"ওই ভাঙ্গা গড়া খেলা যে তার কিসের তবে ডর ?" — কবির মন্তব্যটি কোন ইঙ্গিতবাহী ?

Submitted by avimanyu pramanik on Fri, 08/27/2021 - 08:47

প্রশ্ন:-  "ওই ভাঙ্গা গড়া খেলা যে তার কিসের তবে ডর ?" — কবির মন্তব্যটি কোন ইঙ্গিতবাহী ?

উত্তর:- উদ্ধৃতাংশটি কবি নজরুল ইসলামের "প্রলয়োল্লাস" কবিতা থেকে নেওয়া হয়েছে । 'প্রলয়োল্লাস' আসলে কবির জীবন উল্লাসের কবিতা । এই কবিতায় কবি চির বিদ্রোহী নবযৌবনের বন্দনা করেছেন । ভারতবর্ষকে পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত করে আনতে পারে একমাত্র নবযৌবনের অগ্রদূতেরা, অর্থাৎ নবীনেরা ।

ব্রিটিশ শাসিত ভারতবর্ষে নিপীড়িত, নির্যাতিত, শোষিত মানুষদের ব্যথা-বদনা দেখে কবি খুবই মর্মাহত হয়েছিলেন । এই সাম্রাজ্যবাদী শাসকের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করতে হলে প্রয়োজন গণ আন্দোলনের, প্রয়োজন নির্ভীক মৃত্যুভয়হীন তরুণ বিপ্লবীদের । জীবনে যা কিছু মন্দ, অন্যায়, অসুন্দর, মঙ্গলহীন, অহিতকর তা একমাত্র তরুণ প্রাণের অধিকারী তেজোদীপ্ত নবীনরাই দূর করতে পারে । কারণ তারা যে স্বার্থহীন সত্যশিব মঙ্গলের পূজারী । শিব যেমন একদিকে রুদ্ররূপী ধ্বংসের দেবতা, তেমনি সৃষ্টির দেবতা । তিনি একহতে ভাঙেন আর এক হাতে গড়েন । ধ্বংসের মধ্য দিয়েই সৃষ্টির সূচনা হয় । তাই কবি তরুণদের হাতে সমাজ গড়ার ভার তুলে দিতে চেয়েছেন । নবীনদের উজ্জীবিত করতে বলেছেন—

       "প্রলয় বয়েও আসছে হেসে

                            মধুর হেসে ।

           ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর ।"

কবি নবীনদের চিরসুন্দর বলেছেন । এদের হাত ধরেই নবসৃষ্টি অর্থাৎ নতুন ভারতবর্ষের সূচনা হবে । তাই কবি দেশের মানুষকে এদেরকে জয়ধ্বনি দিতে বলেছেন ।

****

Comments

Related Items

প্রবন্ধ রচনা (Essay Writing)

প্রবন্ধ রচনা  —

রক্তদান জীবন দান এই বিষয়ে একটি প্রতিবেদন কর

রক্তদান জীবন দান এই বিষয়ে একটি প্রতিবেদন কর

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১০ই আগস্ট, ২০২১

প্লাস্টিক বর্জন নিয়ে একটি প্রতিবেদন রচনা কর

প্লাস্টিক বর্জন নিয়ে একটি প্রতিবেদন রচনা কর

উত্তর :-

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ১০ই আগস্ট, ২০২১

আম্ফানের তান্ডবে লণ্ডভণ্ড দক্ষিণবঙ্গ

আম্ফানের তান্ডবে লণ্ডভণ্ড দক্ষিণবঙ্গ

নিজস্ব সংবাদদাতা, বেলতলা রোড, কলকাতা, ২১শে মে, ২০০০

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে প্রতিবেদন রচনা কর

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে প্রতিবেদন রচনা কর ।

নিজস্ব সংবাদদাতা, বেলতলা রোড, কলকাতা, ৪ঠা নভেম্বর, ২০২০: