প্লাস্টিক বর্জন নিয়ে একটি প্রতিবেদন রচনা কর

Submitted by avimanyu pramanik on Sat, 08/14/2021 - 08:34

প্লাস্টিক বর্জন নিয়ে একটি প্রতিবেদন রচনা কর

উত্তর :-

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ১০ই আগস্ট, ২০২১

প্লাস্টিক দূষণ বর্তমানে একটা বড় সমস্যা । এই সমস্যা সমাধানের জন্য বারবার মানুষকে সচেতন করা সত্বেও মানুষ সচেতন হচ্ছে না । সে কারণে বর্তমানে এটা থেকে বিরাট সমস্যা সৃষ্টি হয়েছে । কলকাতা শহর, অন্যান্য শহর ও শহরতলির  ড্রেন গুলোতে প্লাস্টিক পড়ার ফলে জল নিকাশি ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে যায় । একটু বর্ষা নামলেই জল জমে যায় । মানুষের দুর্ভোগের অন্ত থাকে না । কলকাতার বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীরা মিলিতভাবে এই দূষণ প্রতিরোধের জন্য সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে । মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এরা নিয়মিত প্রচার শুরু করেছে এবং প্লাস্টিক কিভাবে আমাদের সমাজের ক্ষতি করে, তা বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে মানুষের কাছে তুলে ধরছে । এই প্রচার অভিযানে ছাত্রছাত্রীরা সাধারণ মানুষকেও শামিল করছে । তারা এই উদ্দেশ্যে একটি স্লোগান দিচ্ছে যে "প্লাস্টিক হঠাও পরিবেশ বাঁচাও ।"

****

Comments

Related Items

দ্বন্দ্ব সমাসের শ্রেণিবিভাগ

দ্বন্দ্ব সমাসের শ্রেণিবিভাগ:—

কর্মধারয় সমাসের শ্রেণিবিভাগ

কর্মধারয় সমাসের শ্রেণিবিভাগ :- (ক) সাধারণ কর্মধারয় সমাস (খ) মধ্যপদলোপী কর্মধারয় সমাস (গ) উপমান কর্মধারয় (ঘ) উপমিত কর্মধারয় এবং (ঙ) রূপক কর্মধারয় সমাস ।

তৎপুরুষ সমাসের শ্রেণিবিভাগ

তৎপুরুষ সমাসের শ্রেণিবিভাগ— কারক ও অকারকের বিভক্তি অনুযায়ী তৎপুরুষ সমাসকে ছটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে ।

বহু বিকল্পীয় (M.C.Q) সহ ছোটো প্রশ্নোত্তর - সমাস

বহু বিকল্পীয় প্রশ্ন (M.C.Q):-

(১)  সমাসের বুৎপত্তি হল—

       (ক) সমা √আস + অ       (খ) সমা √অস + অ       (গ) সম্- √অস + অ       (ঘ) সম্ + আস  ।

(২)  ব্যাসবাক্যের প্রথম পদকে বলে —

সমাসের শ্রেণিবিভাগ

সমাসের শ্রেণিবিভাগ :- বাংলা ভাষায় সমাস মূলত ছয় প্রকার— (১) তৎপুরুষ, (২) কর্মধারয়, (৩) দ্বন্দ্ব,  (৪) দ্বিগু, (৫) বহুব্রীহি, (৬) অব্যয়ীভাব । এছাড়াও (৭) নিত্য সমাস, (৮) বাক্যাশ্রয়ী সমাস ও (৯) অলোপ সমাস আছে ।