বাংলার রাজনৈতিক পট পরিবর্তন

Submitted by avimanyu pramanik on Sat, 11/01/2014 - 10:07

বাংলার রাজনৈতিক পট পরিবর্তন : কর্ণাটকে যখন ইঙ্গ-ফরাসি দ্বন্দ্ব চলছিল, মোটামুটি প্রায় সেই সময় বাংলায় রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছিল । ১৭৫৭ খ্রিষ্টাব্দ থেকে ১৭৬৫ খ্রিষ্টব্দের মধ্যে বাংলার কর্তৃত্ব স্বাধীন নবাবদের হাত থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায় । তিনটি পর্বে এই পরিবর্তন হয়েছিল—

(১) ১৭৫৭ খ্রিষ্টাব্দে পলাশীর যুদ্ধ,

(২) ১৭৬০ খ্রিষ্টাব্দে মীরজাফরের অপসারণ ও মিরকাশিমের উত্থান এবং

(৩) ১৭৬৩ খ্রিষ্টাব্দে মিরকাশিমের পরিবর্তে আবার মিরজাফরের সিংহাসন লাভ ।

১৭৬৪ খ্রিষ্টাব্দে বক্সারের যুদ্ধে এবং ইংরেজদের দেওয়ানি লাভের সঙ্গে সঙ্গে ক্ষমতা হস্তান্তরের পালা সম্পূর্ণ হয়েছিল । এইভাবে ইংরেজরা বাংলার নবাবদের ক্ষমতা চ্যুত করেছিল । অন্যদিকে ১৭৫৭ খ্রিষ্টাব্দের মার্চ মাসে ফরাসিরা চন্দন নগর অধিকার করে ও ১৭৫৯ খ্রিষ্টাব্দে ওলন্দাজদের বিদারার যুদ্ধে পরাজিত করে ইংরেজরা বাংলায় তাদের আধিপত্য স্থাপনের কাজ সম্পূর্ণ করেছিল । অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধের প্রভাব কর্ণাটকে পড়লেও আলিবর্দির দৃঢ়তার জন্য বাংলায় তার প্রভাব অনুভূত হয়েছিল ।

*****

Related Items

ফিরোজ শাহ তুঘলক (Firuz Shah Tughluq)

মহম্মদ বিন তুঘলকের পর তাঁর খুড়তুতো ভাই ফিরোজ শাহ তুঘলক সিংহসনে বসেন । তিনি আমির, ওমরাহ এবং ধর্মীয় নেতাদের অনুরোধে দিল্লীর সিংহাসনে আরোহণ করেন । কিন্তু বিজেতা বা শাসক হিসাবে তিনি যোগ্যতার পরিচয় দিতে পারেনি । মানুষ হিসাবে তিনি ছিলেন ন্যায় পরায়ণ,..

মহম্মদ বিন তুঘলক

খলজি বংশের অবসানের পর তুঘলকি আমল শুরু হয় । তুঘলকি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াস উদ্দিন তুঘলক । গিয়াস উদ্দিনের পুত্র মহম্মদ বিন তুঘলক (১৩২৫-১৩৫১) ছিলেন এই বংশের শ্রেষ্ঠ সুলতান । সম্ভবত তিনি তাঁর পিতাকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন ...

খলজি বংশ ও আলাউদ্দিন খলজি

১২৮৭ খ্রিস্টাব্দে সুলতান গিয়াসউদ্দিন বলবনের মৃত্যু হয় । তারপর তাঁর উত্তরাধিকারীদের হত্যা করে প্রধান সেনাপতি জালালউদ্দিন খলজি ১২৯০ খ্রিস্টাব্দে দিল্লির সুলতান হন । জালালউদ্দিন খলজির দিল্লি দখলের সঙ্গে সঙ্গে দাস বংশের অবসান ঘটে ও খলজি বংশের সূচনা হয় । ...

গিয়াসউদ্দিন বলবন (Ghias-ud-din Balban)

গিয়াসউদ্দিন বলবন ১২৬৩ খ্রিস্টাব্দ থেকে ১২৮৭ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন । ইলতুৎমিসের মৃত্যুর পর ইলবেরি তুর্কিজাত সুলতানদের মধ্যে গিয়াসউদ্দিন বলবনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । সিংহাসনে আরোহণ করার পরে গিয়াসউদ্দিন বলব্ন এক জটিল পরিস্থিতির সম্মুখীন হন ...

সুলতানা রাজিয়া (Razia)

ইলতুৎমিসের মৃত্যুর পর তাঁর কন্যা রাজিয়া দিল্লির সিংহাসনে আরোহণ করেন । রাজিয়া ১২৩৬ খ্রিস্টাব্দ থেকে ১২৪০ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন । ইলতুৎমিসের পুত্ররা অযোগ্য বিবেচিত হওয়ায় ইলতুৎমিস নিজেই কন্যা রিজিয়াকে দিল্লির সুলতান পদে মনোনীত করেন । তাঁর সিংহাসন লাভ ...