"এটা খুব জ্ঞানের কথা'' । —কার কোন কথাকে জ্ঞানের কথা বলা হয়েছে ? এবং কেন ?

Submitted by avimanyu pramanik on Mon, 02/07/2022 - 22:26

প্রশ্ন : "এটা খুব জ্ঞানের কথা'' । —কার কোন কথাকে জ্ঞানের কথা বলা হয়েছে ? এবং কেন ?

উঃ- উদ্ধৃত বক্তব্যটি 'ইলিয়াস' গল্প থেকে নেওয়া হয়েছে । গল্পটির লেখক হলেন বিখ্যাত রুশ লেখক লিও তলস্তয় । গল্পটির বাংলা ভাষায় অনুবাদ করেন মণীন্দ্র দত্ত ।

ইলিয়াস ও তার স্ত্রী শাম-শেমাগি শেষ জীবনে তাদের এক প্রতিবেশী মহম্মদ শাহের বাড়িতে আশ্রয় নেয় । দীর্ঘ পঞ্চাশ বছর বিত্তশালী থাকাকালীন তারা কোন সুখের সন্ধান পায় নি । কারণ তাদের জীবনে একান্তে কথা বলার সময় ছিল না । ঈশ্বরের কাছে প্রার্থনা করার অবকাশ ছিল না । সব সময় মজুরদের প্রতি নজর দিতে হত । সম্পত্তির দেখভাল করতে আর অতিথিদের আতিথেয়তা নিয়ে চিন্তা করতে করতে সময় শেষ হয়ে যেত ।

কিন্তু এই শেষ বয়সে ভাড়াটে মজুর হয়ে মহম্মদ শাহের আশ্রয়ে থাকার সময় তারা প্রকৃত সুখ খুঁজে পেয়েছে । এখন একান্তে বসে দুজনে নিজেদের কথা বলার সময় পায়, ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় পায় ।

শাম-শেমাগির এইসব কথাগুলি শুনে অতিথিরা হেসে ওঠে । কিন্তু ঐ অতিথিদের মধ্যে ছিলেন মোল্লা বা মৌলবি । তিনি বললেন যে এটা হাসির কথা নয়, এটা জ্ঞানের কথা । কারণ সম্পত্তি বৈভব কখনো প্রকৃত সুখ প্রদান করতে পারে না । প্রকৃত সুখ পাওয়া যায় নিঃস্বার্থভাবে নিজের কর্ম করে গেলে ।

*****

Comments

Related Items

ধীবর-বৃত্তান্ত — কালিদাস

ধীবর-বৃত্তান্ত — কালিদাস

রচনাধর্মী প্রশ্নোত্তর - ইলিয়াস

প্রশ্ন: ১ 'এটা খুব জ্ঞানের কথা'' । —কার কোন কথাকে জ্ঞানের কথা বলা হয়েছে ? এবং কেন ?

 উত্তর:-

রচনাধর্মী প্রশ্নোত্তর - কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি

প্রশ্ন: ১. কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি কাব্যাংশে প্রাকৃতিক বিপর্যয়ের ছবি কিভাবে ধরা পড়েছে তা লেখ

উত্তর:-

আমরা — সত্যেন্দ্রনাথ দত্ত

আমরা — সত্যেন্দ্রনাথ দত্ত

**************************

মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে

আমরা বাঙালি বাস করি সেই তীর্থে–বরদ বঙ্গে;—

বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুক-মালা,

ভাঙার গান — কাজী নজরুল ইসলাম

ভাঙার গান — কাজী নজরুল ইসলাম

**************************************

কারার ওই লৌহ-কপাট

ভেঙ্গে ফেল, কররে লোপাট

                    রক্ত-জমাট

শিকল-পূজোর পাষাণ-বেদী !

ওরে ও তরুণ ঈশান !

বাজা তোর প্রলয়-বিষাণ