Madhyamik Examination (WBBSE) - 2020 Bengali (First Language)

Submitted by avimanyu pramanik on Tue, 04/14/2020 - 08:40

২০২০

বাংলা — প্রথম ভাষা

সময় — ৩ ঘণ্টা ১৫ মিনিট

প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘন্টা উত্তর লেখার জন্য ।

[ নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান — ৯০

বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান — ১০০ ]

১।  সঠিক উত্তরটি নির্বাচন করো :        ১৭ x ৭ = ১৭

  ১.১  পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন — (ক) জগদীশবাবুর বাড়ি     (খ) চকের বাসস্ট্যান্ডে     (গ) দয়ালবাবুর লিচুবাগানে    (ঘ) চায়ের দোকানে

  ১.২  নদেরচাঁদের বয়স — (ক) পঁচিশ বছর      (খ) ত্রিশ বছর       (গ) পঁয়ত্রিশ বছর       (ঘ) চল্লিশ বছর

  ১.৩  ছোটোমাসি তপনের থেকে কত বছরের বড় —

         (ক) বছর পাঁচেকের      (খ) বছর আষ্টেকের       (গ) বছর দশেকের       (ঘ) বছর বারোর

  ১.৪  'অভিষেক' শীর্ষক কাব্যাংশটি 'মেঘনাদবধকাব্য' -এর কোন সর্গ থেকে নেওয়া হয়েছে ?

         (ক) প্রথম সর্গ,      (খ) তৃতীয় সর্গ       (গ) নবম সর্গ        (ঘ) পঞ্চম সর্গ

  ১.৫  "তারা আর স্বপ্ন দেখতে পারল না ।" — কারা স্বপ্ন দেখতে পারল না ?

         (ক) সেই মেয়েটি        (খ) গির্জার নান        (গ) কবিতার কথক       (ঘ) শান্ত হলুদ দেবতারা

  ১.৬  "গান বাঁধবে সহস্র উপায়ে  — কে গান বাঁধবে ?     (ক) চিল      (খ) কোকিল       (গ) শকুন       (ঘ) ময়ূর

  ১.৭  পালকের কলমের ইংরেজি নাম হল —    (ক) স্টাইলাস       (খ) ফাউন্টেন পেন      (গ) কুইল       (ঘ) রিজার্ভার পেন

  ১.৮  কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন  —    (ক) প্রাবন্ধিক       (খ) দার্শনিক       (গ) গল্পকার       (ঘ) নাট্যকার

  ১.৯  "হিমালয় যেন পৃথিবীর মানদন্ড"  — উক্তিটি    (ক) রবীন্দ্রনাথের       (খ) বঙ্কিমচন্দ্রের       (গ) কালিদাসের      (ঘ) বিদ্যাসাগরের

  ১.১০  অনুসর্গের দৃষ্টান্ত কোনটি  ?     (ক) জন্য       (খ) থানা       (গ) টি       (ঘ) গাছা

  ১.১১  দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে —  (ক) পূর্ব পদের       (খ) উভয় পদের      (গ) পর পদের      (ঘ) অন্য পদের

  ১.১২  'ইসাবের মেজাজ চড়ে গেল'  — নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?

           (ক) কর্ম কারক       (খ) করণ কারক       (গ) কর্তৃ কারক        (ঘ) অপাদান কারক

  ১.১৩  'ফেলাইলা কনক-বলয় দূরে' ।  নিম্নরেখো পদটি যে সমাসের উদাহরণ তা হল —

           (ক) তৎপুরুষ       (খ) অব্যয়ীভাব       (গ) বহুব্রীহি        (ঘ) মধ্যপদলোপী কর্মধারয়

  ১.১৪  'বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না'  — এটি কী ধরনের বাক্য  ?

           (ক) অনুজ্ঞাসূচক বাক্য      (খ) নির্দেশক বাক্য       (গ) বিস্ময়সূচক বাক্য      (ঘ) প্রশ্নবোধক বাক্য

  ১.১৫  'আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এককণা ধুলি ।' এটি কোন শ্রেণির বাক্য ?

           (ক) সরল বাক্য       (খ) যৌগিক বাক্য       (গ) জটিল বাক্য       (ঘ) মিশ্র বাক্য

  ১.১৬  'জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান' — বাক্যটির ভাববাচ্যের রূপ হ'ল —

            (ক) জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয় ।

            (খ) জগদীশবাবুর দ্বারা সিঁড়ি ধরে নামা হয় ।

            (গ) জগদীশবাবু সিঁড়ি ধরে নামেন ।

            (ঘ) জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে আসেন ।

  ১.১৭  'নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে' — এটি কোন বাচ্যের উদাহরণ —

           (ক) কর্মবাচ্য       (খ) ভাববাচ্য       (গ) কর্তৃবাচ্য       (ঘ) কর্ম-কর্তৃবাচ্য

২।  কম-বেশি ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও :     ১৯ x ১ = ১৯

   ২.১. যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :       ৪ x ১ = ৪

   ২.১.১  "বড়ো ভয় করিতে লাগিল নদেরচাঁদের" — নদেরচাঁদের কেন ভয় করতে লাগল ?

