বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - অসুখী একজন

Submitted by avimanyu pramanik on Fri, 05/15/2020 - 14:33

মাধ্যমিকের নমুনা প্রশ্ন :-

১. "যেখানে ছিল শহর / সেখানে ছড়িয়ে রইল" — কী ছড়িয়ে রইল ? [মাধ্যমিক- ২০১৯]

    (ক) পায়ের দাগ       (খ) কাঠ কয়লা       (গ) গোলাপি গাছ      (ঘ) প্রাচীন জলতরঙ্গ ।

২. "তারা আর স্বপ্ন দেখতে পারল না ।" — কারা স্বপ্ন দেখতে পারল না ? [মাধ্যমিক - ২০২০]

    (ক) সেই মেয়েটি      (খ) গির্জার নান      (গ) কবিতার কথক      (ঘ) শান্ত হলুদ দেবতারা

************

মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্ন :-

১.  "ডুবে ছিল ধ্যানে" — কত দিনের ধ্যান ?

          (ক) এক যুগ       (খ) শতবর্ষ        (গ) হাজার বছর       (ঘ) যুগের পর যুগ ধরে

২. "আর সেই মেয়েটি আমার অপেক্ষায় ।"— সেই মেয়েটি বলতে কাকে বোঝানো হয়েছে ?

      (ক) গির্জার এক নানকে

      (খ) কবিতার কথকের জন্য অপেক্ষারত মেয়েটিকে

      (গ) কবিতার কথকের স্ত্রীকে

      (ঘ) যুদ্ধের সময় মারা না যাওয়া এক শিশুকন্যাকে

৩. 'তারপর যুদ্ধ এল' —

    (ক) পাহাড়ের আগুনের মতো      (খ) রক্তের সমুদ্রের মতো       (গ) আগ্নেয় পাহাড়ের মতো      (ঘ)  রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো

৪. বৃষ্টিতে কী ধুয়ে দিয়ে দিয়েছিল ?

     (ক) মনের গ্লানি     (খ) পুরনো লেখা     (গ) ডায়েরির পাতা     (ঘ) পায়ের দাগ

৫. 'অসুখী একজন' কবিতায় একটার পর একটা বছরগুলো কীভাবে নেমে এলো বলে কবি মনে করেছেন ?

    (ক) পাথরের মতো      (খ) জলের মতো       (গ) ফুলের মতো       (ঘ) গানের মতো ।

৬. 'উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে' —

    (ক) পূজার সামগ্রী      (খ) মন্দির চূড়া       (গ) শান্ত হলুদ দেবতারা       (ঘ) গোলাপি গাছ ।

৭. 'নেমে এল তার মাথার ওপর ।' — কী নেমে এল ?

     (ক) মেঘ       (খ) বছর        (গ) মাস        (ঘ) দিন
 

৮. 'শান্ত হলুদ দেবতারা' হাজার বছর ধরে —

     (ক) ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখছিলেন

     (খ) জীবনের প্রতি উদাসীন ও নির্লিপ্ত ছিলেন

     (গ) মানুষকে ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দিচ্ছিলেন

     (ঘ) অহিংস হতে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন

৯. পাবলো নেরুদা ছিলেন—

     (ক) চিলিয়ান কবি ও রাজনীতিবিদ

     (খ) জার্মান কবি ও চিত্রকর

     (গ) রাশিয়ান লেখক ও ভাস্কর্য শিল্পী 

     (ঘ) ইউরোপিয়ান কবি ও ঔপন্যাসিক

১০. 'অসুখী একজন' কবিতায় কবির ঝুলন্ত বিছানার ধারের গাছটি ছিল—

      (ক) সবুজ       (খ) হলুদ      (গ) নীল       (ঘ) গোলাপি

১১. 'অসুখী একজন' কবিতার শুরুতে ব্যবহৃত সর্বনাম হল —

      (ক) সে      (খ) তুমি       (গ) আমি       (ঘ) তারা

১২. 'মৃত পাথরের মূর্তির বীভৎস / মাথা ।' — মৃত পাথরের মূর্তিগুলি আসলে —

      (ক) ভাস্কর্য       (খ) স্থাপত্য        (গ) চিত্রশিল্প       (ঘ) মৃতদেহ

১৩. 'যেখানে আমি _______ বিছানায় ঘুমিয়েছিলাম' — শূন্যস্থানে হবে —

       (ক) নরম       (খ) ঝুলন্ত       (গ) অসমান       (ঘ) পেলব

১৪. 'আমি তাকে ছেড়ে দিলাম' — 'আমি' এখানে কবি —

      (ক) সুভাষ মুখোপাধ্যায়       (খ) পাবলো নেরুদা       (গ) শঙ্খ ঘোষ       (ঘ) শক্তি চট্টোপাধ্যায়

