'আমাদের ইতিহাস নেই' —এই উপলব্ধির মর্মার্থ লেখো ।

Submitted by avimanyu pramanik on Fri, 08/27/2021 - 07:38

প্রশ্ন:- 'আমাদের ইতিহাস নেই' —এই উপলব্ধির মর্মার্থ লেখো

উত্তর :- আলোচ্য লাইনটি কবি শঙ্খ ঘোষ রচিত 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতা থেকে নেওয়া হয়েছে । ইতিহাস হল প্রাচীন কাহিনী বা ঐতিহ্য । পরবর্তী প্রজন্ম এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যায় । একটা জাতির বিকাশে ইতিহাসের অবদান সর্বজন স্বীকৃত । ইতিহাস না থাকলে দেশকে জানা যায় না, বোঝা যায় না । তাই প্রয়োজন ইতিহাস চর্চা বা ঐতিহ্যের পুনশ্চয়ন । কিন্তু দেশের ইতিহাস কখনো কখনো ক্ষমতাসীন শাসক বা রাজনীতির মোড়কে তা বিকৃত রূপ লাভ করে । ফলে প্রকৃত সত্য মানুষের কাছে অজানা থেকে যায় । আর বর্তমানের বিকৃত ইতিহাস নিয়েই মানুষ গর্বিত হতে চায় । কিন্তু সেটা কখনোই ঠিক পথ নয় । কারণ প্রকৃত ইতিহাস হল মানবিক মূল্যবোধ বিকাশের ইতিহাস । সেখানে ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার কোন অবকাশ থাকে না । এই কথাটাই কবি বোঝাতে চেয়েছেন ।

****

Comments

Related Items

দ্বন্দ্ব সমাসের শ্রেণিবিভাগ

দ্বন্দ্ব সমাসের শ্রেণিবিভাগ:—

কর্মধারয় সমাসের শ্রেণিবিভাগ

কর্মধারয় সমাসের শ্রেণিবিভাগ :- (ক) সাধারণ কর্মধারয় সমাস (খ) মধ্যপদলোপী কর্মধারয় সমাস (গ) উপমান কর্মধারয় (ঘ) উপমিত কর্মধারয় এবং (ঙ) রূপক কর্মধারয় সমাস ।

তৎপুরুষ সমাসের শ্রেণিবিভাগ

তৎপুরুষ সমাসের শ্রেণিবিভাগ— কারক ও অকারকের বিভক্তি অনুযায়ী তৎপুরুষ সমাসকে ছটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে ।

বহু বিকল্পীয় (M.C.Q) সহ ছোটো প্রশ্নোত্তর - সমাস

বহু বিকল্পীয় প্রশ্ন (M.C.Q):-

(১)  সমাসের বুৎপত্তি হল—

       (ক) সমা √আস + অ       (খ) সমা √অস + অ       (গ) সম্- √অস + অ       (ঘ) সম্ + আস  ।

(২)  ব্যাসবাক্যের প্রথম পদকে বলে —

সমাসের শ্রেণিবিভাগ

সমাসের শ্রেণিবিভাগ :- বাংলা ভাষায় সমাস মূলত ছয় প্রকার— (১) তৎপুরুষ, (২) কর্মধারয়, (৩) দ্বন্দ্ব,  (৪) দ্বিগু, (৫) বহুব্রীহি, (৬) অব্যয়ীভাব । এছাড়াও (৭) নিত্য সমাস, (৮) বাক্যাশ্রয়ী সমাস ও (৯) অলোপ সমাস আছে ।