   ২.১.২  "অমৃত ফতোয়া জারি করে দিল,"— আমৃত কী 'ফতোয়া' জারি করেছিল ?

   ২.১.৩  "বুড়োমানুষের কথাটা শুনো ।" — বুড়োমানুষের কোন কথা শুনতে বলা হয়েছে ?

   ২.১.৪  "আপনি কি ভগবানের চেয়েও বড়ো ?" — বক্তা একথা কাকে বলেছিলেন ?

   ২.১.৫  "আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন ।" — বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের ?

 ২.২  যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :      ৪ x ২ = ৪ 

   ২.২.১  "এল ওরা লোহার হাতকড়ি নিয়ে," — ওরা কারা ?

   ২.২.২  "হায়, বিধি বাম মম প্রতি ।" — বক্তার এমন মন্তব্যের কারণ কী ?

   ২.২.৩  "তোমায় নিয়ে বেড়াবে গান"  — গান কোথায় বেড়াবে ?

   ২.২.৪  "ধ্বংস দেখে ভয় কেন তোর  ?" — কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন ?

   ২.২.৫  "সিন্ধুতীরে রহিছে মাঞ্জস ।" — 'মাঞ্জস' শব্দের অর্থ কী ?

২.৩  যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :         ৩ x ১ = ৩

   ২.৩.১  "তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি ।" — কী নিয়ে লেখকদের প্রথম 'লেখালেখি' ?

   ২.৩.২  "লাঠি তোমার দিন ফুরাইয়াছে ।" কথাটি কে বলেছিলেন ?

   ২.৩.৩  "এতে রচনা উৎকট হয় ।" — রচনা 'উৎকট' হয় কীসে ?

   ২.৩.৪  প্রয়োজনমতো বাংলা শব্দ পাওয়া না গেলে কী করা উচিত বলে লেখক মনে করেছেন ?

২.৪  যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও :        ৮ x ১ = ৮

    ২.৪.১  তির্যক বিভক্তি কাকে বলে ?

    ২.৪.২  সম্বন্ধপদ কারক নয় কেন ?

    ২.৪.৩ অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও ।

    ২.৪.৪  নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও ।

    ২.৪.৫  নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো :  "পৃথিবী হয়তো বেঁচে আছে ।"

    ২.৪ ৬  উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো :  "ওরা ভয়ে কাঠ হয়ে গেল ।"

    ২.৪.৭  সূর্য পশ্চিমদিকে উদিত হয় । বাক্যনির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে ?

    ২.৪.৮  'বহুরূপী' — শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম করো ।

    ২.৪.৯  'কলম তাদের কাছে আজ অস্পৃশ্য ।' — জটিল বাক্যে পরিবর্তন করো ।

    ২.৪.১০ 'নদীর ধারে তার জন্ম হইয়াছে ।' — কর্তৃবাচ্যে পরিণত করো ।

৩। প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও :          ৩ + ৩ = ৬

  ৩.১  যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :       ১ x ৩ = ৩

     ৩.১.১  "ছেলেদুটোর সবাই একরকম, তফাত শুধু এই যে" — ছেলেদুটি কে কে ? তাদের মধ্যে তফাত কোথায় ?      ১ + ২

     ৩.১.২  "সে ভয়ানক দুর্লভ জিনিস ।"  — কোন জিনিসের কথা বলা হয়েছে ? তা দুর্লভ কেন ?  ১ + ২

৩.২  যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :       ১ x ৩ = ৩

    ৩.২.১  "এস যুগান্তের কবি," — 'যুগান্তের কবি' কে কেন আহ্ববান করা হয়েছে ?      ৩

    ৩.২.২  "সে জানত না আমি আর কখনো ফিরে আসবো না ।" — 'সে' কে ? 'আমি আর কখনো ফিরে আসব না' বলার কারণ কী ?  ১+ ২

৪।  কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :  ৫

   ৪.১  "ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে ।" — কে, কাকে শিখিয়েছে ?  'খাঁটি জিনিস' বলতে কী বোঝানো হয়েছে ?     ২+৩

   ৪.২  "তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল "  — কে হাসি গোপন করিল ? তার হাসি পাওয়ার কারণ কী       ১+৪ 

৫। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :         ৫

   ৫.১  "অভিষেক করিলা কুমারে ।" — 'কুমার' কে  ?  পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো ।     ১+৪

   ৫.২  "আয় আরো বেঁধে বেঁধে থাকি" — কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো      ৫ 

৬। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :        ৫

   ৬.১  "বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় এখনও নানারকম বাধা আছে ।" — লেখক কোন ধরনের বাধার কথা বলেছেন ?     ৫

   ৬.২  "আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা ।"  — বক্তার আসল নাম কি ? তাঁর ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো ।      ১+৪

