ভারতের বর্তমান রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সমূহ

Submitted by avimanyu pramanik on Sat, 12/18/2021 - 22:56

ভারতের বর্তমান রাজ্য সমূহ (২০২১ সাল পর্যন্ত ) :

১. অন্ধ্রপ্রদেশ : এই রাজ্যের আয়তন হল ১,৬০,২০৫ বর্গ কিমি. ও রাজধানী হল অমরাবতী ।

২. অরুণাচল প্রদেশ : এই রাজ্যের আয়তন হল ৮৩,৭৪৩ বর্গ কিমি. ও রাজধানী হল ইটানগর ।

৩. আসাম : এই রাজ্যের আয়তন হল ৭৮,৪৩৮ বর্গ কিমি.ও রাজধানী হল দিসপুর ।

৪. বিহার : এই রাজ্যের আয়তন হল ৯৪,১৬৩ বর্গ কিমি.ও রাজধানী হল পাটনা ।

৫. ছত্রিশগড় : এই রাজ্যের আয়তন হল ১,৩৫,১৯১ বর্গকিমি ও রাজধানী হল রায়পুর ।

৬. গোয়া : এই রাজ্যের আয়তন হল ৩,৭০২ বর্গ কিমি ও রাজধানী হল পানাজি ।

৭. গুজরাট : এই রাজ্যের আয়তন হল ১,৯৬,০২১ বর্গ কিমি. ও রাজধানী হল গান্ধিনগর ।

৮. হরিয়ানা : এই রাজ্যের আয়তন হল ৪৪,২০০ বর্গ কিমি. ও রাজধানী হল চণ্ডিগড় ।

৯. হিমাচল প্রদেশ : এই রাজ্যের আয়তন হল ৫৫,৬৭৩ বর্গ কিমি. ও রাজধানী হল সিমলা ।

১০. ঝাড়খন্ড : এই রাজ্যের আয়তন হল ৭৯,৭১৪ বর্গ কিমি. ও হল রাজধানী হল রাঁচি ।

১১. কর্ণাটক : এই রাজ্যের আয়তন হল ১,৯১,৭৯১ বর্গ কিমি. ও রাজধানী হল বেঙ্গালুরু ।

১২. কেরালা : এই রাজ্যের আয়তন হল ৩৮,৮৬৩ বর্গকিমি ও রাজধানী হল তিরুবন্তপুরম ।

১৩. মধ্যপ্রদেশ : এই রাজ্যের আয়তন হল ৩,০৮,২৫২ বর্গকিমি ও রাজধানী হল ভোপাল ।

১৪. মহারাষ্ট্র : এই রাজ্যের আয়তন হল ৩,০৭,৭১৩ বর্গ কিমি. ও রাজধানী হল মুম্বাই ।

১৫. মণিপুর : এই রাজ্যের আয়তন হল ২২,৩২৭ বর্গ কিমি. ও রাজধানী হল ইম্ফল ।

১৬. মেঘালয় : এই রাজ্যের আয়তন হল ২২,৪২৯ বর্গ কিমি. ও রাজধানী হল শিলং ।

১৭. মিজোরাম : এই রাজ্যের আয়তন হল ২১,০৮১ বর্গ কিমি. ও রাজধানী হল আইজল ।

১৮. নাগাল্যান্ড : এই রাজ্যের আয়তন হল ১৬,৫৭৯ বর্গ কিমি. ও রাজধানী হল কোহিমা ।

১৯. ওড়িশা : এই রাজ্যের আয়তন হল ১,৫৫,৭০৭ বর্গ কিমি. ও রাজধানী হল ভুবনেশ্বর ।

২০.পাঞ্জাব : এই রাজ্যের আয়তন হল ৫০,৩৬২ বর্গ কিমি. ও রাজধানী হল চণ্ডিগড় ।

২১. রাজস্থান :এই রাজ্যের আয়তন হল ৩,৪২,২৪০ বর্গ কিমি. ও রাজধানী হল জয়পুর ।

২২. সিকিম : এই রাজ্যের আয়তন হল ৭,০৯৬ বর্গ কিমি. ও রাজধানী হল গ্যাংটক ।

২৩. তামিলনাড়ু : এই রাজ্যের আয়তন হল ১,৩০,০৫৮ বর্গ কিমি. ও রাজধানী হল চেন্নাই ।

২৪. তেলেঙ্গানা : এই রাজ্যের আয়তন হল ১,১৪,৮৪০ বর্গ কিমি. ও রাজধানী হল হায়দ্রাবাদ ।

