Madhyamik - 2012 Life Science (Ben Ver)

Submitted by administrator on Tue, 09/04/2012 - 21:36

                                         BIFURCATED & COMBINED SYLLABUS 

                                                                         2012

                                                                LIFE SCIENCE

                                                     Time - Three Hours Fifteen Minutes.

                                        (First fifteen minutes for reading question paper only)

                                                                   Full Marks - 90

                                             (For Regular and Sightless Regular Candidates)

                                                                   Full Marks - 100

                                            (For External and Sightless External Candidates)

                           FOR REGULAR, EXTERNAL AND SIGHTLESS CANDIDATES

                                       Special credit will be given for answers which are brief

                                          and to the point Marks will be deducted for spelling

                                                  mistakes, untidiness and bad handwriting.

                                                                 (দ্বিভাজিত পাঠ্যসূচী)

                                                                        নির্দেশাবলী

নিয়মিত পরীক্ষার্থীদের 'ক', 'খ' ও 'গ' বিভাগের প্রশ্নের উত্তর দিতে হবে ।

বহিরাগত পরীক্ষার্থীদের 'ক', 'খ' ও 'গ'  ছাড়াও অতিরিক্ত 'ঘ' বিভাগের প্রশ্নের উত্তর দিতে হবে ।

কোন বিভাগ হ'তে ক'টি প্রশ্নের উত্তর করতে হবে তা ঐ বিভাগের শুরুতেই বলা আছে ।  

 

                                           দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশিকা

 'গ' বিভাগের 12 নং এবং 13 নং প্রশ্নের পরিবর্তে 12(A) নং এবং 13(A) নং প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে  ।  

                                                        বিভাগ  'ক'

                               [ 1,2,3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে ।]

1.  সঠিক উত্তর নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো           (যে কোনো  পাঁচটি)                   1 x 5 = 5

    (i) মানব মস্তিষ্কের যে অংশ "দেহের ভারসাম্য" নিয়ন্ত্রণ করে তা হ'ল   _______         

         (a)  সেরিব্রাম

         (b)  সেরিবেলাম   

         (c)  থ্যালামাস     

         (d)  হাইপোথ্যালামাস   

 

    (ii)  একটি কৃত্রিম হরমোন হ'ল   ________    

         (a)  ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড

         (b)  ন্যাপথালিন অ্যাসেটিক অ্যাসিড  

         (c)  জিব্বারেল্লিক অ্যাসিড    

         (d)  জিয়াটিন

 

    (iii)  মাইটোসিস কোষ বিভাজন চলাকালীন যে দশায় "নিউক্লিওলাসের" পুনারার্বিভাব ঘটে তা হ'ল  ________   

        (a)  প্রফেজ

        (b)  মেটাফেজ  

        (c)  অ্যানাফেজ   

        (d)   টেলোফেজ

 

     (iv)   যে প্রাণীটি "অপুংজনি বা পার্থেনোজেনেসিস" প্রক্রিয়ায় উত্পন্ন হয় তা হ'ল   ________    

         (a)  রাণী মৌমাছি

         (b)  শ্রমিক মৌমাছি     

         (c)  পুরুষ মৌমাছি বা ড্রোন 

         (d)  সকল প্রকার মৌমাছি

 

     (v)   শুধুমাত্র অক্সিজেন বিহীন রক্ত পরিবহন কারী হৃৎপিন্ড রয়েছে এমন প্রাণী হ'ল  ________  

           (a)  কুনোব্যাঙ  

           (b)  মাছ

           (c)  সাপ  

           (d)  কুমীর

 

    (vi)  পাতার উপরিতলে পত্ররন্ধ্র থাকে  ________   

          (a) আম পাতায়

          (b)  সুন্দরী পাতায়  

          (c)  ক্যাকটাস পাতায়    

          (d)  পদ্মা পাতায়

 

   (vii)   রক্তের মাধ্যমে সংক্রামিত হয় এরকম একটি ভাইরাসঘটিত রোগ হ'ল  ________

          (a)  ইনফ্লুয়েঞ্জা

          (b)  পোলিও   

          (c)  হেপাটাইটিস  

          (d)  কলেরা

 

2.   একটি বাক্যে উত্তর দাও ( যে কোনো দশটি ) :                                                       1 x 10 = 10

      (i)  ফণিমনসা (Opunita Sp.)  নামক উদ্ভিদে কী প্রকারের "রেচন পদার্থ" পাওয়া যায় ?

