অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - অসুখী একজন

Submitted by avimanyu pramanik on Sat, 07/18/2020 - 18:17

১  "শিশু আর বাড়িরা খুন হলো"—'শিশু আর বাড়িরা' খুন হয়েছিল কেন ?      [মাধ্যমিক-২০১৭]

 উঃ-  'রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো' যুদ্ধের করাল থাবার আঘাতে 'শিশুরা আর বাড়িরা' খুন হয়েছিল ।

২. "ছড়ানো রয়েছে কাছে দূরে !"—কী ছড়ানো রয়েছে ?       [মাধ্যমিক-২০১৯]

 উঃ- কাছে দূরে শিশুদের শব ছড়ানো রয়েছে । 

৩. 'অসুখী একজন' কবিতাটি কে বাংলায় তরজমা করেছেন ?        [মাধ্যমিক-২০১৯]

উঃ-  'অসুখী একজন' কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য ।

৪. 'তারা আর স্বপ্ন দেখতে পারল না ।'—ভাববাচ্যে পরিবর্তন করো ।      [মাধ্যমিক-২০১৯]

উঃ- তাদের আর স্বপ্ন দেখা হল না ।

 

*****

Comments

Related Items

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - সিন্ধুতীরে

১. "দেখিয়া রুপের কলা/ বিস্মিত হইল বালা /অনুমান করে নিজ চিতে ।"—'বালা' কী অনুমান করেছিল ?      [মাধ্যমিক-২০১৭]

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - অস্ত্রের বিরুদ্ধে গান

১. "অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো"— কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে ?      [মাধ্যমিক-২০১৭]

 উঃ- গানের চরণযুগলে অস্ত্র ফেলার কথা বলা হয়েছে ।

২. "রক্ত মুছি শুধু গানের গায়ে"  — কথাটির অর্থ কী ?

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - আফ্রিকা

মাধ্যমিকের নমুনা প্রশ্ন :-

১. "এসো যুগান্তের কবি"— কবির ভূমিকাটি কী হবে ?      [মাধ্যমিক-২০১৭]

উঃ- 'যুগান্তের কবি' আসন্ন সন্ধ্যায় শেষ রশ্মিপাতে দাঁড়িয়ে মানহারা মানবীকে শোনাবে সভ্যতার শেষ পুণ্যবানী' — 'ক্ষমা করো ।' 

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - আয় আরো বেঁধে বেঁধে থাকি

১. "আমাদের পথ নেই আর"— তাহলে আমাদের করণীয় কী ?       [মাধ্যমিক-২০১৭]

উঃ- পথ না থাকার দরুন আমাদের আজ একতাবদ্ধ হয়ে 'আরো বেঁধে বেঁধে' থাকতে হবে ।

 

*****

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - বহুরূপী

১. জগদীশবাবু তীর্থভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন ?       [মাধ্যমিক-২০১৭]

উঃ-  জগদীশবাবু তীর্থভ্রমণের জন্য বিরাগীকে একশো এক টাকা দিতে চেয়েছিলেন ।