২৫. ত্রিপুরা : এই রাজ্যের আয়তন হল ১০,৪৮৬ বর্গ কিমি. ও রাজধানী হল আগরতলা ।

২৬. উত্তরপ্রদেশ : এই রাজ্যের আয়তন হল ২,৪০,৯২৮ বর্গ কিমি. ও রাজধানী হল লক্ষ্ণৌ ।

২৭. উত্তরাখণ্ড : এই রাজ্যের আয়তন হল ৫৩,৪৮৩ বর্গ কিমি. ও রাজধানী হল দেরাদুন ।

২৮. পশ্চিমবঙ্গ : এই রাজ্যের আয়তন হল ৮৮,৭৫২ বর্গকিমি ও রাজধানী হল কলকাতা ।

ভারতের বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চল সমূহ :

১. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ : আয়তন হল ৮,২৯৩ বর্গ কিমি. ও রাজধানী হল পোর্ট ব্লেয়ার ।

২. চন্ডিগড় : আয়তন হল ১১৪ বর্গ কিমি. ও রাজধানী হল চন্ডিগড় ।

৩. দিল্লি (জাতীয় রাজধানী) : আয়তন হল ১,৪৮৫ বর্গ কিমি. ও রাজধানী হল নিউ দিল্লি ।

৪. দাদরা ও নগর হাভেলি : আয়তন হল ৪৯১ বর্গ কিমি. ও রাজধানী হল সিলভাসা ।

৫. দমন ও দিউ : আয়তন হল ১১২ বর্গ কিমি. ও রাজধানী হল লাক্ষাদ্বীপ ।

৬. লাক্ষাদ্বীপ : আয়তন হল ৩২ বর্গ কিমি. ও রাজধানী হল কাভারাত্তি ।

৭. পন্ডিচেরি : আয়তন হল ৪৯২ বর্গ কিমি. ও রাজধানী হল পন্ডিচেরি ।

৮. জম্মু ও কাশ্মীর : আয়তন হল ২,২২,২৩৬ বর্গ কিমি. ও রাজধানী হল শ্রীনগর ।

৯. লাদাখ : আয়তন হল ৫৯,১৪৬ বর্গ কিমি  ও রাজধানী হল লেহ ।

(২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা দুটি পৃথক রাজ্য গঠিত হলেও আগামী ১০ বছর পর্যন্ত উভয় রাজ্যের রাজধানী হবে হায়দ্রাবাদ এবং ২০২৪ সালের পর থেকে অমরাবতী অন্ধ্রপ্রদেশ রাজ্যের এবং হায়দরাবাদ তেলেঙ্গানা রাজ্যের রাজধানীতে পরিণত হবে )।

*****

Comments

Related Items

ঘনীভবন (Condensation)

ঘনীভবন (Condensation) : যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে জলীয় বাষ্প জলকণায় পরিণত হয়, তাকে ঘনীভবন বলে । আর্দ্র বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নীচে নেমে গেলে বায়ুমণ্ডলে অবস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে অতি ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয় । এই জলকণাসমূহ বিভিন্ন

বায়ুর আর্দ্রতা (Humidity)

বায়ুর আর্দ্রতা (Humidity) : বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে বা জলীয় বাষ্পপূর্ণ বাতাসকে বায়ুর আর্দ্রতা বলে । বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে তাকে আর্দ্র বায়ু এবং কম থাকলে তাকে শুষ্ক বায়ু বলে । বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা প্রধানত বায়ুর উষ

বায়ুর আর্দ্রতা ও অধঃক্ষেপণ (Humidity and Precipitation)

বায়ুর আর্দ্রতা ও অধঃক্ষেপণ (Humidity and Precipitation):

বায়ুপ্রবাহের পরিমাপ

বায়ুপ্রবাহের পরিমাপ : বায়ু কোনদিক থেকে প্রবাহিত হচ্ছে, তা বাতপতাকার (Windvane)-এর সাহায্যে সহজেই নির্ণয় করা যায় । অ্যানিমোমিটার (Anemometer) নামক যন্ত্রের সাহায্যে বায়ুপ্রবাহের গতিবেগ পরিমাপ করা হয় । বায়ুপ্রবাহের গতিবেগ মাপার একক হল নট (১ নট = ১.৮ ক

সাময়িক বায়ু (The Periodic Winds)

সাময়িক বায়ু (The Periodic Winds) : দিনের বিভিন্ন সময়ে এবং বছরের বিভিন্ন ঋতুতে স্থল ও জলভাগের বায়ুর উষ্ণতা ও বায়ুচাপের পার্থক্যের ফলে সাময়িকভাবে যে বায়ু প্রবাহিত হয়, তাকে সাময়িক বায়ু বলে । এই বায়ু কয়েক প্রকারের হয়, যেমন— (১)