১৫. কবি পাবলো নেরুদার জন্মস্থান —

      (ক) চিলি       (খ) ফ্রান্স       (গ) ইতালি       (ঘ) জার্মানি

১৬. কীসে সমতল ধ্বংস হল ?

       (ক) ভূমিকম্পে       (খ) খরায়        (গ) আগুনে       (ঘ) বন্যায়

১৭. পাবলো নেরুদার প্রকৃত নাম—

      (ক) নেফতালি রিকার্দো রেয়েন্স

      (খ) নেফতালি রিকার্দো রেয়েন্স বাসোয়ালতো

      (গ) গাব্রিয়েল গার্সিয়া মার্কেস 

      (ঘ) গঞ্জালেস ভিদেলা ।

১৮. "আমি তাকে ছেড়ে দিলাম" — কোথায় ছেড়ে দিল ?

      (ক) ঘরের দরজায়       (খ) রাস্তায়       (গ) হাটে বাজারে       (ঘ) বারান্দায়

১৯. শান্ত হলুদ দেবতারা কত বছর ধরে ধ্যানে ডুবে ছিলেন ?

      (ক) তিন হাজার বছর ধরে      (খ) চার হাজার বছর ধরে      (গ) পাঁচ হাজার বছর ধরে      (ঘ) হাজার বছর ধরে

২০. 'হেঁটে গেল গির্জার এক' —

       (ক) পুরোহিত      (খ) ফকির      (গ) নান       (ঘ) দরবেশ

২১. "সেই মেয়েটির মৃত্যু হলো না ।"— সেই মেয়েটি বলতে বোঝানো হয়েছে —

      (ক) গির্জার এক নানকে

      (খ) কবিতার কথকের জন্য অপেক্ষারত মেয়েটিকে

      (গ) কবিতার কথকের স্ত্রীকে

      (ঘ) যুদ্ধের সময় মারা না যাওয়া এক শিশুকন্যাকে

২২. 'অসুখী একজন' কবিতাটি মূল কোন ভাষায় রচিত ?

      (ক) ফরাসি        (খ) আরবি       (গ) স্প্যানিশ       (ঘ) ইংরেজি

২৩. 'ধরে গেল আগুন' — কোথায় আগুন ধরে গেল ?

       (ক) ঘন অরণ্যে       (খ) জনবসতিতে       (গ) ফসলের ক্ষেতে       (ঘ) সমস্ত সমতলে

২৪. কেটে গেল —

     (ক) একটা সপ্তাহ আর একটা মাস

     (খ) একটা সপ্তাহ আর একটা বছর

     (গ) বছরের পর বছর

     (ঘ) মাসের পর মাস

২৫. কালো দাগ কীসের ?

      (ক) কলঙ্কের      (খ) রক্তের       (গ) বেদনার       (ঘ) শোকের
***

Comments

Related Items

"কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা" —কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে ? এ কথা বলার কারণ কী ?

"কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা" —কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে ? এ কথা বলার কারণ কী ?

'সিরাজদ্দৌলা' নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা কর

'সিরাজদ্দৌলা' নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো  ।

দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা কর

দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা কর ।

'কোনি' উপন্যাসের কাহিনি অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর পরিচয় দাও

'কোনি' উপন্যাসের কাহিনি অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর পরিচয় দাও

"এটা বুকের মধ্যে পুষে রাখুক ।" —কী পুষে রাখার কথা বলা হয়েছে ? কী কারণে এই পুষে রাখা ?

"এটা বুকের মধ্যে পুষে রাখুক ।" — কী পুষে রাখার কথা বলা হয়েছে ? কী কারণে এই পুষে রাখা ?