৭।  কম-বেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :           ৪

  ৭.১  "এইবার হয় তো শেষ যুদ্ধ !" — কোন যুদ্ধের কথা বলা হয়েছে ? বক্তা এই যুদ্ধকে 'শেষ যুদ্ধ' বলেছেন কেন ?       ১+৩

   ৭.৩  "দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাঁহাপনা ।" — বক্তা কে ?  তাঁরা কেন দরবার ত্যাগ করতে চান  ?     ১+৩

৮। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :     ৫ x ২ = ১০ 

   ৮.১  "ফাইট কোনি, ফাইট" — সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের 'ফাইট' করতে হয়েছিল, নিজের ভাষায় লেখ ।        ৫

   ৮.২ "ক্ষিদ্দা, এবার আমরা কী খাব ?" — বক্তা কে ?  উদ্দিষ্ট ব্যক্তি কীভাবে তাদের সাহায্য করেছেন ?    ১+৪ 

   ৮.৩ "খাওয়ার আমার লোভ নেই । ডায়েটিং করি ।" — বক্তা কে ? তার ডায়েটিং -এর পরিচয় দাও ।  ১+৪

৯।  চলিত গদ্যে বঙ্গানুবাদ করো  :         ৪

      Home is the first school where the child learns his first lession. He sees, hears and begins to learn at home. In a

      good home honest and healthy men are made. Bad influence at home spoils a child.

১০। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :        ৫ x ১ = ৫

     ১০.১  মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে পড়বে —  এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো ।

     ১০.২  তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হল — এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো ।

১১। কম-বেশি ৪০০ শব্দে যে-কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো :        ১০

     ১১.১  বিজ্ঞানের ভালো মন্দ

     ১১.২  একটি ভ্রমণের অভিজ্ঞতা

     ১১.৩  আমাদের পরিবেশ : সমস্যা ও প্রতিকার

     ১১.৪  খেলাধুলা ও ছাত্রসমাজ

[কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য]

১২। কম-বেশি ২০ টি শব্দের মধ্যে উত্তর দাও (যে-কোনো চারটি) :       ১ x ৪ = ৪ 

    ১২.১  "নদীকে দেখা হয় নাই ।" — নদেরচাঁদ কতদিন নদীকে দেখে নি  ?

    ১২.২  "এবারের মতো মাপ করে দিন ওদের ।" — একথা কে, কাকে বলেছিলেন  ?

    ১২.৩  "মেসোর উপযুক্ত কাজ হবে সেটা ।" — কোনটা মেসোর উপযুক্ত কাজ হবে ?

    ১২.৪  "শিঞ্জিনী আকর্ষি রোষে"  — ' শিঞ্জিনী' শব্দের অর্থ লেখো ।

    ১২.৫  "ছিনিয়ে নিয়ে গেল তোমাকে,"  — কে, কাকে ছিনিয়ে নিয়ে গেল ?

১৩।  কম-বেশি ৬০ টি শব্দের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :        ৩ x ২ = ৬

    ১৩.১  "তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় ।" — 'ঢং' বলতে এখানে কী বোঝানো হয়েছে ? কীসে ঢং নষ্ট হয়ে যাবে ?     ১+২

    ১৩.২  "বিস্মিত হইল বালা"  —  'বালা' কে  ? তার বিস্ময়ের কারণ কী ছিল ?      ১+২

    ১৩.৩  "গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম-প্রধানের কানে গেল ।" —  কোন গল্প 'গ্রাম-প্রধানের' কানে গেল ? তিনি কী করলেন  ?   ১+২

***

Comments

Related Items

"নমি পুত্র পিতার চরণে, করজোড়ে কহিলা; " — পিতা ও পুত্রের পরিচয় দাও । পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখ ।

প্রশ্ন:- "নমি পুত্র পিতার চরণে, করজোড়ে কহিলা; "  — পিতা ও পুত্রের পরিচয় দাও । পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখ । 

'এল ওরা মানুষ ধরার দল'— তাদের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল ?

প্রশ্ন:- 'এল ওরা মানুষ ধরার দল'— তাদের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল ?

"চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ।" — 'তোমার' বলতে কার কথা বলা হয়েছে ? তার 'অপমানিত ইতিহাসে'র সংক্ষিপ্ত পরিচয় দাও ।

প্রশ্ন:- "চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ।" — 'তোমার' বলতে কার কথা বলা হয়েছে ? তার 'অপমানিত ইতিহাসে'র সংক্ষিপ্ত পরিচয় দাও

"হায় ছায়াবৃতা" —'ছায়াবৃতা' বলার কারণ কী ? তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখো ।

প্রশ্ন:- "হায় ছায়াবৃতা" —'ছায়াবৃতা' বলার কারণ কী ?  তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখো

'আমাদের ইতিহাস নেই' —এই উপলব্ধির মর্মার্থ লেখো ।

প্রশ্ন:- 'আমাদের ইতিহাস নেই' —এই উপলব্ধির মর্মার্থ লেখো