বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা (Role of Students in Waste Management)

Submitted by avimanyu pramanik on Sat, 11/06/2021 - 08:13

বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা (Role of students in waste management) : সুন্দর ও স্বচ্ছ মন এবং সুস্থশিক্ষা পারিপার্শ্বিক পরিবেশের ওপর নির্ভরশীল । পারিপার্শ্বিক পরিবেশ সুন্দর না থাকলে, সুন্দর স্বচ্ছ মন ও সুস্থশিক্ষা সম্ভব নয় । তাই বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন—

(১) স্কুলের পরিবেশ ও বাড়ির পরিবেশকে সুন্দর রাখতে বর্জ্যকে যেমন নির্দিষ্ট স্থানে ফেলতে হবে তেমনি অন্যান্য সকলকে নিষ্কাশনের সঠিক উপায় সম্বন্ধে অবহিত করতে হবে ।

(২) জমে থাকা বর্জ্যের যথাযত অপসারণ এবং পুনর্ব্যবহারের জন্য শিক্ষার্থীরা নিজেকে এবং অন্যকে উদ্বুদ্ধ করবে ।

(৩) বাড়িতে সেরামিক প্লেট, বাজারের ব্যাগ, পুরনো প্লাস্টিক বাক্স প্রভৃতি পুনর্ব্যবহারযোগ্য দ্রব্যের ব্যবহার বাড়াতে হবে ।

(৪) প্লাস্টিক প্যাকেট, প্লাস্টিক ব্যাগ ইত্যাদির ব্যবহার যথাসম্বভ কমাতে হবে এবং প্লাস্টিকের সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে হবে ।

(৫) পৌর বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না হলে পৌর প্রতিনিধিকে তা লিখিতভাবে জানানো দরকার । 

(৬) নিজের অঞ্চলে জঞ্জাল সাফাই অভিযানে শিক্ষার্থীদের অংশগ্রহণ হল অবশ্যিক কর্তব্য ।

(৭) বর্জ্যজনিত দূষণ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা ও বর্জ্য ব্যবস্থাপনার সঠিক পদ্ধতিগুলিকে অবহিত করার জন্য সচেতনতা শিবির বা ক্যাম্পের আয়োজন করতে হবে । সর্বোপরি শিক্ষার্থীদের বর্জ্যের সমস্যাকে বুঝে পরিবেশকে সুস্থ করে তোলার দায়িত্বে এগিয়ে আসতে হবে ।

*****

Comments

Related Items

নদীর বহন কাজ কী কী প্রক্রিয়ায় সংঘটিত হয় এবং নদীর অবঘর্ষ ক্ষয় ও ঘর্ষণ ক্ষয়ের মধ্যে পার্থক্য কী ?

প্রশ্ন : নদীর বহন কাজ কী কী প্রক্রিয়ায় সংঘটিত হয় এবং নদীর অবঘর্ষ ক্ষয় ও ঘর্ষণ ক্ষয়ের মধ্যে পার্থক্য কী ?

বায়ুর কাজ কোথায় বেশি দেখা যায় ? বায়ু কোন কোন প্রক্রিয়ায় ক্ষয়সাধন এবং বহন করে ?

প্রশ্ন:- বায়ুর কাজ কোথায় বেশি দেখা যায় ? বায়ু কোন কোন প্রক্রিয়ায় ক্ষয়সাধন এবং বহন করে ?

প্রধানত মরুভূমি অঞ্চলেই বায়ুর ক্ষয়কাজ সবচেয়ে বেশি হয় । এর কারণ হল—

রেগোলিথ (Regolith) কী ?

প্রশ্ন:-  রেগোলিথ (Regolith) কী ?

জলবায়ুর সঙ্গে আবহবিকারের সম্পর্ক কী এবং আবহবিকারের ফলাফল কী কী ?

প্রশ্ন:- জলবায়ুর সঙ্গে আবহবিকারের সম্পর্ক কী এবং আবহবিকারের ফলাফল কী কী ?

উত্তর:- আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলি কম বেশি প্রায় সর্বত্র কাজ করলেও কোনো বিশেষ ধরনের আবহবিকার বিশেষ কোনো জলবায়ু অঞ্চলেই বেশি কাজ করে, যেমন—

জলদ্বারা কীভাবে আবহবিকার সংঘটিত হয় ?

প্রশ্ন:- জলদ্বারা কীভাবে আবহবিকার সংঘটিত হয় ?

(১) বৃষ্টিবহুল অঞ্চলে জল বছরের পর বছর ধরে আঘাত করে করে শিলাখন্ডগুলিকে দুর্বল করে ফেলে এবং এতে শিলাখন্ডগুলি ক্রমশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়;