প্রশ্নোত্তর - কারক ও অকারক সম্পর্ক

Submitted by Nandarani Pramanik on Sun, 07/19/2020 - 08:20

কারকের প্রশ্নোত্তর :

১. সঠিক উত্তরটি নির্বাচন কর :-

১.১ তির্যক বিভক্তি হল —

      (ক) শূন্য বিভক্তির অপর নাম 

      (খ) একাধিক কারকে ব্যবহৃত বিভক্তি

      (গ) একসঙ্গে সব রকমের বিভক্তি

      (ঘ) একসঙ্গে বিভক্তি ও অনুসর্গ

১.২  দারোগার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায় । —  নিম্নরেখ অংশটি হল  —

       (ক)  সহযোগী কর্তা      (খ) ব্যতিহার কর্তা      (গ) একই ক্রিয়ার বহু কর্তা      (ঘ) প্রযোজক কর্তা

১.৩  খানি, খানা এগুলি হল — 

        (ক) নির্দেশক      (খ) উপসর্গ       (গ) অনুসর্গ       (ঘ) বিভক্তি

১.৪  তির্যক বিভক্তির উদাহরণ — 

       (ক) দ্বারা       (খ) এ      (গ) তে     (ঘ) থেকে

১.৫  শুধালেম জনে-জনে । — নিম্নরেখ পদটি হল — 

       (ক) কর্মের বীপ্সা       (খ) কর্তার বীপ্সা      (গ) করণের বিপ্সা     (ঘ) উপবাক্যীয় কর্ম ।

১.৬  কী বাঁধনে বাঁধলে আমায় । উদাহরণটি হল —

       (ক) হেতুময় করণ     (খ) কালাত্মক করণ     (গ) নিমিত্ত কারক    (ঘ) যন্ত্রাত্মক করণ ।

১.৭  একই ধাতু থেকে ক্রিয়াপদ ও কর্মপদ নিষ্পন্ন হলে কর্মটিকে বলা হয় —

       (ক) উদ্দেশ্য কর্ম      (খ) বিধেয় কর্ম     (গ) সমধাতুজ কর্ম      (ঘ) গৌণ কর্ম

১.৮  দিয়া, দ্বারা, কর্তৃক অব্যয়গুলি হল — 

        (ক) ক্রিয়াজাত অনুসর্গ      (খ) শব্দজাত অনুসর্গ     (গ) উপসর্গ      (ঘ) বিভক্তি

১.৯  কর্তা যাকে দিয়ে কাজ করায় তাকে বলা হয় —

       (ক) প্রযোজ্য কর্তা      (খ) উহ্য কর্তা      (গ) অনুক্ত কর্তা      (ঘ) প্রযোজক কর্তা ।

১.১০ বাক্যের প্রাণীবাচক কর্মটিকে বলা হয় — 

        (ক) গৌণ কর্ম     (খ) মুখ্য কর্ম      (গ) উদ্দেশ্য কর্ম       (ঘ) বিধেয় কর্ম  ।

১.১১  বিভক্তি — 

        (ক) সর্বদা শব্দের পূর্বে বসে

        (খ) সর্বদা শব্দের শেষে যুক্ত হয়

        (গ) শব্দের পরে আলাদাভাবে বসে 

        (ঘ) শব্দের পূর্বে আলাদাভাবে বসে ।

১.১২  আমার বইটা আমায় ফেরত দাও । বাক্যে অ-কারকটি হল  —

         (ক) আমার     (খ) আমায়     (গ) দাও      (ঘ) বইটা  ।

১.১৩  হে পিতৃব্য, তব ইচ্ছি মরিবারে । — নিম্নরেখ পদটি হল — 

          (ক) ক্রিয়া পদ     (খ) সম্বোধন পদ     (গ) সম্বন্ধ পদ     (ঘ) কর্তৃপদ

১..১৪  ওরে, আগুন লেগেছে বনে বনে ।লাইনটিতে অ-কারক হল —  

          (ক) ওরে     (খ) আগুন      (গ) লেগেছে     (ঘ) বনে বনে ।

১.১৫  অনুসর্গের অপর নাম হল  — 

         (ক) উপসর্গ       (খ) পরসর্গ      (গ) অব্যয়      (ঘ) বিভক্তি   ।

২. নিম্নরেখ পদগুলির কারক ও অ-কারক ও বিভক্তি নির্ণয় কর

২.১  কি হে গিরিশ, আমাকে চিনতে পারো ?  — উঃ- সম্বোধন পদ — অ-কারক     

২.২  ঘুচাবো ও অপবাদ বধি রিপুকুলে ।    — উঃ- কর্মকারক — শূন্য বিভক্তি

২.৩  সেসব বই নাকি ছাপা হয় ।    — উঃ- কর্ম কারক —শূন্য বিভক্তি

২.৪  ঘাস জন্মালো রাস্তায় ।      — উঃ- কর্তৃকারক —শূন্য বিভক্তি

২.৫  আয় আরো হাতে হাত রাখি ।   — উঃ- অধিকরণ —এ বিভক্তি 

২.৬  বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় ।   — উঃ- করণ কারকে — য় বিভক্তি

