ছোটো প্রশ্ন ও উত্তর : সুলতানি ও মোগল আমলে সাংস্কৃতিক সমন্বয়

Submitted by avimanyu pramanik on Tue, 02/21/2012 - 19:44

ছোটো প্রশ্ন ও উত্তর : সুলতানি ও মোগল আমলে সাংস্কৃতিক সমন্বয়

১) প্রশ্ন:-  ভারতে তোতাপাখি নামে কে পরিচিত ?

উত্তর:- সুলতানি যুগের বিখ্যাত কবি ও সঙ্গীতজ্ঞ এবং শ্রেষ্ঠ সাহিত্যিক আমির খসরু ভারতে তোতাপাখি নামে  পরিচিত ।

২) প্রশ্ন:- বাংলা ভাষায় প্রথম রামায়ন কে রচনা করেন  ?

উত্তর:-  কবি কৃত্তিবাস বাংলা ভাষায় প্রথম রামায়ন রচনা করেন ।

৩) প্রশ্ন:- শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কে রচন করেন  ?

উত্তর:- কবি চন্ডীদাস শ্রীকৃষ্ণকীর্তন কাব্য রচন করেন ।

৪) প্রশ্ন:- শফরনামা কাব্য কে রচনা করেন  ?

উত্তর:- পন্ডিত ইব্রাহিম কায়ুম ফারুকি শফরনামা কাব্য রচনা করেন  ।

৫) প্রশ্ন:- মনসামঙ্গল কাব্য কে রচনা করেন ?

উত্তর:- কবি বিজয়গুপ্ত মনসামঙ্গল কাব্য রচনা করেন ।

৬) প্রশ্ন:-  মনসামঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয়গুপ্ত কার আমলের কবি ?

উত্তর:- মনসামঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয়গুপ্ত শাহি বংশের সুলতান জালালউদ্দিন ফতে শাহের আমলের কবি ।

৭) প্রশ্ন:- সুলতানি যুগের উল্লেখযোগ্য স্থাপত্যশিল্পের একটি উদাহরণ দাও ?

উত্তর:-  কুতুবমিনার একটি সুলতানি যুগের উল্লেখযোগ্য স্থাপত্যশিল্প।

৮) প্রশ্ন:- আদিনা মসজিদ কোথায় অবস্থিত ?

উত্তর:- আদিনা মসজিদ পশিমবাংলার পান্ডুয়ায় অবস্থিত ।

৯) প্রশ্ন:-  হুসেন শাহের দুজন হিন্দু রাজকর্মচারীর নাম করো ?

উত্তর:- রূপ গোস্বামী সনাতন গোস্বামী ছিলেন হুসেন শাহের দুজন হিন্দু রাজকর্মচারী ।

১০) প্রশ্ন:-  হুসেন শাহি আমলের দুজন কবি ও সাহিত্যিকের নাম করো  ?

উত্তর:- কবিকঙ্কণ শ্রীকর নন্দী হলেন হুসেন শাহি আমলের দুজন কবি ও সাহিত্যিক ।

১১) প্রশ্ন:-  কবিকঙ্কণ কে ছিলেন ?

উত্তর:- কবিকঙ্কণ সুলতান নসরৎশাহের আমলের একজন বিখ্যাত কবি

১২) প্রশ্ন:- সুলতান নসরৎ শাহের আমলের দুটি স্থাপত্যশিল্পের উল্লেখ কারো ?

উত্তর:- বড়ো সোনা মসজিদ এবং কদম রসুল সুলতান নসরৎ শাহের আমলের দুটি উল্লেখযোগ্য  স্থাপত্যশিল্প ।

১৩) প্রশ্ন:- বাংলার কোন সুলতানের আমলে শ্রীচৈতন্যের আবির্ভাব হয় ?

