নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে প্রতিবেদন রচনা কর

Submitted by avimanyu pramanik on Sat, 08/14/2021 - 08:24

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে প্রতিবেদন রচনা কর ।

নিজস্ব সংবাদদাতা, বেলতলা রোড, কলকাতা, ৪ঠা নভেম্বর, ২০২০:

অতিমারি করোনা ভাইরাসের দাপটে বিশ্ববাজারের অর্থনীতিতে এক ভয়ঙ্কর মন্দা দেখা দিয়েছে । আমাদের দেশের অর্থনীতিরও বেহাল অবস্থা । দেশের বেশিরভাগ কলকারখানা বন্ধ, যানবাহন, রেল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় দৈনন্দিন জীবনযাত্রায় তার প্রভাব পড়েছে । বেশি করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান ঠিকমতো না থাকায় এবং অসাধু ব্যবসায়ীদের অসহযোগিতার কারণে নিত্যপয়োজনীয় জিনিসপত্রের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে । বহু মানুষ চাকরি হারিয়েছে, বহু মানুষের রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় তাদের পরিবার পরিজনদের মুখে দু'বেলা দু'মুঠো অন্ন তুলে দেওয়ার এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে । এইরকম অবস্থায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য উত্তরোত্তর বৃদ্ধির ফলে সাধারণ মানুষ আরও অসহায় হয়ে পড়েছে । এই বিষয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকার যদি অবিলম্বে সাধারণ মানুষের পাশে এসে না দাঁড়ায়, তাহলে দেশে চরম অবস্থার সম্মুখীন হবে । সুতরাং কেন্দ্র ও রাজ্য সরকারের এই বিষয়ে সজাগ দৃষ্টি আকর্ষণ করছি ।

***/

Comments

Related Items

"নমি পুত্র পিতার চরণে, করজোড়ে কহিলা; " — পিতা ও পুত্রের পরিচয় দাও । পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখ ।

প্রশ্ন:- "নমি পুত্র পিতার চরণে, করজোড়ে কহিলা; "  — পিতা ও পুত্রের পরিচয় দাও । পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখ । 

'এল ওরা মানুষ ধরার দল'— তাদের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল ?

প্রশ্ন:- 'এল ওরা মানুষ ধরার দল'— তাদের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল ?

"চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ।" — 'তোমার' বলতে কার কথা বলা হয়েছে ? তার 'অপমানিত ইতিহাসে'র সংক্ষিপ্ত পরিচয় দাও ।

প্রশ্ন:- "চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ।" — 'তোমার' বলতে কার কথা বলা হয়েছে ? তার 'অপমানিত ইতিহাসে'র সংক্ষিপ্ত পরিচয় দাও

"হায় ছায়াবৃতা" —'ছায়াবৃতা' বলার কারণ কী ? তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখো ।

প্রশ্ন:- "হায় ছায়াবৃতা" —'ছায়াবৃতা' বলার কারণ কী ?  তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখো

'আমাদের ইতিহাস নেই' —এই উপলব্ধির মর্মার্থ লেখো ।

প্রশ্ন:- 'আমাদের ইতিহাস নেই' —এই উপলব্ধির মর্মার্থ লেখো