ভারতের জলসম্পদ (Water resources of India)

Submitted by avimanyu pramanik on Tue, 08/23/2022 - 22:19

ভারতের জলসম্পদের পরিচয় (Water resources of India) : পৃথিবীর মোট উপলব্ধ জলের পরিমাণ ১৬০ কোটি ঘন কিলোমিটার । এই জলের ৯৭% সঞ্চিত রয়েছে সাগরে লবণাক্ত জলরূপে এবং ৩% স্বাদুজল, নদীনালা, ভৌমজল ও বরফরূপে অবস্থান করছে । পৃথিবীর মোট জলভাগ ক্ষেত্রের আয়তনের মাত্র ২.৪% ভারতে রয়েছে । ভারতে বার্ষিক অধঃক্ষেপণের পরিমাণ তুষারপাত সহ প্রায় ৪,০০০ ঘন কিলোমিটার । এর মধ্যে সম্ভাব্য ১৮৬৯ ঘন কিলোমিটার জলসম্পদ হিসাবে উপলব্ধ হয় । কেন্দ্রীয় জল কমিশনের মতে ভারতে ব্যবহারযোগ্য জলের পরিমাণ ৬৯০ ঘন কিলোমিটার, ভৌমজলের পরিমাণ ৪৩৩ ঘন কিলোমিটার এবং ২৫৩ ঘন কিলোমিটার জল সংরক্ষিত হয় । ভারতে ভূপৃষ্ঠস্থ জলসম্পদের ভাণ্ডার হল—নদনদী, জলাশয়, জলাধার ও খাল ।

নদ-নদী (Rivers of India) : ভারতে ৩৫টি নদী অববাহিকার প্রায় ১১২টি ধারণ অববাহিকা এই দেশের জলসম্পদকে সমৃদ্ধ করেছে । এর মধ্যে গঙ্গা নদী অববাহিকা সর্বাধিক এলাকা জুড়ে অবস্থান করছে । বিন্ধ্য পর্বত, পশ্চিমঘাট পর্বত, শিলং মালভূমি প্রভৃতি প্রধান জলবিভাজিকাগুলি বৃষ্টির জলের বিভাজন ঘটিয়ে নদনদীর সৃষ্টি করেছে ।

জলাশয় : ভারতের পার্বত্য অঞ্চলের নদনদীগুলি পাদদেশীয় নিম্নভূমিতে জল সঞ্চয় করে বৃহৎ জলাশয় গঠন এবং বদ্বীপ অঞ্চলের নিম্নভূমিতে অথবা পরিত্যক্ত নদীখাতে জল জমে জলাশয় বা বিল গঠিত হয়েছে ।

জলাধার : স্বাধীনতার পর বহুমুখী নদী পরিকল্পনায় নদীতে বাঁধ দিয়ে বৃহৎ জলাধার গঠন করা হয় । ভাকরা, সর্দার সরোবর, ময়ূরাক্ষী— এরকম প্রায় ৭৪টি নদী পরিকল্পনার বৃহৎ জলাধার গঠন করা হয়েছে ।

খাল : ভারতে যমুনা খাল, মেত্তুর খাল, দামোদর খাল, ভাকরা খাল প্রভৃতি খালের মাধ্যমে জলসম্পদের বন্টন ঘটানো হয়েছে ।

*****

Comments

Related Items

ভূপৃষ্ঠের বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক কী

প্রশ্ন : ভূপৃষ্ঠের বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক কী ?

আবহাওয়া ও জলবায়ুর উপাদান হিসেবে উষ্ণতার গুরুত্ব কী ?

প্রশ্ন : আবহাওয়া ও জলবায়ুর উপাদান হিসেবে উষ্ণতার গুরুত্ব কী ?

মৌসুমি বায়ু পৃথিবীর কোন কোন অঞ্চলে প্রবাহিত হয় এবং স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য কী ?

প্রশ্ন : মৌসুমি বায়ু পৃথিবীর কোন কোন অঞ্চলে প্রবাহিত হয় ? স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য কী ?

ক্রান্তীয় অঞ্চলে আয়নবায়ুর গতিপথে পৃথিবীর বড়ো বড়ো উষ্ণ মরুভূমিগুলি অবস্থিত— কারণ কি ?

প্রশ্ন :- ক্রান্তীয় অঞ্চলে আয়নবায়ুর গতিপথে পৃথিবীর বড়ো বড়ো উষ্ণ মরুভূমিগুলি অবস্থিত— কারণ কি ? 

জলবায়ু বা আবহাওয়ার উপাদান হিসাবে বায়ুচাপের গুরুত্ব কী এবং বায়ুতে জলীয় বাষ্পের তারতম্যের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?

প্রশ্ন : জলবায়ু বা আবহাওয়ার উপাদান হিসাবে বায়ুচাপের গুরুত্ব কী এবং বায়ুতে জলীয় বাষ্পের তারতম্যের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?