উত্তর:- সুলতান হুসেন শাহের আমলে শ্রীচৈতন্যের আবির্ভাব হয় ।

১৪) প্রশ্ন:- মহাভারতের বঙ্গানুবাদ প্রথম কে করেন ?

উত্তর:- সুলতানি আমলের কবি পরমেশ্বর মহাভারতের বঙ্গানুবাদ প্রথম করেন ।

১৫) প্রশ্ন:-  শ্রীকৃষ্ণবিজয় কাব্যের রচয়িতা কে ছিলেন ?

উত্তর:- শ্রীকৃষ্ণবিজয় কাব্যের রচয়িতা ছিলেন মালাধর বসু

১৬) প্রশ্ন:- চৈতন্যচরিতামৃত কার লেখা ?

উত্তর:- চৈতন্যচরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের লেখা ।

১৭) প্রশ্ন:-  চৈতন্য ভাগবত কার লেখা   ?

উত্তর:- চৈতন্যভাগবত বৃন্দাবন দাসের  লেখা ।

১৮) প্রশ্ন:- নানকের ধর্মমতের মূল কথা কী ?

উত্তর:- নানকের ধর্মমতের মূল কথা হল এক-ঈশ্বর, গুরু, এবং নামজপ

১৯) প্রশ্ন:- শিখদের দশম গুরু কে ছিলেন ?

উত্তর:- গুরু গোবিন্দ সিংহ ছিলেন শিখদের দশম গুরু ।

২০) প্রশ্ন:-  মধ্যযুগে দুজন ভক্তিবাদী ধর্মীয় নেতার নাম কী ?

উত্তর:- মধ্যযুগে দুজন ভক্তিবাদী ধর্মীয় নেতার নাম হল শ্রীচৈতন্য কবির

২১) প্রশ্ন:- রামানন্দ কে ছিলেন ?

উত্তর:- রামানন্দ সুলতানি যুগের ভক্তিবাদী সাধক রামানুজাচার্যের শিষ্য ছিলেন ।

২২) প্রশ্ন:-  নামদেব কে ছিলেন  ?

উত্তর:- মারাঠি সাধু নামদেব ছিলেন মধ্য যুগের ভক্তি আন্দোলনের অন্যতম প্রধান প্রবক্তা

২৩) প্রশ্ন:- নামদেব কোন অঞ্চলের অধিবাসী ছিলেন ?

উত্তর:- নামদেব মহারাষ্ট্রের অধিবাসী ছিলেন ।

২৪) প্রশ্ন:-  বৈষ্ণব ধর্মাচার্যদের মধ্যে শ্রেষ্ঠ কাকে বলা হয় ?

উত্তর:- শ্রীচৈতন্যদেব  কে বৈষ্ণব ধর্মাচার্যদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয় ।

২৫) প্রশ্ন:-  শ্রীচৈতন্যদেব প্রচারিত ধর্ম কী নামে পরিচিত ?

উত্তর:- শ্রীচৈতন্যদেব প্রচারিত ধর্ম গৌড়ীয় বৈষ্ণব ধর্ম নামে পরিচিত ।

২৬) প্রশ্ন:- শাহনামা কাব্যের রচয়িতা কে ?

উত্তর:- শাহনামা কাব্যের রচয়িতা হলেন কবি ফিরদৌসি

২৭) প্রশ্ন:-  কবি ফিরদৌসি কার সভা অলংকৃত করে ছিলেন ?

উত্তর:- কবি ফিরদৌসি গজনির সুলতান মামুদের সভা অলংকৃত করে ছিলেন ।

২৮) প্রশ্ন:-  খাজাইন-উল-ফুতুহ গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর:- আমির খসরু খাজাইন-উল-ফুতুহ গ্রন্থের রচয়িতা ।

২৯) প্রশ্ন:- ভক্তিবাদের মূল কথা কি  ?

