সুলতানি আমল (Delhi Sultanate) :
সুলতানি আমলে পর পর পাঁচটি রাজবংশ দিল্লির সিংহাসনে ক্ষমতাসীন ছিল । সেই পাঁচটি রাজবংশ হল —
(ক) ১২০৬ খ্রিস্টাব্দ থেকে ১২৯০ খ্রিস্টাব্দ পর্যন্ত ইলবেরি তুর্কি বংশ বা দাসবংশ (Slave Dynasty)
(খ) ১২৯০ খ্রিস্টাব্দ থেকে ১৩২০ খ্রিস্টাব্দ পর্যন্ত খলজি বংশ ।
(গ) ১৩২০ খ্রিস্টাব্দ ১৪১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত তুঘলক বংশ ।
(ঘ) ১৪১৪ খ্রিস্টাব্দ থেকে ১৪৫১ খ্রিস্টাব্দ পর্যন্ত সৈয়দ বংশ ।
(ঙ) ১৪৫১ খ্রিস্টাব্দ থেকে ১৫২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত লোদী বংশ ।
সুলতানি আমলে বলপূর্বক ও হত্যা করে সিংহাসন দখল করা ছিল অতি স্বাভাবিক ঘটনা । এই যুগের শ্রেষ্ঠ দুজন সুলতান — আলাউদ্দিন খলজি ও মহম্মদ বিন তুঘলক এ ভাবেই দিল্লির সিংহাসনে বসেছিলেন । সুলতানি শাসকরা খুবই স্বৈরাচারী ছিলেন । প্রত্যেক সুলতানই নিজ নিজ শ্বাসনব্যবস্থা কায়েম করেছিলেন । তবে তাঁরা উলেমাদের কর্তৃত্ব ও আমির ওমরাহদের খবরদারি মেনেই চলতেন । ব্যতিক্রম ছিলেন আলাউদ্দিন খলজি ও মহম্মদ বিন তুঘলক ।
*****
- 15784 views