H.S Exam 2008-Pol Science (Beng Ver)

Submitted by Anonymous (not verified) on Tue, 12/28/2010 - 21:09

Higher Secondary Examination, 2008 POLITICAL SCIENCE(New Syllabus) (Bengali Version)

 

এক কথায় উত্তর দাও

ক) নিরাপত্তা পরিষদের মোট সংখ্যা (১০ / ১৫ /১৮ )

খ) রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তাঁর হয়ে কে দায়িত্ব পালন করেন ? অথবা, রাজ্যসভার চেয়ারম্যান পদটির দায়িত্ব কে পালন করেন ?

গ) লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত ?   অথবা, ভারতের প্রধানমন্ত্রী (সুপ্রিম কোর্টের/রাষ্ট্রপতির/ লোকসভার) দ্বারা নিযুক্ত হন।

ঘ) সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করা (সম্ভব/সম্ভব নয়)।

ঙ) দ্বিকক্ষবিশিষ্ট রাজ্য আইনসভার দ্বিতীয় কক্ষটির নাম কী ?   অথবা, ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালেরা (প্রকৃত শাসক / নিয়মতান্ত্রিক শাসক)।

চ) জেলা প্রশাসনের প্রধান পদের নাম কী ? অথবা, রাজ্য রাষ্ট্র কৃত্যক কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ..........বছর ।

ছ) পশ্চিমবঙ্গে বর্তমানে জেলা প্রশাসকের বিচার বিভাগীয় ক্ষমতা (আছে/নেই)।

জ) কোনো মন্ত্রী পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলির সদস্য হতে (পারেন/পারেন না)।

ঝ) গ্রাম পঞ্চায়েতের সর্বোচ্চ পদাধিকারী হলেন (অধ্যক্ষ/প্রধান/সচিব)।

ঞ) জেলা পরিষদের প্রধান কর্মকর্তা কে ?

 

সম্পূর্ণ প্রশ্নপত্রটি Download করতে হলে Attachment ক্লিক করুন:

***

 

Comments

Related Items