উত্তর:- আত্মার সঙ্গে পরমাত্মার অতীন্দ্রিয় মিলন হল ভক্তিবাদের মূল কথা ।

৩০) প্রশ্ন:-  শিখ ধর্মের প্রবর্তক কে ?

উত্তর:- শিখ ধর্মের প্রবর্তক হলেন গুরু নানক

৩১) প্রশ্ন:-  শিখদের প্রথম গুরু কে ?

উত্তর:- শিখদের প্রথম গুরু হলেন গুরু নানক

৩২) প্রশ্ন:- গুরু নানক কোথায় জন্মগ্রহন করেন  ?

উত্তর:- গুরু নানক লাহোরের কাছে তালবন্দী গ্রামে জন্মগ্রহন করেন ।

৩৩) প্রশ্ন:- গ্রন্থসাহেব কী  ?

উত্তর:- শিখ ধর্ম গুরু নানকের উপদেশবাণীর সংকলন কে গ্রন্থসাহেব বলে ।

৩৪) প্রশ্ন:-  গুরু গ্রন্থ সাহিব কোন ভাষায় লেখা  ?

উত্তর:- গুরু গ্রন্থ সাহিব গুরুমুখী ভাষায় লেখা ।

৩৫) প্রশ্ন:-  ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতে আসেন ?

উত্তর:- সুলতান মহম্মদ-বিন-তুঘলকের রাজত্বকালে ইবন বতুতা ভারতে আসেন ।

৩৬) প্রশ্ন:-  রেহালা কে রচনা করেন  ?

উত্তর:- সুলতানি আমলে ভারতে আগত বিদেশী পর্যটক ইবন বতুতা রেহালা রচনা করেন ।

৩৭) প্রশ্ন:-  ইবন বতুতা কোথাকার অধিবাসী ছিলেন ?

উত্তর:-  ইবন বতুতা আফ্রিকার মরক্কোর অধিবাসী ছিলেন ।

৩৮) প্রশ্ন:-  তহকিক-ই-হিন্দ কার রচনা ?

উত্তর:- গজনির সুলতান মামুদের সভাসদ ও বিখ্যাত পন্ডিত অল-বিরুনি তহকিক-ই-হিন্দ রচনা  করেন         ।

৩৯) প্রশ্ন:- দোঁহা কী ?

উত্তর:- সুলতানি আমলের ভক্তিবাদী নেতা কবিরের উপদেশ সম্বলিত ছোট ছোট কবিতা কে দোঁহা বলে   । এটি হিন্দি ভাষায় লেখা  ।

৪০) প্রশ্ন:-  মধ্যযুগের ভারতের দু-জন সুফিবাদী নেতার নাম কী ?

উত্তর:- মধ্যযুগের ভারতের দু-জন সুফিবাদী নেতার নাম হল খাজা মইনউদ্দিন চিস্তি এবং নিজামউদ্দিন আউলিয়া

৪১) প্রশ্ন:- রামচরিতমানস কার লেখা  ?

উত্তর:- রামচরিতমানস মুঘল যুগের একজন বিশিষ্ট হিন্দি কবি তুলসীদাস-এর লেখা ।

৪২) প্রশ্ন:- দাদু কে ছিলেন ?

উত্তর:-  দাদু মধ্য যুগের সুলতানি আমলে ভারতের একজন মুসলমান ভক্তিবাদী নেতা ছিলেন ।

৪৩) প্রশ্ন:- সুরদাস কে ছিলেন ?

উত্তর:- সুরদাস ছিলেন মোঘল সম্রাট আকবরের রাজসভার একজন বিখ্যাত কবি

৪৪) প্রশ্ন:- লালকেল্লা ও তাজমহল কার আমলে নির্মিত হয় ?

উত্তর:- মোগল সম্রাট শাজাহানের আমলে লালকেল্লা ও তাজমহল নির্মিত হয় ।

৪৫) প্রশ্ন:- সুলেহকুল শব্দের অর্থ কী ?

