Madhyamik Examination (WBBSE) - 2020 Bengali (First Language)

Submitted by avimanyu pramanik on Tue, 04/14/2020 - 08:40

২০২০

বাংলা — প্রথম ভাষা

সময় — ৩ ঘণ্টা ১৫ মিনিট

প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘন্টা উত্তর লেখার জন্য ।

[ নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান — ৯০

বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান — ১০০ ]

১।  সঠিক উত্তরটি নির্বাচন করো :        ১৭ x ৭ = ১৭

  ১.১  পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন — (ক) জগদীশবাবুর বাড়ি     (খ) চকের বাসস্ট্যান্ডে     (গ) দয়ালবাবুর লিচুবাগানে    (ঘ) চায়ের দোকানে

  ১.২  নদেরচাঁদের বয়স — (ক) পঁচিশ বছর      (খ) ত্রিশ বছর       (গ) পঁয়ত্রিশ বছর       (ঘ) চল্লিশ বছর

  ১.৩  ছোটোমাসি তপনের থেকে কত বছরের বড় —

         (ক) বছর পাঁচেকের      (খ) বছর আষ্টেকের       (গ) বছর দশেকের       (ঘ) বছর বারোর

  ১.৪  'অভিষেক' শীর্ষক কাব্যাংশটি 'মেঘনাদবধকাব্য' -এর কোন সর্গ থেকে নেওয়া হয়েছে ?

         (ক) প্রথম সর্গ,      (খ) তৃতীয় সর্গ       (গ) নবম সর্গ        (ঘ) পঞ্চম সর্গ

  ১.৫  "তারা আর স্বপ্ন দেখতে পারল না ।" — কারা স্বপ্ন দেখতে পারল না ?

         (ক) সেই মেয়েটি        (খ) গির্জার নান        (গ) কবিতার কথক       (ঘ) শান্ত হলুদ দেবতারা

  ১.৬  "গান বাঁধবে সহস্র উপায়ে  — কে গান বাঁধবে ?     (ক) চিল      (খ) কোকিল       (গ) শকুন       (ঘ) ময়ূর

  ১.৭  পালকের কলমের ইংরেজি নাম হল —    (ক) স্টাইলাস       (খ) ফাউন্টেন পেন      (গ) কুইল       (ঘ) রিজার্ভার পেন

  ১.৮  কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন  —    (ক) প্রাবন্ধিক       (খ) দার্শনিক       (গ) গল্পকার       (ঘ) নাট্যকার

  ১.৯  "হিমালয় যেন পৃথিবীর মানদন্ড"  — উক্তিটি    (ক) রবীন্দ্রনাথের       (খ) বঙ্কিমচন্দ্রের       (গ) কালিদাসের      (ঘ) বিদ্যাসাগরের

  ১.১০  অনুসর্গের দৃষ্টান্ত কোনটি  ?     (ক) জন্য       (খ) থানা       (গ) টি       (ঘ) গাছা

  ১.১১  দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে —  (ক) পূর্ব পদের       (খ) উভয় পদের      (গ) পর পদের      (ঘ) অন্য পদের

  ১.১২  'ইসাবের মেজাজ চড়ে গেল'  — নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ ?

           (ক) কর্ম কারক       (খ) করণ কারক       (গ) কর্তৃ কারক        (ঘ) অপাদান কারক

  ১.১৩  'ফেলাইলা কনক-বলয় দূরে' ।  নিম্নরেখো পদটি যে সমাসের উদাহরণ তা হল —

           (ক) তৎপুরুষ       (খ) অব্যয়ীভাব       (গ) বহুব্রীহি        (ঘ) মধ্যপদলোপী কর্মধারয়

  ১.১৪  'বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না'  — এটি কী ধরনের বাক্য  ?

           (ক) অনুজ্ঞাসূচক বাক্য      (খ) নির্দেশক বাক্য       (গ) বিস্ময়সূচক বাক্য      (ঘ) প্রশ্নবোধক বাক্য

  ১.১৫  'আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এককণা ধুলি ।' এটি কোন শ্রেণির বাক্য ?