২.৭  কালি কলম মন, লেখে তিনজন ।    — উঃ- কর্তৃকারক —শূন্য বিভক্তি

২.৮  কেউ কেউ অবশ্য চুলেও কলম ধারণ করে ।    — উঃ- কর্তৃকারক —শূন্য বিভক্তি 

২.৯  হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে ।    — উঃ- কর্মকারক —শূন্য বিভক্তি 

২.১০  তোমাদের কাছে আমি লাঞ্ছিত ।    — উঃ- অ-কারক — সম্বন্ধ পদ 

২.১১  প্রণমিয়া ধাত্রীর চরণে ।    — উঃ- অ-কারক —সম্বন্ধ পদ 

২.১২  বিধি বাম মম প্রতি ।    — উঃ- কর্তৃ কারক — শূন্য বিভক্তি  

২.১৩  নদের চাঁদ গর্ব অনুভব করে    — উঃ- কর্ম কারকে —শূন্য বিভক্তি 

২.১৪  জ্বলে গেল আগুনে ।    — উঃ- করণ কারকে — এ বিভক্তি ।

******

৩. 'অনুক্ত কর্তা'— বলতে কী বোঝো ?

উ:- কর্তা যেখানে প্রধান ভাবে উক্ত হয় না, সেই কর্তাকে অনুক্ত কর্তা বলে । যেমন— আমার লেখা হয়েছে । ডাক্তারের রোগী দেখা হয়েছে । বেলার খাওয়া হয়েছে । এখানে দেখা যাচ্ছে যে, ভাব বাচ্যের এবং কর্মবাচ্যের কর্তাই অনুক্ত কর্তা ।

৪. অ-কারক পদ কয় প্রকার ও কী কী ?

উ :- অ-কারক পদ দুই প্রকার— (১) সম্বন্ধ পদ ও (২) সম্মোধন পদ ।

(১) সম্বন্ধ পদ — বাক্যে ব্যবহৃত যে সমস্ত পদের সঙ্গে ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না বরং বিশেষ্য পদ ও সর্বনাম পদের সম্পর্ক থাকে তাকে সম্বন্ধ পদ বলে । যেমন, প্রধানমন্ত্রীর ভাষণ । হাতের কাজটি খুব ভালো । রান্নার গ্যাস শেষ, প্রভৃতি ।

(২) সম্বোধন পদ— যে পদের দ্বারা কাউকে আহবান করা বা সম্বোধন করা বোঝায় তাকে সম্বোধন পদ বলে । যেমন- মেয়েরা এদিক এসো\ । 'মাগো, আমায় ছুটি দিতে বল ।' হে ভগবান ! আমাকে রক্ষা কর, ইত্যাদি ।

৫. তির্যক বিভক্তি কাকে বলে ?

উ:- যে বিভক্তি সমস্ত কারকে যুক্ত হতে পারে তাকে তির্যক বিভক্তি বলে । যেমন-

এ বিভক্ত কর্তৃকারকে —পাগলে কি না বলে ছাগলে কি না খায় ।

কর্মকারকে— কেশরী কি কভু ক্ষুদ্র শশকে বধে ?

করণকারকে — স্রোতে নৌকায় কোথায় ভেসে যায় ।

নিমিত্ত কারকে — তিনি শিকারে গেছেন ।

অপাদান কারকে —তিলে তেল হয় ।

অধিকরণ কারকে— তিনি অঙ্কে পন্ডিত ।

*****

Comments

Related Items

"কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা" —কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে ? এ কথা বলার কারণ কী ?

"কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা" —কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে ? এ কথা বলার কারণ কী ?

'সিরাজদ্দৌলা' নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা কর

'সিরাজদ্দৌলা' নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো  ।

দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা কর

দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা কর ।

'কোনি' উপন্যাসের কাহিনি অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর পরিচয় দাও

'কোনি' উপন্যাসের কাহিনি অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর পরিচয় দাও

"এটা বুকের মধ্যে পুষে রাখুক ।" —কী পুষে রাখার কথা বলা হয়েছে ? কী কারণে এই পুষে রাখা ?

"এটা বুকের মধ্যে পুষে রাখুক ।" — কী পুষে রাখার কথা বলা হয়েছে ? কী কারণে এই পুষে রাখা ?