      (ii)  নেফ্রনের কোন অংশে প্রয়োজনীয় পদার্থের পুনঃশোষণ ঘটে  ?

      (iii)  মেরুদন্ডী প্রাণীদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের চারপাশে যে রক্ষামূলক আবরণ থাকে তার নাম কী ?

      (iv)  উদ্ভিদ হরমোন প্রয়োগ করে নিষেক ছাড়াই "বীজহীন ফল" উত্পাদন করার প্রক্রিয়াকে কী বলে ?  

      (v)  স্ত্রীলোকের গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম লেখো  ।  

      (vi)  কীসের সাহায্যে ইউক্যারিওটিক ক্রোমোজম বেমতন্তু বা "স্পিন্ডিল ফাইবারের" সঙ্গে যুক্ত থাকে ? 

      (vii)  পাথার কুচি গাছের পাতার কিনারায় অপত্য উদ্ভিদ জন্মানো কী ধরনের জনন ?

     (viii)  মানুষের শুক্রাণুতে অবস্থিত অটোজোমের সংখ্যা কত ? 

      (ix)  মানুষের অ্যাপেন্ডিক্স কোন অংশের লুপ্তপ্রায় অবস্থা ?

       (x)  জীবজগতে মাত্রাতিরিক্ত জন্মহারের পাশাপাশি সীমিত খাদ্য ও বাসস্থান যে অবস্থার সৃষ্টি করে

              ডারউইন তাকে কী আখ্যা দিয়েছেন ?

      (xi)  জাঙ্গল উদ্ভিদে বাষ্পমোচন হার কমানোর জন্য পত্ররন্ধ্রের অবস্থানের কী পরিবর্তন দেখা যায় ? 

      (xii)  কোন ছত্রাকের দ্বারা গম গাছের মরিচা রোগ হয় ?

      (xiii)  ব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাসের নাম লেখো ।

 

3.   যে কোনো ছ'টি প্রশ্নের উত্তর দাও :                                                                        2 x 6 = 12

    (i)  রেচনে "যকৃতের দু'টি ভূমিকা উল্লেখ করো ।

    (ii)  পীতবিন্দু কাকে বলে ? এর কাজ উল্লেখ করো । 

    (iii)  উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কী ?  এটি কোন অংশ থেকে নিঃসৃত হয় ?

    (iv)  DNA ও RNA -এর একটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো ।

    (v)  একটি গোল হলুদ (RRYy) জিনোটাইপ বিশিষ্ট বীজ সম্পন্ন মটর গাছ থেকে মিওসিস কোষ বিভাজনের

           ফলে কী কী প্রকারের গ্যামেট উত্পন্ন হতে পারে ?

    (vi)  উভচর ও স্তন্যপায়ী হৃৎপিন্ডের গঠনগত পরিবর্তন বিবর্তনকে কীভাবে সমর্থন করে ? 

    (vii)  সুন্দরীগাছে কী প্রয়োজনে শ্বাসমূল দেখা যায় ?

    (viii)  ল্যাক্টোব্যাসিলাস এবং পেনিসিলিয়াম কী প্রকারের অনুজীব ? এদের দ্বারা আমাদের কী উপকার হয় ?  

 

4.   যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও :                                                                     3 x 10 = 30

      (i)  উদ্ভিদদেহে রেচনের তিনটি প্রক্রিয়া লেখো ।

      (ii)   সুষুম্নাকান্ডের কেন্দ্রীয় গহ্বরে অবস্থিত তরলকে কী বলে  ?  সুষুম্নাকান্ডের দুটি কাজ লেখো । 

      (iii)   ডেনড্রেন এবং অ্যাক্সন -এর মধ্যে দু'টি গঠনগত এবং একটি কার্যগত পার্থক্য নির্দেশ করো । 

      (iv)  অ্যাড্রিনালিন হরমোনের উত্সস্থল কী ? এটিকে জরুরীকালীন হরমোন বলা হয় কেন ? 