           (ক) সরল বাক্য       (খ) যৌগিক বাক্য       (গ) জটিল বাক্য       (ঘ) মিশ্র বাক্য

  ১.১৬  'জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে যান' — বাক্যটির ভাববাচ্যের রূপ হ'ল —

            (ক) জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয় ।

            (খ) জগদীশবাবুর দ্বারা সিঁড়ি ধরে নামা হয় ।

            (গ) জগদীশবাবু সিঁড়ি ধরে নামেন ।

            (ঘ) জগদীশবাবু সিঁড়ি ধরে নেমে আসেন ।

  ১.১৭  'নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে' — এটি কোন বাচ্যের উদাহরণ —

           (ক) কর্মবাচ্য       (খ) ভাববাচ্য       (গ) কর্তৃবাচ্য       (ঘ) কর্ম-কর্তৃবাচ্য

২।  কম-বেশি ২০ টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও :     ১৯ x ১ = ১৯

   ২.১. যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :       ৪ x ১ = ৪

   ২.১.১  "বড়ো ভয় করিতে লাগিল নদেরচাঁদের" — নদেরচাঁদের কেন ভয় করতে লাগল ?

   ২.১.২  "অমৃত ফতোয়া জারি করে দিল,"— আমৃত কী 'ফতোয়া' জারি করেছিল ?

   ২.১.৩  "বুড়োমানুষের কথাটা শুনো ।" — বুড়োমানুষের কোন কথা শুনতে বলা হয়েছে ?

   ২.১.৪  "আপনি কি ভগবানের চেয়েও বড়ো ?" — বক্তা একথা কাকে বলেছিলেন ?

   ২.১.৫  "আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন ।" — বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের ?

 ২.২  যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও :      ৪ x ২ = ৪ 

   ২.২.১  "এল ওরা লোহার হাতকড়ি নিয়ে," — ওরা কারা ?

   ২.২.২  "হায়, বিধি বাম মম প্রতি ।" — বক্তার এমন মন্তব্যের কারণ কী ?

   ২.২.৩  "তোমায় নিয়ে বেড়াবে গান"  — গান কোথায় বেড়াবে ?

   ২.২.৪  "ধ্বংস দেখে ভয় কেন তোর  ?" — কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন ?

   ২.২.৫  "সিন্ধুতীরে রহিছে মাঞ্জস ।" — 'মাঞ্জস' শব্দের অর্থ কী ?

২.৩  যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও :         ৩ x ১ = ৩

   ২.৩.১  "তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি ।" — কী নিয়ে লেখকদের প্রথম 'লেখালেখি' ?

   ২.৩.২  "লাঠি তোমার দিন ফুরাইয়াছে ।" কথাটি কে বলেছিলেন ?

   ২.৩.৩  "এতে রচনা উৎকট হয় ।" — রচনা 'উৎকট' হয় কীসে ?

   ২.৩.৪  প্রয়োজনমতো বাংলা শব্দ পাওয়া না গেলে কী করা উচিত বলে লেখক মনে করেছেন ?

২.৪  যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও :        ৮ x ১ = ৮

    ২.৪.১  তির্যক বিভক্তি কাকে বলে ?

    ২.৪.২  সম্বন্ধপদ কারক নয় কেন ?

    ২.৪.৩ অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও ।

    ২.৪.৪  নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও ।

    ২.৪.৫  নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো :  "পৃথিবী হয়তো বেঁচে আছে ।"

    ২.৪ ৬  উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো :  "ওরা ভয়ে কাঠ হয়ে গেল ।"

    ২.৪.৭  সূর্য পশ্চিমদিকে উদিত হয় । বাক্যনির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে ?

