অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - জ্ঞান চক্ষু

Submitted by avimanyu pramanik on Tue, 05/12/2020 - 17:56

১. তপনের গল্প পড়ে ছোট মাসি কী বলেছিল ?  [মাধ্যমিক-২০১৭]

উত্তর:- তপনের লেখা গল্পটির পুরোটা না পড়ে তার প্রশংসা করেন এবং গল্পটি কোথাও থেকে নকল করেছে কি না তা জিজ্ঞাসা করেন । 

২. "একটু 'কারেকশন' করে ইয়ে করে দিলে ছাপাতে দেওয়া চলে ।" — কে কী ছাপানোর কথা বলেছেন ?  [মাধ্যমিক-২০১৮]

উত্তর:- তপনের নতুন মেসোমশাই, যিনি একজন অধ্যাপক ও লেখক, তিনি 'প্রথমদিন' নাম তপনের লেখা প্রথম গল্পটি ছাপানোর কথা বলেছেন ।  

৩."সূচীপত্রেও নাম রয়েছে"— সূচীপত্রে কী লেখা ছিল ?     [মাধ্যমিক-২০১৯]

উত্তর:- সূচীপত্রে লেখা ছিল 'প্রথম দিন' (গল্প) শ্রীতপনকুমার রায় ।   

৪. "এ বিষয়ে সন্দেহ ছিল তপনের" — কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল ?

উত্তর:- একজন লেখকও যে সাধারণ মানুষের মতো হতে পারে, তাদের আচরণও আর পাঁচটা সাধারণ মানুষের মতোই হয়ে থাকে, সেই বিষয়ে তপনের সন্দেহ ছিল ।

৫. "অনেক বই ছাপা হয়েছে" — কার অনেক বই ছাপা হয়েছে ?

উত্তর:- তপনের লেখক ছোটোমেসোর অনেক বই ছাপা হয়েছে ।

৬. "মেসোর উপযুক্ত কাজ হবে সেটা" — কোন কাজকে 'মেসোর উপযুক্ত কাজ' বলে ছোটোমাসি মনে করেন ?

উত্তর:- তপন একটা গল্প লিখেছিল । তার লেখক মেসোমশাই সেই গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপার ব্যবস্থা করে দিলে সেটাই মেসোর উপযুক্ত কাজ হবে বলে ছোটোমাসি মনে করেন ।

৭. লেখার প্রকৃত মূল্য কে বুঝবে বলে তপন মনে করেছিল ?

উত্তর:- তপনের লেখক ছোটোমেসোই তার লেখার প্রকৃত মূল্য বুঝবেন বলে তপন মনে করেছিল ।

৮. "লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে ।" —লেখার প্রকৃত মূল্য কেবল নতুন মেসোই বুঝবেন কেন ?

উত্তর:- তপনের নতুন মেসো একজন নামকরা লেখক । তাই লেখক মানুষ হিসেবে তিনিই তপনের লেখার প্রকৃত মূল্য বুঝবেন ।

৯. সন্ধ্যাতারা পত্রিকায় লেখা ছাপা প্রসঙ্গে তপনর মেসোমশাই কী বলেছিলেন ?

উত্তর:- সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদক ছিলেন তপনের মেসোমশাইয়ের পরিচিত । তপনের লেখা দেখে মেসোমশাই বলেছিলেন, তিনি যদি সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদককে লেখা ছাপানোর কথা বলেন তাহলে সম্পাদকমশাই না বলতে পারবেন না ।

১০. "তবে তপনেরই বা লেখক হতে বাধা কী ?" —তপনের লেখক হতে বাধা ছিল কেন ?

উত্তর:- তপন মনে করত লেখকরা তার মতো সাধারণ মানুষ নয়, তাঁরা হয়তো অন্য গ্রহের জীব । নতুন মেসোকে দেখে তপন বুঝতে পারল তিনি আর পাঁচজনের মতোই সাধারণ মানুষ, আকাশ থেকে পড়া কোনো জীব নন । তাই তপনেরও লেখক হতে কোনো বাধা নেই ।

১১. তপনের লেখা গল্প দেখে তার ছোটোমেসো কী বলেছিলেন ?

উত্তর:- তপনের লেখা গল্প দেখে তার ছোটোমেসো বলেছিলেন যে গল্পটা ভালোই হয়েছে । শুধু একটু সংশোধন করে দেওয়া দরকার । তাহলেই তার লেখা ছাপতে দেওয়া যাবে ।

১২. কী কারণে মেসোমশাই তপনের লেখা ভালো বলেছিলেন ?