      (v)   জিব্বারেলিন -এর তিনটি উল্লেখযোগ্য কাজ বর্ণনা কর ।

      (vi)  'মাইটোসিস' -কে 'সমবিভাজন' এবং 'মিওসিস' -কে 'হ্রাসকরণ বিভাজন' বলা হয় কেন ?  মিওসিস

              কোষ বিভাজন কোথায় ঘটে ?    

     (vii)  প্রোক্যারিওটিক ও  ইউক্যারিওটিক কোষের তিনটি পার্থক্য লেখো ।

     (viii)  সংকরায়ণের পরীক্ষার জন্য মেন্ডেল কর্তৃক মটরগাছ (Pisum sativum)  নির্বাচনের তিনটি প্রধান

              কারণ উল্লেখ করো ।

      (ix)  অযৌন ও যৌন জননের তিনটি পার্থক্য উল্লেখ করো ।

       (x)   নতুন প্রজাতির জীব সৃষ্টিতে "যোগ্যতমের উদবর্তন" এবং 'প্রাকৃতিক নির্বাচন" -এর ভূমিকা সংক্ষেপে

              ব্যাখ্যা করো । 

      (xi)  পায়রার খেচর অভিযোজনের ক্ষেত্রে (i) ডানা  (ii) উড্ডয়ন পেশী এবং  (iii) বায়ু থলির ভূমিকা উল্লেখ করো ।

      (xii)  আমাশয় রোগ সৃষ্টিকারী আদ্যপ্রাণীটির নাম লেখো । রোগটি কীভাবে সংক্রামিত হয় ? 

      (xiii)  টীকাকরণের মুখ্য উদ্দেশ্য কী  ?  গৃহমাছি ও মশা বাহিত দুটি করে রোগের নাম লেখো ।  

 

                                                             বিভাগ 'খ'

                   ( 5 নং থেকে 11 নং প্রশ্নের মধ্যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও )

5.  প্রাণী রেচনে ত্বক, ফুসফুস ও বৃক্কের ভূমিকা উল্লেখ করো । বৃক্কীয় নালীকায় জল-শোষণকারী হরমোনটির

     নাম কী ? নেফ্রনের নিকটবর্তী সংবর্তনালিকা ও দূরবর্তী সংবর্তনালিকার মধ্যবর্তী

     অংশটির নাম কী ?                                                                                                   3+1+1=5

 

6.  স্নায়ুতন্ত্র ও স্নায়ুগ্রন্থির (গাংলিওন) মধ্যে তফাৎ কোথায় ? অশ্রুগ্রন্থির দুটি কাজ উল্লেখ করো । জ্ঞানেন্দ্রিয়

     হিসাবে ত্বকের কাজ উল্লেখ করো ।                                                                           1+2+2=5

 

7.   উদ্ভিদের অগ্রমুকুলের প্রাধান্য এবং কোষের সাইটোপ্লাজমের বিভাজন নিয়ন্ত্রনকারী হরমোন দুটির নাম

      লেখো । অগ্র-পিটুইটারী থেকে নিঃসৃত দুটি হরমোনের সম্পূর্ণ নাম ও

       একটি করে কাজ লেখো ।                                                                             2+(11/2+11/2)=5

 

8.  ইন্টারফেজে কখন " DNA" সংশ্লেষ ঘটে । প্রাণীকোষে সাইটোকাইনেসিস কীভাবে ঘটে তা বিবৃত করো ।

     কোন সাইটোপ্লাজমীয় কোষাণু বিভাজনকারী উদ্ভিদকোষে "কোষপাত" বা  "সেল প্লেট"

      গঠনে সহায়তা করে ?                                                                                              1+3+1=5

 

9.   গিনিপিগের কালো লোম প্রকট ও সাদা লোম প্রচ্ছন্ন বৈশিষ্ট্য । দুটি সংকর কালো গিনিপিগের সংকরায়ণের