    ২.৪.৮  'বহুরূপী' — শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম করো ।

    ২.৪.৯  'কলম তাদের কাছে আজ অস্পৃশ্য ।' — জটিল বাক্যে পরিবর্তন করো ।

    ২.৪.১০ 'নদীর ধারে তার জন্ম হইয়াছে ।' — কর্তৃবাচ্যে পরিণত করো ।

৩। প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও :          ৩ + ৩ = ৬

  ৩.১  যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :       ১ x ৩ = ৩

     ৩.১.১  "ছেলেদুটোর সবাই একরকম, তফাত শুধু এই যে" — ছেলেদুটি কে কে ? তাদের মধ্যে তফাত কোথায় ?      ১ + ২

     ৩.১.২  "সে ভয়ানক দুর্লভ জিনিস ।"  — কোন জিনিসের কথা বলা হয়েছে ? তা দুর্লভ কেন ?  ১ + ২

৩.২  যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :       ১ x ৩ = ৩

    ৩.২.১  "এস যুগান্তের কবি," — 'যুগান্তের কবি' কে কেন আহ্ববান করা হয়েছে ?      ৩

    ৩.২.২  "সে জানত না আমি আর কখনো ফিরে আসবো না ।" — 'সে' কে ? 'আমি আর কখনো ফিরে আসব না' বলার কারণ কী ?  ১+ ২

৪।  কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :  ৫

   ৪.১  "ও আমাকে শিখিয়েছে, খাঁটি জিনিস কাকে বলে ।" — কে, কাকে শিখিয়েছে ?  'খাঁটি জিনিস' বলতে কী বোঝানো হয়েছে ?     ২+৩

   ৪.২  "তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল "  — কে হাসি গোপন করিল ? তার হাসি পাওয়ার কারণ কী       ১+৪ 

৫। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :         ৫

   ৫.১  "অভিষেক করিলা কুমারে ।" — 'কুমার' কে  ?  পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো ।     ১+৪

   ৫.২  "আয় আরো বেঁধে বেঁধে থাকি" — কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো      ৫ 

৬। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :        ৫

   ৬.১  "বাংলা ভাষায় বিজ্ঞানচর্চায় এখনও নানারকম বাধা আছে ।" — লেখক কোন ধরনের বাধার কথা বলেছেন ?     ৫

   ৬.২  "আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা ।"  — বক্তার আসল নাম কি ? তাঁর ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো ।      ১+৪

৭।  কম-বেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :           ৪

  ৭.১  "এইবার হয় তো শেষ যুদ্ধ !" — কোন যুদ্ধের কথা বলা হয়েছে ? বক্তা এই যুদ্ধকে 'শেষ যুদ্ধ' বলেছেন কেন ?       ১+৩

   ৭.৩  "দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাঁহাপনা ।" — বক্তা কে ?  তাঁরা কেন দরবার ত্যাগ করতে চান  ?     ১+৩

৮। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :     ৫ x ২ = ১০ 

   ৮.১  "ফাইট কোনি, ফাইট" — সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের 'ফাইট' করতে হয়েছিল, নিজের ভাষায় লেখ ।        ৫

   ৮.২ "ক্ষিদ্দা, এবার আমরা কী খাব ?" — বক্তা কে ?  উদ্দিষ্ট ব্যক্তি কীভাবে তাদের সাহায্য করেছেন ?    ১+৪ 

   ৮.৩ "খাওয়ার আমার লোভ নেই । ডায়েটিং করি ।" — বক্তা কে ? তার ডায়েটিং -এর পরিচয় দাও ।  ১+৪

৯।  চলিত গদ্যে বঙ্গানুবাদ করো  :         ৪

      Home is the first school where the child learns his first lession. He sees, hears and begins to learn at home. In a

      good home honest and healthy men are made. Bad influence at home spoils a child.