উত্তর:-  ছোটোমেসোমশাইয়ের নতুন বিয়ে হয়েছে, তাই শ্বশুরবাড়ির একটি বাচ্চা ছেলেকে খুশি করতেই মূলত তপনের মেসোমশাই লেখা ভালো হয়েছে বলেছিলেন ।

১৩. "তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় ।" —তপনের এই অবস্থার কারণ কী ?

উত্তর:-  নতুন মেসো তপনের লেখাটা 'কারেকশান' বা সংশোধন করে ছাপিয়ে দিতে চাইলে তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় ।

১৪. "আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন—" তপন কী দেখতে পাচ্ছিল ?

উত্তর:- তপনের নিজের ছোটোমেসো একজন লেখক হওয়ায় সে দেখতে পাচ্ছিল, লেখক মানে আকাশ থেকে পড়া কোনো জীব নন, তিনিও তপনের মতোই সাধারণ মানুষ ।

১৫. "ছোটোমাসি সেই দিকে ধাবিত হয় ।"— ছোটোমাসি কোন দিকে ধাবিত হয় ?

উত্তর:-  মেসোমশাই যেখানে দিবানিদ্রা দিচ্ছিলেন সেদিকে ছোটোমাসি ধাবিত হয় ।

১৬. "এইসব মালমশলা নিয়ে বসে ।" — কীসের কথা বলা হয়েছে ?

উত্তর:- অল্পবয়সি ছেলেমেয়েরা গল্প লিখতে গিয়ে রাজারানির গল্প, খুন-জখম, অ্যাকসিডেন্ট, না খেতে পেয়ে মরে যাওয়া ইত্যাদি যেসব বিষয়ে লেখে, সেসবের কথা বলা হয়েছে ।

১৭. "এটা খুব ভালো ।" —বক্তার এ কথা বলার কারণ কী ছিল ?

উত্তর:- তপন তার ভরতি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে গল্প লিখেছিল বলে প্রশংসা করেই তপনের মেসোমশাই মন্তব্যটি করেন ।

১৮. "বিকেলে চায়ের টেবিলে উঠে কথাটা"— চায়ের টেবিলে কোন কথা ওঠে ?

উত্তর:- তপনের গল্প লেখা আর মেসোমশাইয়ের তা ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতির কথাই বিকেলে চায়ের টেবিলে ওঠে ।

১৯. "তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয় ।" —তপনের এই পুলকের কারণ কী ?

উত্তর:-  তপনের মাসি তপনের লেখা নিয়ে মেসোমশাইয়ের কাছে গিয়ে হইচই করলে তপন মনে মনে পুলকিত হয় কারণ তার লেখার মূল্য একমাত্র মেসোমশাইয়ের পক্ষে বোঝা সম্ভব ।

২০. "যেন নেশায় পেয়েছে"— কোন নেশার কথা বলা হয়েছে ?

উত্তর :- তপন তার লেখক মেসোকে দেখে অনুপ্রাণিত হয়ে একটি গল্প লিখে ফেলে । ছোটোমাসির উৎসাহে মেসো তার গল্প ছাপিয়ে দেওয়ার দায়িত্ব নেন । এরপর থেকেই তপনকে লেখার নেশায় পায় । তারপর সে দু-তিনটে গল্পও লিখে ফেলে ।

***

Comments

Related Items

'আমরা ভিখারি বারোমাস' —এই উপলব্ধির মর্মার্থ লেখ ।

প্রশ্ন:- 'আমরা ভিখারি বারোমাস' — এই উপলব্ধির মর্মার্থ লেখ

'সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে'— কবিতাটি অনুসরণে পরিস্থিতিটির বিবরণ দাও ।

প্রশ্ন:- 'সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে'— কবিতাটি অনুসরণে পরিস্থিতিটির বিবরণ দাও ।

উত্তর:-  প্রখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত 'অসুখী একজন' কবিতা থেকে উদ্ধৃত লাইনটি নেওয়া হয়েছে ।

"যেখানে ছিল শহর / সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা ।" — 'অসুখী একজন' কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হল লেখো

প্রশ্ন:- "যেখানে ছিল শহর / সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা ।" — 'অসুখী একজন' কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হল লেখো ।       

'নদীর বিদ্রোহ' গল্প অবলম্বনে নদীর প্রতি নদেরচাঁদের অকৃত্রিম ভালবাসার পরিচয় দাও ।

প্রশ্ন:- 'নদীর বিদ্রোহ' গল্প অবলম্বনে নদীর প্রতি নদেরচাঁদের অকৃত্রিম ভালবাসার পরিচয় দাও

"বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোল আনাই বজায় আছে ।" — বাবুটি কে ? তার সাজসজ্জার পরিচয় দাও

প্রশ্ন :- "বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোল আনাই বজায় আছে ।" — বাবুটি কে ? তার সাজসজ্জার পরিচয় দাও