অস্ত্রের বিরুদ্ধে গান

Submitted by avimanyu pramanik on Thu, 05/14/2020 - 12:47

অস্ত্রের বিরুদ্ধে গান — জয় গোস্বামী

 

অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে

আমি এখন রাজার হাতে পায়ে

এগিয়ে আসি, উঠে দাঁড়াই

হাত নাড়িয়ে বুলেট তাড়াই

গানের বর্ম আজ পরেছি গায়ে

গান তো জানি একটা দুটো

আঁকড়ে ধরে সে-খড়কুটো

রক্ত মুছি শুধু গানের গায়ে

মাথায় কত শকুন বা চিল

আমার শুধু একটা কোকিল

গান বাঁধবে সহস্র উপায়ে

অস্ত্র রাখো, অস্ত্র ফ্যালো পায়ে 

বর্ম খুলে দ্যাখো আদুড় গায়ে

গান দাঁড়ালো ঋষিবালক 

মাথায় গোঁজা ময়ূরপালক

তোমায় নিয়ে বেড়াবে গান

নদীতে, দেশগাঁয়ে 

অস্ত্র ফ্যালো,অস্ত্র রাখো গানের দুটি পায়ে ....

****

Comments

Related Items

রচনাধর্মী প্রশ্নোত্তর - আয় আরো বেঁধে বেঁধে থাকি

১. 'আমরা ভিখারি বারোমাস' — এই উপলব্ধির মর্মার্থ লেখ ।

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - প্রলয়োল্লাস

মাধ্যমিক পরীক্ষায় এসেছে এমন অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী বিভিন্ন প্রশ্ন নিচে তুলে ধরা হলো ----

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - অভিষেক

মাধ্যমিক পরীক্ষায় এসেছে এমন অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী বিভিন্ন প্রশ্ন নিচে তুলে ধরা হলো ----

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - বাংলা ভাষায় বিজ্ঞান

 ১. বিশ্ববিদ্যালয়-নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কী বিধান দিয়েছিলেন ?      [মাধ্যমিক-২০১৭]

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - হারিয়ে যাওয়া কালি কলম

মাধ্যমিকের নমুনা প্রশ্ন :-

১. 'হারিয়ে যাওয়া কালি কলম' -এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত ?      [মাধ্যমিক-২০১৭]

উঃ-  'হারিয়ে যাওয়া কালি কলম' -এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম আড়াই হাজার পাউন্ড ।