Submitted by avimanyu pramanik on Sun, 01/02/2022 - 19:06

প্রশ্ন : বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ বলতে কী বোঝায় ?

বায়ুচাপকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়— (১) উচ্চচাপ ও (২) নিম্নচাপ । উচ্চচাপ বা নিম্নচাপ বলতে বায়ুর কোনো নির্দিষ্ট চাপ বোঝায় না, কারণ উচ্চচাপ বা নিম্নচাপের ধারণাটি তুলনামূলক ।
যখন ব্যারোমিটার যন্ত্রে বায়ুচাপ প্রায় ১,০১৩ মিলিবার বা তার বেশি তখন বায়ুমণ্ডলের সেই অবস্থাকে উচ্চচাপ বোঝায় । অন্যদিকে যখন ব্যারোমিটার যন্ত্রে বায়ুচাপ থাকে ৯৮৬ মিলিবার বা তার কম তখন বায়ুমণ্ডলের সেই অবস্থাকে নিম্নচাপ বোঝায় ।  উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু সর্বদা নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় ।

*****

Comments

Related Items

বায়ুর কাজ কোথায় বেশি দেখা যায় ? বায়ু কোন কোন প্রক্রিয়ায় ক্ষয়সাধন এবং বহন করে ?

প্রশ্ন:- বায়ুর কাজ কোথায় বেশি দেখা যায় ? বায়ু কোন কোন প্রক্রিয়ায় ক্ষয়সাধন এবং বহন করে ?

প্রধানত মরুভূমি অঞ্চলেই বায়ুর ক্ষয়কাজ সবচেয়ে বেশি হয় । এর কারণ হল—

রেগোলিথ (Regolith) কী ?

প্রশ্ন:-  রেগোলিথ (Regolith) কী ?

জলবায়ুর সঙ্গে আবহবিকারের সম্পর্ক কী এবং আবহবিকারের ফলাফল কী কী ?

প্রশ্ন:- জলবায়ুর সঙ্গে আবহবিকারের সম্পর্ক কী এবং আবহবিকারের ফলাফল কী কী ?

উত্তর:- আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলি কম বেশি প্রায় সর্বত্র কাজ করলেও কোনো বিশেষ ধরনের আবহবিকার বিশেষ কোনো জলবায়ু অঞ্চলেই বেশি কাজ করে, যেমন—

জলদ্বারা কীভাবে আবহবিকার সংঘটিত হয় ?

প্রশ্ন:- জলদ্বারা কীভাবে আবহবিকার সংঘটিত হয় ?

(১) বৃষ্টিবহুল অঞ্চলে জল বছরের পর বছর ধরে আঘাত করে করে শিলাখন্ডগুলিকে দুর্বল করে ফেলে এবং এতে শিলাখন্ডগুলি ক্রমশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়;

উৎপত্তি অনুসারে মাটির শ্রেণিবিভাগ কর ।

প্রশ্ন:- উৎপত্তি অনুসারে মাটির শ্রেণিবিভাগ কর ।

উৎপত্তি অনুসারে মাটি দু’ধরনের হয়, যেমন- (১) স্থানীয় মাটি ও (২) অপসৃত মাটি ।