Madhyamik

চীনদেশীয় জলবায়ু অঞ্চল

এশিয়া মহাদেশের মধ্য ও পূর্ব চীন, দক্ষিণ জাপান এবং কোরিয়া এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। 

চীনদেশীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য—

(১) এই জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বেশ গরম গড়ে ৩০° সেলসিয়াস এবং শীতকালে মৃদু শীত গড়ে ৪° থেকে ১০° সেলসিয়াস তাপমাত্রা বজায় থাকে,

(২) এই অঞ্চলটি আয়ন বায়ুর গতিপথে অবস্থিত হওয়ায় সারাবছর ধরে এখানে বৃষ্টিপাত হলেও মৌসুমি জলবায়ু অঞ্চলের মতো গ্রীষ্মকালেই বৃষ্টিপাত বেশি হয় । গড় বার্ষিক বৃষ্টিপাত প্রায় ১০০ সেমি ।

***

 

নাতিশীতোষ্ণ মরুভূমি অঞ্চল

এশিয়া মহাদেশের প্রধানত গোবি মরুভুমি এবং মঙ্গোলিয়ার মালভূমি অঞ্চলে এই ধরনের জলবায়ু দেখা যায় ।

নাতিশীতোষ্ণ মরুভূমি অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য—

(১) এই জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বেশ গরম পড়ে এবং এই সময় অতি সামান্য বৃষ্টিপাত হয় ।

(২) শীতকালে খুব ঠান্ডা পড়ে । এখানকার শীতকালীন তাপমাত্রা হিমাঙ্কের নীচে থাকে ।

***

নাতিশীতোষ্ণ তৃণভূমি বা স্টেপস অঞ্চল

এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়া এবং পূর্ব মঙ্গোলিয়ায় এই ধরনের জলবায়ু দেখা যায় ।

নাতিশীতোষ্ণ তৃণভূমি বা স্টেপস অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য—

(১) এই অঞ্চলে শীতকালে খুব শীতল কিন্তু গ্রীষ্মকালে বেশ গরম,

(২) শুষ্ক পশ্চিমাবায়ুর প্রভাবে এখানে বৃষ্টিপাত খুব কম হয় ।

***

 

ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল

এশিয়া মহাদেশের ভূমধ্যসাগরের নিকটবর্তী অতি সামান্য অঞ্চল যেমন— তুরস্ক, লেবানন, সিরিয়া, এবং ইস্রাইলে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় ।

ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য—

(১) শীতকালীন বৃষ্টিপাত সাধারণত ২৪ সেমি. থেকে ৭৫ সেমি হয়,

(২) বৃষ্টিহীন শুষ্ক গ্রীষ্মকাল এবং নাতিশীতোষ্ণ মৃদু জলবায়ু । গ্রীষ্মকালীন তাপমাত্রা ২১° থেকে ২৭° সেলসিয়াস এবং শীতকালীন তাপমাত্রা ৫° থেকে ১০° সেলসিয়াস হল এই জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য ।

***

 

ক্রান্তিয় মরু জলবায়ু অঞ্চল

এশিয়া মহাদেশের আরব মরুভূমি এবং ভারত ও পাকিস্তানের থর মরুভূমি অঞ্চলে ক্রান্তিয় মরু জলবায়ু দেখা যায় ।

ক্রান্তিয় মরু জলবায়ুর বৈশিষ্ট্য—

(১) চরমভাবাপন্ন জলবায়ু,

(২) দিনে প্রচন্ড উত্তাপ ও রাতে অস্বাভাবিক ঠান্ডা,

(৩) উত্তপ্ত গ্রীষ্ম কাল । গ্রীষ্মকালীন গড় উত্তাপ ৩৫ ডিগ্রি সেলসিয়াস হলেও মধ্যাহ্নে ৪৫ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছোয় ।

(৪) মধ্যম উষ্ণ শীতকাল । শীতকালীন তাপমাত্রা ১৬ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস ।

মৌসুমি জলবায়ু অঞ্চল

এশিয়া মহাদেশের ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রিলঙ্কা, মায়ানমার, চিন, থাইল্যান্ড, কাম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম ও পশ্চিম ফিলিপাইনে মৌসুমি জলবায়ু দেখা যায় ।

মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য —

(১) উষ্ণ গ্রীষ্মকাল এবং গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস,

(২) শুষ্ক ও নাতিশীতোষ্ণ শীতকাল, শীতকালীন গড় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস,

(৩) প্রধানত গ্রীষ্মকালীন বৃষ্টিপাত । স্থানবিশেষে ২৫ থেকে ২৫০ সেন্টিমিটার ) 

(৪) শীত ও গ্রীষ্মে সম্পূর্ণ  বিপরীত দিকে বায়ুপ্রবাহ হল মৌসুমি জলবায়ু অঞ্চলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ।

***