"আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।"— প্রবন্ধ অনুসরণে কালি তৈরি পর্বের বর্ণনাটি নিজের ভাষায় লেখ ।

Submitted by avimanyu pramanik on Fri, 08/27/2021 - 12:31

প্রশ্ন:- "আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।"— প্রবন্ধ অনুসরণে কালি তৈরি পর্বের বর্ণনাটি নিজের ভাষায় লেখ ।

উত্তর:- 'হারিয়ে যাওয়া কালি কলম' প্রবন্ধে লেখক শ্রীপান্থ তাঁর ফেলে আসা শৈশবের কথা স্মৃতিচারণ করেছেন । লেখার জন্য কালি তাঁদের নিজেদের তৈরি করতে হত । কালি তৈরি করার পদ্ধতিটি বেশ জাঁকজমকপূর্ণ ছিল । কাঠের উনুনে রান্না করার সময়ে লোহার কড়াই এর তলায় যে কালি পড়ত, তা লাউপাতা দিয়ে ঘষে তুলে একটি পাথরের বাটিতে রাখা জলে গুলে নিতে হত । অনেকে আবার সেই জলে হরীতকী ঘসত । আবার কখনো আতপচাল ভেজে পুড়িয়ে তা ভালো করে গুড়ো করে কালির জলে মেশানো হত । তারপর খুন্তির গোড়া পুড়িয়ে লাল করে তাতে ছ্যাঁকা দিতে হত । এরপর পাতলা কাপড়ে ছেঁকে তৈরি হত কালি । লেখক শ্রীপান্থ কালি তৈরির এই অপরূপ পদ্ধতির বর্ণনা এই প্রবন্ধে তুলে ধরেছেন ।

Comments

Related Items

'এল ওরা মানুষ ধরার দল'— তাদের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল ?

প্রশ্ন:- 'এল ওরা মানুষ ধরার দল'— তাদের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল ?

"চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ।" — 'তোমার' বলতে কার কথা বলা হয়েছে ? তার 'অপমানিত ইতিহাসে'র সংক্ষিপ্ত পরিচয় দাও ।

প্রশ্ন:- "চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ।" — 'তোমার' বলতে কার কথা বলা হয়েছে ? তার 'অপমানিত ইতিহাসে'র সংক্ষিপ্ত পরিচয় দাও

"হায় ছায়াবৃতা" —'ছায়াবৃতা' বলার কারণ কী ? তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখো ।

প্রশ্ন:- "হায় ছায়াবৃতা" —'ছায়াবৃতা' বলার কারণ কী ?  তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখো

'আমাদের ইতিহাস নেই' —এই উপলব্ধির মর্মার্থ লেখো ।

প্রশ্ন:- 'আমাদের ইতিহাস নেই' —এই উপলব্ধির মর্মার্থ লেখো

'আমরা ভিখারি বারোমাস' —এই উপলব্ধির মর্মার্থ লেখ ।

প্রশ্ন:- 'আমরা ভিখারি বারোমাস' — এই উপলব্ধির মর্মার্থ লেখ