন ধরনের জলবায়ুতে বেশি ঘটে, কারণসহ উল্লেখ কর ।

উত্তর :- উষ্ণ মরু অঞ্চল ও শীতল পার্বত্য অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়, কারণ:-

শল্কমোচন বা গোলাকার বিচূর্ণীভবন কাকে বলে ?

প্রশ্ন:-  শল্কমোচন বা গোলাকার বিচূর্ণীভবন কাকে বলে ?