      ফলাফল চেকার বোর্ডের সাহায্যে দেখাও । মানুষের ক্ষেত্রে কন্যাসন্তান সৃষ্টিতে কী প্রকার জনন কোষের

      মিলন ঘটে ?                                                                                                            3+2=5

 

10.  'জীবাশ্ম' বা 'ফসিল' কাকে বলে ? ঘোড়ার বিবর্তন ঘটিত প্রমাণের ক্ষেত্রে জীবাশ্মের গুরুত্ব আলোচনা করো ।                                                                                                                                  1+4=5

 

11.  অভিযোজন কাকে বলে ? পদ্মা গাছের মূল, কান্ড ও পুষ্পাক্ষের একটি করে অভিযোজনগত বৈশিষ্ট্য 

       আলোচনা করো ।                                                                                                 2+ 3=5                                   

                                                              বিভাগ 'গ'

                                           (যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও )

12.  একটি আদর্শ নিউরোনের ছবি আঁকো এবং ছবিটিতে নিচের অংশগুলি চিহ্নিত করো ।

        নিউক্লিয়াস,  প্রান্তবুরুশ, অ্যাক্সন, ডেনড্রন, মায়েলিন আবরণী ও রাঁভিয়ারের পর্ব ।                 5+3=8

 

13.   রুই মাছের পরিচ্ছন্ন চিত্র অংকন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো ।

         মুখচ্ছিদ্র, ফুলকা, পুচ্ছ , পাখনা , পায়ু পাখনা ,  বক্ষ পাখনা ,  পার্শ্বরেখা ।                            5+3=8

 

                                         ( দৃষ্টিহীন পরীক্ষার্থীর জন্য )

                                 ( যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও )

                                     ( চিত্র অঙ্কনের প্রয়োজন নেই )

12(A).  একটি আদর্শ নিউরোনের গঠন সংক্ষেপে লেখো ।  নিউরোনের অ্যাক্সন ও ডেনড্রনের কাজ কী কী ?    6+2=8  

 

13(A).   রুই মাছের অভিযোজনে নিম্নলিখিত অংশগুলির ভূমিকা বর্ণনা করো । 

             দেহাকৃতি , ফুলকা ,  মায়োটোম পেশি ও পুচ্ছ পাখনা ।                                           2+2+2+2=8

 

                                                       বিভাগ 'ঘ'

                                 ( কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য )

                                        ( যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও )

14.  রেচন কাকে বলে ? উদ্ভিদ ও প্রাণী রেচনের মূল পার্থক্যগুলি উল্লেখ করো । নেফ্রনের গঠন সংক্ষেপে বর্ণনা

        করো । তরুক্ষীর কী ?                                                                                          2+3+4+1=10

 

15.  মানুষের রক্তের মাধ্যমে সংক্রামিত হয় এমন দুটি রোগের নাম ও ঐ রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম লেখো ।

        দুটি সাধারণ  জীবাণু-নাশকের নাম ও তাদের ব্যবহার উল্লেখ করো । সন্ধান ক্রিয়ার জন্য দায়ী ছত্রাকটির

        বিজ্ঞান সম্মত নাম ও তার গুরুত্ব লেখো ।                                                (2+2)+(1+2)+(1+2)=10

***  

 

Comments

Related Items

Madhyamik -2012 Mathematics (Ben ver)

                                                                 2012

                                                        MATHEMATICS

                                                          (Compulsory)

Madhyamik -2012 Mathematics (Eng ver)

                                                  [ENGLISH VERSION]

                                                     (Bifurcated Syllabus)

Madhyamik -2012 Physical Science (Ben ver)

                                                                 2012

                                                   PHYSICAL SCIENCE

                                                     (Bifurcated Syllabus)

Madhyamik -2012 Physical Science (Eng ver)

                                                        (ENGLISH VERSION) 

                                                        (Bifurcated Syllabus)

                                         (For Regular and External Candidates)

Madhyamik -2012 English 2nd Language

                                                       (Bifurcated Syllabus)

                                                                  2012

                                       Subject: ENGLISH (Second Language)