উত্তর:- সুলেহকুল শব্দের অর্থ হল পরধর্ম সহিষ্ণুতা

৪৬) প্রশ্ন:- টোডরমল কে ছিলেন ?

উত্তর:- টোডরমল ছিলেন মোঘল সম্রাট আকবরের রাজস্ব সংক্রান্ত বিষয়ের প্রধান পরামর্শদাতা

৪৭) প্রশ্ন:- জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কী  ?

উত্তর:- জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম হল তুজুক-ই-জাহাঙ্গীরি

৪৮) প্রশ্ন:-  কোন মোগল সম্রাট চিত্রশিল্পের অনুরাগী ছিলেন ?

উত্তর:- মোগল সম্রাট জাহাঙ্গীর চিত্রশিল্পের অনুরাগী ছিলেন ।

৪৯) প্রশ্ন:- ' ইতমাদ-উদ্-দৌল্লা ' সৌধ কে তৈরি করেছিলেন ?

উত্তর:- সম্রাট জাহাঙ্গীর ' ইতমাদ-উদ্-দৌল্লা ' সৌধ তৈরি করেছিলেন ।

৫০) প্রশ্ন:-  বাবরের আত্মচরিতের নাম কী  ?

উত্তর:- বাবরের আত্মচরিতের নাম বাবরনামা

৫১) প্রশ্ন:-  হুমায়ুননামা  কার রচনা ?

উত্তর:- বাবরের কন্যা গুলবদন বেগম হুমায়ুননামা রচনা করেন ।

৫২) প্রশ্ন:- আইন-ই-আকবরি কে রচনা করেন  ?

উত্তর:- আকবরের রাজকবি আবুল ফজল আইন-ই-আকবরি রচনা করেন ।

৫৩) প্রশ্ন:-  মুন্তকাব-উল-তোয়ারিখ গ্রন্থের রচয়িতার নাম কী  ?

উত্তর:- মুন্তকাব-উল-তোয়ারিখ গ্রন্থের রচয়িতার নাম বদাউনি

৫৪) প্রশ্ন:-  দীন-ই-ইলাহি কী  ?

উত্তর:- দীন-ই-ইলাহি হল সম্রাট আকবরের প্রবর্তিত বিভিন্ন ধর্মের সার কথার সমন্বয়ে গঠিত এক ধর্ম মত

৫৫) প্রশ্ন:- ইবাদৎখানা কী ?

উত্তর:- সম্রাট আকবরের প্রতিষ্ঠিত ধর্ম-সভাগৃহের নাম হল ইবাদৎখানা ।

৫৬) প্রশ্ন:-  কোন হিন্দু দীন-ই-ইলাহি গ্রহন করেছিলেন ?

উত্তর:- সম্রাট আকবরের হিন্দু মন্ত্রী বীরবল দীন-ই-ইলাহি গ্রহন করেছিলেন ।

৫৭) প্রশ্ন:- মিঞা তানসেন কে ছিলেন  ?

উত্তর:- মিঞা তানসেন ছিলেন মোঘল সম্রাট আকবরের রাজসভার একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ  ।

৫৮) প্রশ্ন:- বুলন্দ দরওয়াজা কার আমলে নির্মিত হয়েছিল ?

উত্তর:- মোগল সম্রাট আকবরের আমলে বুলন্দ দরওয়াজা নির্মিত হয়েছিল ।

৫৯) প্রশ্ন:- সৎনামী বিদ্রোহ কার আমলে কোথায় সংগঠিত হয় ?

উত্তর:- সম্রাট ঔরঙ্গজেবের আমলে পাঞ্জাবের আলোয়ারপাতিয়ালা অঞ্চলে সৎনামী বিদ্রোহ সংগঠিত হয় ।

৬০) প্রশ্ন:- আকবরের আমলের দু-জন দু-জন ঐতিহাসিকের নাম কী ?