১০। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও :        ৫ x ১ = ৫

     ১০.১  মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে পড়বে —  এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো ।

     ১০.২  তোমার এলাকায় অরণ্য সপ্তাহ পালিত হল — এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো ।

১১। কম-বেশি ৪০০ শব্দে যে-কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো :        ১০

     ১১.১  বিজ্ঞানের ভালো মন্দ

     ১১.২  একটি ভ্রমণের অভিজ্ঞতা

     ১১.৩  আমাদের পরিবেশ : সমস্যা ও প্রতিকার

     ১১.৪  খেলাধুলা ও ছাত্রসমাজ

[কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য]

১২। কম-বেশি ২০ টি শব্দের মধ্যে উত্তর দাও (যে-কোনো চারটি) :       ১ x ৪ = ৪ 

    ১২.১  "নদীকে দেখা হয় নাই ।" — নদেরচাঁদ কতদিন নদীকে দেখে নি  ?

    ১২.২  "এবারের মতো মাপ করে দিন ওদের ।" — একথা কে, কাকে বলেছিলেন  ?

    ১২.৩  "মেসোর উপযুক্ত কাজ হবে সেটা ।" — কোনটা মেসোর উপযুক্ত কাজ হবে ?

    ১২.৪  "শিঞ্জিনী আকর্ষি রোষে"  — ' শিঞ্জিনী' শব্দের অর্থ লেখো ।

    ১২.৫  "ছিনিয়ে নিয়ে গেল তোমাকে,"  — কে, কাকে ছিনিয়ে নিয়ে গেল ?

১৩।  কম-বেশি ৬০ টি শব্দের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :        ৩ x ২ = ৬

    ১৩.১  "তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় ।" — 'ঢং' বলতে এখানে কী বোঝানো হয়েছে ? কীসে ঢং নষ্ট হয়ে যাবে ?     ১+২

    ১৩.২  "বিস্মিত হইল বালা"  —  'বালা' কে  ? তার বিস্ময়ের কারণ কী ছিল ?      ১+২

    ১৩.৩  "গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম-প্রধানের কানে গেল ।" —  কোন গল্প 'গ্রাম-প্রধানের' কানে গেল ? তিনি কী করলেন  ?   ১+২

***

Comments

Related Items

Madhyamik Examination (WBBSE) - 2019 ENGLISH (Second Language)

1. Read the passage carefully and answer the questions that follows : " What have you written, Father ?" Swami asked apprehensively. "Nothing for you. Give it to your headmaster and go to your class." "Have you written anything about our teacher Samuel ?" "Yes. Plenty of thing"

Madhyamik Examination (WBBSE) - 2019 Life Science (Bengali version)

১.১ ট্রপিক চলন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো— (ক) এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত (খ) উদ্ভিদ বা উদ্ভিদ-অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয় (গ) ভলভক্স নামক শ্যাওলায় এই চলন দেখা যায় (ঘ) এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন

Madhyamik Examination (WBBSE) - 2019 MATHEMATICS (Bengali Version)

[i] কোনো অংশীদারি ব্যবসায়ে দুই বন্ধুর প্রাপ্ত লভ্যাংশের অনুপাত [tex] {{1 \over 2} : {1 \over 3}} [/tex] হলে, তাদের মূলধনের অনুপাত— (a) 2 : 3 (b) 3 : 2 (c) 1 : 1 (d) 5 : 3 [ii] যদি [tex] p + q = \sqrt {13}[/tex] এবং [tex] p - q = \sqrt 5 [/tex] হয়, তাহলে pq -এর মান— (a) 2 (b) 18 (c) 9 (d) 8

Madhyamik Examination (WBBSE) - 2019 Physical Science (Bengali version)

1.1 নীচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে ? (a) N2 (b) O2 (c) CH4 (d) He 1.2 STP -তে 2.24 L অধিকার করে (a) 4.4g CO2 (b) 0.64g SO2 (c) 28g CO (d) 16g O2 (C=12, O=16, S=32)

Madhyamik Examination (WBBSE) - 2019 Geography (Bengali version)

১.১ যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, তাকে বলে— (ক) আরোহণ প্রক্রিয়া (খ) অবরোহণ প্রক্রিয়া (গ) আবহবিকার প্রক্রিয়া (ঘ) নগ্নীভবন প্রক্রিয়া ১.২ পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে— (ক) নুনাটাক (খ) ক্লেভাস (গ) অ্যারেট (ঘ) সার্ক