H.S Exam 2009-Pol Science (Beng Ver)

Submitted by Anonymous (not verified) on Tue, 12/28/2010 - 21:07

HIGHER SECONDARY EXAM, 2009

Political science   (Bengali Version)
Time:3 Hours 15 Minutes   Full Marks-100

বিভাগ-‘ক’
১। নিম্নলিখিত প্রশ্নগুলির যথাসম্ভব এককথায় উত্তর দাও।সম্পূর্ণ বাক্যের প্রয়োজন নেই(বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):  ১ x ১০=১০
ক) সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য হওয়া প্রত্যেক রাষ্ট্রের পক্ষে (আবশ্যিক/ আবশ্যিক  নয়)।
    অথবা  সম্মিলিত জাতিপুঞ্জের সমস্ত সদস্য-রাষ্ট্র সাধারণ সভার (সদস্য/সদস্য নয়)।
খ) (সংসদীয়/রাষ্ট্রপতিশাসিত)ব্যবস্থায় নামসর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকেন।
গ) মন্ত্রিসভা আইনসভার কাছে(সংসদীয়/রাষ্ট্রপতিশাসিত)ব্যবস্থায় দায়িত্বশীল থাকে।
ঘ) আইনসভার(উচ্চকক্ষ/নিম্নকক্ষ)স্থায়ী সভা হিসেবে কাজ করে।
ঙ) আমলাতন্ত্রের সদস্যরা রাষ্ট্রের স্থায়ী প্রশাসক।(সত্য/মিথ্যা)
চ) বিচারব্যবস্থা মৌ্লিক অধিকার রক্ষা করে। (সত্য/মিথ্যা)
ছ) ভারতের রাষ্ট্রপতির স্বাভাবিক কার্যকাল...............বছর।
   অথবা   ভারতের রাষ্ট্রপতিকে কোন বিভাগ অপসারণ করে?
জ) ভারপ্তের উপরাষ্ট্রপতিকে নির্বাচন করে সংসদের(উচ্চকক্ষ / নিম্নকক্ষ / উচ্চকক্ষ ও নিম্নকক্ষ ) -এর নির্বাচিত সদস্যরা।
    অথবা  ভারতের রাষ্ট্রপ্রধান হলেন(প্রধানমন্ত্রী/রাষ্ট্রপতি)।
ঝ) সাধারণ বিল পাশ করে(লোকসভা/রাজ্যসভা/লোকসভা ও রাজ্যসভা)।
ঞ) পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা(দ্বিস্তর/ত্রিস্তর)।
                      
বিভাগ-‘খ’
২। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও(বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):  ২x১০=২০
ক) সম্মিলিত জাতিপুঞ্জের যে কোন দুটি এজেন্সির নাম লেখো।

সম্পূর্ণ প্রশ্নপত্রটি Download করতে হলে ক্লিক করুন:

Comments

Related Items