অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - অসুখী একজন

Submitted by avimanyu pramanik on Sat, 07/18/2020 - 18:17

১  "শিশু আর বাড়িরা খুন হলো"—'শিশু আর বাড়িরা' খুন হয়েছিল কেন ?      [মাধ্যমিক-২০১৭]

 উঃ-  'রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো' যুদ্ধের করাল থাবার আঘাতে 'শিশুরা আর বাড়িরা' খুন হয়েছিল ।

২. "ছড়ানো রয়েছে কাছে দূরে !"—কী ছড়ানো রয়েছে ?       [মাধ্যমিক-২০১৯]

 উঃ- কাছে দূরে শিশুদের শব ছড়ানো রয়েছে । 

৩. 'অসুখী একজন' কবিতাটি কে বাংলায় তরজমা করেছেন ?        [মাধ্যমিক-২০১৯]

উঃ-  'অসুখী একজন' কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য ।

৪. 'তারা আর স্বপ্ন দেখতে পারল না ।'—ভাববাচ্যে পরিবর্তন করো ।      [মাধ্যমিক-২০১৯]

উঃ- তাদের আর স্বপ্ন দেখা হল না ।

 

*****

Comments

Related Items

প্রলয়োল্লাস

তোরা সব জয়ধ্বনি কর ! তোরা সব জয়ধ্বনি কর ! ওই নূতনের কেতন ওড়ে কালবোশেখির ঝড় । তোরা সব জয়ধ্বনি কর ! তোরা সব জয়ধ্বনি কর !

ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন - জ্ঞান চক্ষু

১। প্রশ্ন :- "যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না ।'—'আহ্লাদ' হবার কথা ছিল কেন ? 'আহ্লাদ খুঁজে' না পাওয়ার কারণ কী ?

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - জ্ঞান চক্ষু

১. তপনের গল্প পড়ে ছোট মাসি কী বলেছিল ? উত্তর:- তপনের লেখা গল্পটির পুরোটা না পড়ে তার প্রশংসা করেন এবং গল্পটি কোথাও থেকে নকল করেছে কি না তা জিজ্ঞাসা করেন । ২. "একটু 'কারেকশন' করে ইয়ে করে দিলে ছাপাতে দেওয়া চলে ।" — কে কী ছাপানোর কথা বলেছেন ? উত্তর:- তপনের নতুন মেসোমশাই, যিনি একজন অধ্যাপক ও লেখক, তিনি 'প্রথমদিন' নাম তপনের লেখা প্রথম গল্পটি ছাপানোর কথা বলেছেন ।

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - জ্ঞান চক্ষু

তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন ? [ মাধ্যমিক-২০১৮ ] (ক) শুকতারা (খ) আনন্দমেলা (গ) সন্ধ্যাতারা (ঘ) দেশ । ২. তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন ? [ মাধ্যমিক-২০১৯ ] (ক) ধ্রুবতারা (খ) শুকতারা (গ) সন্ধ্যাতারা (ঘ) আলোতারা ।