লসিকা সংবহন (Lymph Circulation)
লসিকা সংবহন তন্ত্র
সংজ্ঞা - লসিকা সংবহনে সাহায্যকারী অঙ্গ গুলি মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে, তাকে লসিকা সংবহন তন্ত্র বলে ।
উপাদান - লসিকা সংবহন তন্ত্রে লসিকা, লসিকা বাহ, লসিকা গ্রন্থি বর্তমান ।
লসিকা (Lymph)
লসিকা একরকম হালকা হলুদ বর্ণের স্বচ্ছ ক্ষারীয় তরল যোগ কলা । এটি একরকম পরিবর্তিত কলারস । লসিকার উপাদান অনেকটা রক্তের মত । তবে এতে প্রোটিনের পরিমাণ রক্তরসের অধিক । লসিকায় ফাইবিনোজেনের পরিমাণ খুব কম হওয়ায় লসিকা খুব ধীরে ধীরে তঞ্চিত হয় । লসিকায় কেবল লিম্ফোসাইট প্রকৃতির শ্বেত রক্ত কণিকা থাকে । লোহিত কণিকা ও অণুচক্রিকা থাকে না ।
লসিকার কাজ ও গুরুত্ব (Function and Importance of Lymph)
লসিকার প্রধান কাজ হল
১৷ লসিকা কোষে কোষে পুষ্টি রস, সরবরাহ করে এবং বিপাকীয় দূষিত পদার্থ গুলি কোষ থেকে রক্ত স্রোত প্রেরণ করে ।
২৷ লসিকা মধ্যস্থ লিম্ফোসাইট শ্বেত কণিকার জীবাণু ধ্বংস করে ।
৩৷ লসিকা ক্ষুদ্রান্ত্রের ভিলাই থেকে সরল ফ্যাট জাতীয় খাদ্য বস্তু শোষণ করে ।
৪৷ দেহের যে সব স্থানে রক্ত পৌঁছাতে পারে না, সেই সব স্থানে পুষ্টি উপাদান, ভিটামিন প্রভৃতি লসিকার মাধ্যমেই পৌঁছায় ।
লসিকা সংবহন (Lymph Circulation)
রক্তজালক থেকে লসিকা উৎপন্ন হয়ে বিভিন্ন কলা কোষে ছড়িয়ে পড়ে । সেখানে খাদ্যরস ও অক্সিজেন পরিবেশন করে এবং কোষ থেকে বিপাকীয় বর্জ্য পদার্থ গ্রহন করে লসিকাবাহের মাধ্যমে থোরাসিক ডাক্ট ও ডান লিম্ফ্যাটিক ডাক্টে এসে সঞ্চিত হয় এবং সাবক্লেভিয়ান শিরার রক্তে মিশে যায় ।
*****
- 7476 views