H.S Exam 2008: Education (Beng Ver)

Submitted by Anonymous (not verified) on Tue, 12/28/2010 - 15:04

HIGHER SECONDARY EXAM, 2008 Education (New Syllabus) (Bengali Version)

 

১. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ   ১ x ১০= ১০   

 (সঠিক উত্তরটি নির্বাচন করো)

ক) ডিউই-এর মতে শিক্ষার উদ্দেশ্য হল-

 (i) সামাজিক বিকাশ  (ii) দৈহিক বিকাশ  (iii) নৈতিক বিকাশ  (iv) আধ্যাত্মিক বিকাশ ।

খ) মানসিক ক্ষমতার মধ্যে যে উপাদানটি সব রকম বৌদ্ধিক কাজের ক্ষেত্রে সর্বজনীনভাবে বর্তমান থাকে সেই উপাদানটিকে ........... ক্ষমতা বলে।(শূন্যস্থান পূরণ করো)

গ)  প্রাচীন অনুবর্তনের আবিষ্কারক কে ? অথবা, থর্নডাইকের প্রবর্তিত শিখণ কৌশলের নাম কী ।

ঘ) 4,7,3,9,12,15 এই রাশিমালার মধ্যমান (median) টি হল 12  । (উত্তরটি ঠিক না ভুল)

      অথবা, ছাত্রসংখ্যা হল অবিচ্ছিন্ন চলের একটি উদাহরণ । (উত্তরটি ঠিক না ভুল)

ঙ) বৃত্তি এবং কারিগরী শিক্ষা কি কর্মক্ষেত্রের জন্য মানবসম্পদ তৈরী করে ?  (হ্যাঁ/না লেখো)

চ)  নীচের কোন পদ্ধতিটি দৃষ্টিহীনদের শিক্ষায় ব্যবহার করা হয় ?  

(i) ওষ্ঠ পঠন  (ii) ব্রেইল (iii)  কম্পন ও স্পর্শন পদ্ধতি (iv)  সংকেত বা প্রতীক পদ্ধতি ।

ছ)  নীচের বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি বধিরতার কারণে ব্যাবহৃত হয় না ?

(i) বৌদ্ধিক বিকাশ  (ii) দৈহিক বিকাশ   (iii) ভাষার বিকাশ  (iv) সামাজিক বিকাশ ।

   অথবা,  কে মূক ও বধিরদের শিক্ষাদানের উদ্দেশ্যে মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন ?

 

সম্পূর্ণ প্রশ্নপত্রটি Download করতে হলে Attachment ক্লিক করুন:

***

Comments

Related Items