উত্তর:- আকবরের আমলের দু-জন দু-জন ঐতিহাসিকের নাম আবুল ফজলবাদাউনি

৬১) প্রশ্ন:- মোগল যুগের দু-জন মারাঠি সাহিত্যসেবীর  নাম কী ?

উত্তর:- মোগল যুগের দু-জন মারাঠি সাহিত্যসেবীর নাম হল রামদাস এবং তুকারাম

৬২) প্রশ্ন:- বৈজু বাওরা কে ছিলেন  ?

উত্তর:- বৈজু বাওরা মোগল সম্রাট আকবরের দরবারের অন্যতম গায়ক ছিলেন ।

৬৩) প্রশ্ন:-  মোগল যুগের পাহাড়ি শিল্পরীতি কোন অঞ্চলে সমধিক প্রসিদ্ধ ছিল ?

উত্তর:-  মোগল যুগের পাহাড়ি শিল্পরীতি কাংড়া অঞ্চলে সমধিক প্রসিদ্ধ ছিল ।

*****

Related Items

মুঘল যুগে ওলন্দাজ বণিকদের কার্যকলাপ

সপ্তদশ শতকের গোড়া থেকেই ওলন্দাজ ও ইংরেজ বণিকেরা এশীয় বাণিজ্যে অংশগ্রহণ করতে থাকে । গোড়ার দিকে এরা পর্তুগিজদের সঙ্গে সংঘর্ষ এড়াতে ইন্দোনেশিয়া ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে আগ্রহী ছিল । কিন্তু এরা অচিরেই বুঝতে পারে যে, মশলা ...

মুঘল যুগে পর্তুগিজ বণিকদের কার্যকলাপ

১৪৯৭-৯৮ খ্রীষ্টাব্দে যখন পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা মালাবার উপকূলে কালিকট বন্দরে অবতরণ করেন, তখন সেই ঘটনার গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করার ক্ষমতা ভারতবাসীর ছিল না । ভাস্কো-দা-গামা মালাবার উপকূলে কালিকট বন্দরে অবতরণ করার পর থেকেই ইউরোপের সঙ্গে ...

মুঘল যুগে ভারতের বহির্বাণিজ্য

বহির্বিশ্বে ভারতের সঙ্গে বিভিন্ন দেশের বাণিজ্যিক লেনদেন ছিল । বিদেশী বণিকরা যেমন ব্যবসার জন্য ভারতে আসত, তেমনই ভারতীয় বণিকেরা, বিশেষত গুজরাটিরা বহির্বাণিজ্যে অংশগ্রহণ করত । ভারত থেকে বস্ত্র, গোল মরিচ, নীল ও অন্যান্য দ্রব্যসামগ্রী রপ্তানি হত । ভারতে আমদানি হত ...

মুঘল যুগে ভারতের আভ্যন্তরীণ বাণিজ্য

মুঘল আমলে দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হওয়ায়, রাস্তাঘাট ও সরাইখানা নির্মাণ এবং পরিবহণ ব্যবস্থার উন্নতির ফলে আভ্যন্তরীণ ব্যবসাবাণিজ্যের প্রসার ঘটেছিল । তা ছাড়া উন্নত মুদ্রানীতি এবং নগদে বেতন প্রদানের ফলে একদিকে যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা ...

মুঘল যুগে ভারতের অকৃষি নির্ভর শিল্প

অকৃষি শিল্প উৎপাদনের একটা বড় অংশ ছিল বিলাসদ্রব্য । সাধারণ মানুষের চাহিদা কম ছিল । বিলাসদ্রব্য নির্মাণের জন্য সরকারি কারখানা বা কর্মশালা ছিল । তবু তার বেশির ভাগ তৈরি হত স্বাধীন কারিগর ও শিল্পীর বাড়িতে । রান্নাবান্না ও ঘর গেরস্থালীর কাজে লোহা ও তামার তৈরি জিনিসপত্র ...