H.S Exam 2009: Philosophy (Beng Ver)

Submitted by Anonymous (not verified) on Tue, 12/28/2010 - 20:59

HIGHER SECONDARY EXAM, 2009

PHILOSOPHY (Bengali Version)
Time:3 Hours 15 Minutes  - Full Marks-100
                    
বিভাগ–‘ক’
১। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও(বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):  ১ x ১০=১০
শূন্যস্থান পুরণ করো :
ক) আবর্তনীয়ের উদ্দেশ্য পদ আবর্তিতের....................পদ হয়।
খ) p সত্য কিন্তু q মিথ্যা হলে p  q হবে.....................।
 অথবা  সংযৌগিক বচনের একটি সংযোগী মিথ্যা হলে বচনটি হবে.....................।

নিম্নোক্ত বাক্যগুলির সত্য অথবা মিথ্যা বলোঃ
গ) O বচনের আবর্তন অবৈধ ।
ঘ) মিলের ব্যতিরেকী পদ্ধতি প্রধানত আবিষ্কারের পদ্ধতি,প্রমানের পদ্ধতি নয়।
অথবা , মিলের অন্বয়ী-ব্যাতিরেকী পদ্ধতিটি দুটি অপসারণ সূত্রের ওপর প্রতিষ্ঠিত।
অথবা  
এক কথায় উত্তর দাওঃ
ঙ) বিবর্তনে হেতুবাক্য ও সিদ্ধান্তের পরিমান কি ভিন্ন না অভিন্ন ?
চ) ন্যায় অনুমানে যে পদ উভয় হেতুবাক্যে উপস্থিত থাকে, কিন্তু সিদ্ধান্তে থাকে না, তার  নাম লেখো।
সঠিক উত্তরটি বেছে নাওঃ
ছ) কেবলমাত্র বিধেয় পদ ব্যাপ্য হয়(A/E/I/O)বচনে ।
জ) যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী পদ্ধতির প্রবর্তন করেন, তিনি হলেন (বেইন /  কোয়াইন / মিল / যোসফ)।
হ্যাঁ অথবা না বলো :
ঝ) একটি বিকল্প অস্বী কার করে অন্য বিকল্পটি স্বীকার করলে বৈকপ্লিক-নিরপেক্ষ ন্যায়টি বৈধ হয়।
অথবা,  প্রাকল্পিক-নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি প্রাকল্পিক বচন।
ঞ) লৌ্কিক আরোহ অনুমান কার্যকরণ নিয়মের ওপর প্রতিষ্ঠিত।
 অথবা  পর্যবেক্ষণ ও পরীক্ষণ হলো আরোহের বস্তুগত ভিত্তি।

সম্পূর্ণ প্রশ্নপত্রটি Download করতে হলে ক্লিক করুন:

Comments

Related Items