H.S Exam 2008: Fine Arts & Crafts(Beng Ver)

HIGHER SECONDARY EXAM, 2008 FINE ARTS & CRAFTS (New Syllabus) (Bengali Version)

 

১. সরাসরি বা বেছে উত্তর দাওঃ-  ১ x ৫ = ৫

ক) রুবেন্সের আঁকা অকটি ছবির নাম লেখো ।   অথবা, বার্ণিনির একটি শিল্পকর্মের নাম লেখো ।

খ) কাপড় রঙ করার জন্য মোম-রোধক পদ্ধতিকে কি বলে ?   অথবা, মূর্তি শিল্পের উপকরণ রূপে একটি প্লাষ্টিক উপাদানের নাম লেখো ।

গ) গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি চিত্রের নাম লেখো ।

ঘ) সাজাহানের একটি বিখ্যাত কীর্তির নাম লেখো ।

ঙ) পূর্ব-ভারতীয় একটি চিত্রশৈলীর নাম লেখো ।

 

২.  নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ  ২ x ৪ = ৮

ক) অবনীন্দ্রনাথ ঠাকুর কি রঙ দিয়ে ও কোন পদ্ধতি অবলম্বনে ছবি আঁকতেন ?   অথবা, মুঘল অণুচিত্রে কোন কোন বাদশাহর প্রতিকৃতি দেখা যায় ?

খ) ভারতবর্ষের শিল্পচর্চায় কোন যুগে ও কার শাসনকালে পশু শিকারের ছবি বেশি দেখা যায় ?

গ) রোকোকো পর্বের দুজন শিল্পীর নাম লেখো ।

ঘ) একজন ফ্লেমিশ শিল্পী ও তার কেটি ছবির নাম লেখো ।  অথবা, “রেন-স্টিম এ্যাণ্ড স্পীড” এবং “মাসাকার অফ সিওস্‌” ছবি দুটির শিল্পীদের নাম লেখো ।

 

৩. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ  ৪ x ৫ = ২০

ক) তট-মন্দির কোথায় অবস্থিত ? তার একটি নাতিদীর্ঘ বর্ণনা দাও।

খ) হয়সালা কোথায় অবস্থিত ? এই স্থানের খ্যাতির কারণ কি ?

 

সম্পূর্ণ প্রশ্নপত্রটি Download করতে হলে ক্লিক করুন:

****