মুঘলদের উদ্ভব ও মুঘল সাম্রাজ্য

Submitted by avimanyu pramanik on Sun, 09/07/2014 - 07:20

মুঘলদের উদ্ভব ও মুঘল সাম্রাজ্য (The Origin of the Mughals and Mughal dynasty) :

১৫২৬ সাল থেকে ১৫৫৬ সাল পর্যন্ত ভারত ইতিহাসের মুল বিষয়বস্তু মুঘল-আফগান প্রতিদ্বন্দ্বিতা । প্রথম পানিপথের যুদ্ধে যার সূচনা, দ্বিতীয় পানিপথের যুদ্ধে তার পরিসমাপ্তি । প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদীকে পরাস্ত করে বাবর ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা করেন । এই ঘটনার সঙ্গে সঙ্গে শুরু হয় ভারত ইতিহাসে এক নতুন অধ্যায় ।

বংশ পরিচয় : সুলতানি যুগে বারংবার মোঙ্গল আক্রমণ হলেও মোঙ্গলরা ভারতে রাজ্য স্থাপণ করতে পারে নি । কিন্তু তৈমুরের এক বংশধর বাবর ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন । বাবরের প্রতিষ্টিত সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য নামে পরিচিত হলেও বাবর কিন্তু মোঙ্গল বা মুঘল ছিলেন না । আসলে তিনি ছিলেন চাঘতাই তুর্কি বংশসম্ভূত । চাঘতাই তুর্কি নামটি এসেছে বিখ্যাত মোঙ্গলবীর চেঙ্গিস খানের দ্বিতীয় পুত্র চাঘতাই -এর নাম থেকে । মায়ের দিক থেকে বাবরের সঙ্গে চেঙ্গিস খানের সম্পর্ক ছিল । সুতরাং বাবরের দেহে তৈমুর ও চেঙ্গিস উভয়েরই রক্ত প্রবাহিত ছিল । ১৪৮৩ সালে বাবরের জন্ম হয় । তাঁর পিতা উমর শেখ মির্জা ছিলেন মধ্য এশিয়ার ফারঘনা রাজ্যের শাসক । ১৪৯৪ সালে তিনি মাত্র ১১ বছর বয়সে ফারঘনা রাজ্য লাভ করেন । পরপর তিনি দুবার সমরখন্দ অধিকার করতে ব্যর্থ হন । পৈত্রিক রাজ্য ফারঘনাও তাঁর হস্তচ্যুত হয় । কিন্তু এই ভাগ্য বিপর্যয়ের মধ্যেও তিনি তাঁর পূর্বপুরুষ তৈমুরের মতো ভারত বিজয়ের স্বপ্ন দেখতেন । ১৫০৪ সালে তিনি কাবুল অধিকার করেন ।  কিন্তু সমরখন্দ দখলের তৃতীয় প্রচেষ্টাও ব্যর্থ হওয়ায় তিনি ভারতের দিকে রাজ্যবিস্তারের পরিকল্পনা করেন ।

*****

Related Items

ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ ও তার ফলাফল

ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার নানাবিধ কারণের মধ্যে একটি বড়ো কারণ ছিল পুঁজির জোগান । এই পুঁজির অনেকটাই এসেছিল ঔপনিবেশিক ব্যবসাবাণিজ্য থেকে । ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে দুটি সমস্যা দেখা দেয় ...

ইউরোপীয় ধনতন্ত্র ও ঔপনিবেশিক অর্থনীতি

ভারত ইতিহাসে ইংরেজ শাসনের তাৎপর্য অনুধাবন করতে হলে ধনতন্ত্র ও ঔপনিবেশিক অর্থনীতি সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকা দরকার । কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানদণ্ড অচিরেই রাজদণ্ডে পরিণত হয়েছিল । আগে যেসব বহিরাগত জাতি ভারতে এসেছিল, তাদের সঙ্গে ...

দেওয়ানি লাভ ও দেওয়ানি লাভের গুরুত্ব

বক্সারের যুদ্ধে ত্রিশক্তির পরাজয়ের পর প্রায় সমগ্র উত্তর ভারত জুড়ে ইংরেজদের নিরঙ্কুশ প্রাধান্য স্থাপনের সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে । এই অবস্থায় ১৭৬৫ খ্রীষ্টাব্দের মে মাসে বাংলায় ক্লাইভের পুনরাগমন ঘটে । ১৭৬৫ খ্রিস্টাব্দের এলাহাবাদ চুক্তিতে ৫০ লক্ষ টাকার বিনিময়ে কারা ও এলাহাবাদ ছাড়া ...

বক্সারের যুদ্ধ ও বক্সারের যুদ্ধের গুরুত্ব

কাটোয়া, মুর্শিদাবাদ, গিরিয়া, সুটি, মুঙ্গের ও উদয়নালায় পরপর ছয়টি যুদ্ধে মিরকাশিম পরাজিত হন । এই অবস্থায় ১৭৬৩ খ্রিষ্টাব্দে মিরকাশিমকে সিংহাসনচ্যুত করে ইংরেজরা মিরজাফরকে আবার বাংলার মসনদে বসান । কিন্তু মিরকাশিম হাল না ছেড়ে মুঘল সম্রাট শাহ আলম ...

মির কাশিম (Mir Kasim)

কোম্পানির প্রাপ্য অর্থ পরিশোধ এবং বর্ধমান, মেদিনীপুর, চট্টোগ্রামের জমিদারি প্রদানের প্রতিশ্রুতির বিনিময়ে মিরকাশিম বাংলার মসনদ লাভ করেন । ইংরেজদের সাহায্যে বাংলার মসনদ দখল করলেও তিনি ব্যক্তিত্বহীন পুরুষ ছিলেন না, বরং বাস্তববাদী ছিলেন । অহেতুক ইংরেজ বিরোধিতা তাঁর ...