ভারতের জলসম্পদ (Water resources of India)

Submitted by avimanyu pramanik on Tue, 08/23/2022 - 22:19

ভারতের জলসম্পদের পরিচয় (Water resources of India) : পৃথিবীর মোট উপলব্ধ জলের পরিমাণ ১৬০ কোটি ঘন কিলোমিটার । এই জলের ৯৭% সঞ্চিত রয়েছে সাগরে লবণাক্ত জলরূপে এবং ৩% স্বাদুজল, নদীনালা, ভৌমজল ও বরফরূপে অবস্থান করছে । পৃথিবীর মোট জলভাগ ক্ষেত্রের আয়তনের মাত্র ২.৪% ভারতে রয়েছে । ভারতে বার্ষিক অধঃক্ষেপণের পরিমাণ তুষারপাত সহ প্রায় ৪,০০০ ঘন কিলোমিটার । এর মধ্যে সম্ভাব্য ১৮৬৯ ঘন কিলোমিটার জলসম্পদ হিসাবে উপলব্ধ হয় । কেন্দ্রীয় জল কমিশনের মতে ভারতে ব্যবহারযোগ্য জলের পরিমাণ ৬৯০ ঘন কিলোমিটার, ভৌমজলের পরিমাণ ৪৩৩ ঘন কিলোমিটার এবং ২৫৩ ঘন কিলোমিটার জল সংরক্ষিত হয় । ভারতে ভূপৃষ্ঠস্থ জলসম্পদের ভাণ্ডার হল—নদনদী, জলাশয়, জলাধার ও খাল ।

নদ-নদী (Rivers of India) : ভারতে ৩৫টি নদী অববাহিকার প্রায় ১১২টি ধারণ অববাহিকা এই দেশের জলসম্পদকে সমৃদ্ধ করেছে । এর মধ্যে গঙ্গা নদী অববাহিকা সর্বাধিক এলাকা জুড়ে অবস্থান করছে । বিন্ধ্য পর্বত, পশ্চিমঘাট পর্বত, শিলং মালভূমি প্রভৃতি প্রধান জলবিভাজিকাগুলি বৃষ্টির জলের বিভাজন ঘটিয়ে নদনদীর সৃষ্টি করেছে ।

জলাশয় : ভারতের পার্বত্য অঞ্চলের নদনদীগুলি পাদদেশীয় নিম্নভূমিতে জল সঞ্চয় করে বৃহৎ জলাশয় গঠন এবং বদ্বীপ অঞ্চলের নিম্নভূমিতে অথবা পরিত্যক্ত নদীখাতে জল জমে জলাশয় বা বিল গঠিত হয়েছে ।

জলাধার : স্বাধীনতার পর বহুমুখী নদী পরিকল্পনায় নদীতে বাঁধ দিয়ে বৃহৎ জলাধার গঠন করা হয় । ভাকরা, সর্দার সরোবর, ময়ূরাক্ষী— এরকম প্রায় ৭৪টি নদী পরিকল্পনার বৃহৎ জলাধার গঠন করা হয়েছে ।

খাল : ভারতে যমুনা খাল, মেত্তুর খাল, দামোদর খাল, ভাকরা খাল প্রভৃতি খালের মাধ্যমে জলসম্পদের বন্টন ঘটানো হয়েছে ।

*****

Comments

Related Items

দিনের বিভিন্ন সময়ে পৃথিবীতে তাপের তারতম্য হয় কেন ?

প্রশ্ন : দিনের বিভিন্ন সময়ে পৃথিবীতে তাপের তারতম্য হয় কেন ?

উত্তর : সকালে এবং বিকালে কোনো স্থান থেকে সূর্য অনেক দূরে থাকে বলে সূর্যরশ্মি

(১) পৃথিবীপৃষ্ঠের সেই স্থানে তুলনামূলক ভাবে বেশি তির্যকভাবে পড়ে,

(২) বেশি পরিমাণ বায়ুস্তর ভেদ করে আসে এবং

পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ ও প্রভাব কী কী ?

প্রশ্ন :- পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ ও প্রভাব কী কী ?

অ্যালবেডো (Albedo) কাকে বলে ?

প্রশ্ন : অ্যালবেডো (Albedo) কাকে বলে ?

বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে ?

প্রশ্ন:- বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে ?

বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরের গুরুত্ব লেখ ।

প্রশ্ন:- বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরের গুরুত্ব লেখ