WBCS Main Examination Paper - I (Bengali) - 2020

Submitted by avimanyu pramanik on Sun, 11/14/2021 - 23:02

2021

Time allowed — 3 Hours                                                                                                 Full Marks — 200

                                                                       Paper - I

If the questions attempted are in excess of the prescribed number, only the questions attempted first up to the prescribed number shall be valued and the remaining ones ignored.

The figures in the margin indicate marks for each questions.

Do not write your name, address etc. anywhere inside the answer book. Write X, Y, Z, if necessary.

BENGALI LETTER WRITING, DRAFTING OF REPORTS, PRECIS WRITING, COMPOSITION AND TRANSLATION

১। নিম্নলিখিত যে কোনো একটি বিষয় সম্পর্কে আপনার অভিমত কোনো বাংলা দৈনিক পত্রিকার সম্পাদকের কাছে অনধিক ১৫০ শব্দের মধ্যে পত্রাকারে বিবৃত করুন : (নাম-ঠিকানা পরিবর্তে X, Y, Z, লিখুন)                                ৪০

    (ক) অতিমারি ও কুসংস্কার

    (খ) ধর্ম এবং ধর্মান্ধতা

    (গ) শিক্ষায় মাতৃভাষার গুরুত্ব

২। নিম্নলিখিত বিষয় সম্পর্কে ২০০ শব্দের মধ্যে একটি সম্পাদকীয় প্রতিবেদন লিখুন :          ৪০

      'অনলাইন শিক্ষা আমাদের কতদূর এগিয়ে দেবে ?'

৩। নিম্নলিখিত অংশের সারমর্ম লিখুন :                                                                      ৪০

যাঁহারা বাক্যে অজেয়, পরভাষা পারদর্শী, মাতৃভাষা বিরোধী, তাঁহারাই বাবু । যাঁহাদের চরণ মাংসাস্থিবিহীন, শুষ্ক কাষ্ঠের ন্যায় হইলেও পলায়নে সক্ষম; হস্ত দুর্বল হইলেও লেখনী ধারণে এবং বেতন গ্রহণে সুপটু, চর্ম কোমল হইলেও সাগরপার নির্মিত দ্রব্যবিশেষের প্রহার সহিষ্ণু, তাঁহারাই বাবু । যাঁহারা বিনা উদ্দেশ্যে সঞ্চয় করিবেন, সঞ্চয়ের জন্য উপার্জন করিবেন, উপার্জনের জন্য বিদ্যাধ্যয়ন করিবেন, বিদ্যাধ্যয়নের জন্য প্রশ্ন চুরি করিবেন, তাঁহারাই বাবু ।

৪। অনুচ্ছেদটি পাঠ করে তার ভিত্তিতে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন :               ১০ x ৪ = ৪০

কোনও কোনও বৈজ্ঞানিক নামের একটা মোহিনী শক্তি আছে, লোকে সেই নাম শিখিলে স্থানে অস্থানে প্রয়োগ করে । 'গাটাপার্চা' এইরকম একটি মুখরোচক শব্দ । ফাউন্টেন পেন, চিরুনি, চশমার ফ্রেম প্রভৃতি বহু বস্তুর উপাদানকে লোকে নির্বিচারে গাটাপার্চা বলে । গাটাপার্চা রবারের ন্যায় বৃক্ষবিশেষের নিষ্যন্দ । ইহাতে বৈদ্যুতিক তারের আবরণ হয়, জলরোধক বার্ণিশ হয়, ডাক্তারি চিকিৎসায় ইহার পাত ব্যবহৃত হয় । কিন্তু সাধারণত লোকে যাহাকে গাটাপার্চা বলে তাহা অন্য বস্তু । আজকাল যে সকল শৃঙ্গবৎ কৃত্রিম পদার্থ প্রস্তুত হইতেছে তাহার কথা সংক্ষেপে বলিতেছি — নাইট্রিক অ্যাসিড, তুলা ইত্যাদি হইতে সেলুলয়েড হয় । ইহা কাচতুল্য স্বচ্ছ, কিন্তু অন্য উপাদান যোগে রঞ্জিত, চিত্রিত বা হাতির দাঁতের ন্যায় সাদা করা যায় । ফটোগ্রাফের ফিল্ম, মোটর গাড়ির জানালা, হার্মোনিয়মের চাবি, পুতুল, চিরুনি, বোতাম প্রভৃতি অনেক জিনিসের উপাদান সেলুলয়েড । অনেক চশমার ফ্রেমও এই পদার্থ । রবারের সহিত গন্ধক মিলাইয়া ইবনাইট বা ভলকানাইট প্রস্তুত হয় । বাংলায় ইহাকে 'কাচকড়া' বলা হয় । যদিও কাচকড়ার মূল অর্থ কাছিমের খোলা । ইবনাইট স্বচ্ছ নয় । ইহা হইতে ফাউন্টেন পেন, চিরুনি প্রভৃতি প্রস্তুত হয় ।

আরও নানাজাতীয় স্বচ্ছ বা শৃঙ্গবৎ পদার্থ বিভিন্ন নামে বাজারে চলিতেছে, যথা — সেলোফোন, ভিসকোস, গ্যালালিথ ব্যাকেলাইট ইত্যাদি । এগুলির উপাদান ও প্রস্তুতপ্রণালী বিভিন্ন । নকল রেশম, নকল হাতির দাঁত, নানারকম বার্ণিশ, বোতাম, চিরুনি প্রভৃতি বহু শৌখিন জিনিস ওই সকল পদার্থ হইতে প্রস্তুত হয় ।

(ক) গাটাপার্চা কী ? এর উপকারিতা কোথায় কোথায় দেখা যায় ?

(খ) সেলুলয়েডের উৎস কী ? আমাদের জানা কোন্ কোন্ জিনিস সেলুলয়েড দিয়ে তৈরি হয় ?

(গ) ভলকানাইট কীভাবে তৈরি হয় ? এটি কিরকম পদার্থ ? এর বাংলা অর্থ পরিস্ফুট করো ।

(ঘ) বৈজ্ঞানিক নামের মোহিনী শক্তির অপপ্রয়োগে কী হয় ?

৫। নিম্নলিখিত অংশটির বঙ্গানুবাদ করুন :              ৪০

That afternoon almost the whole of kamarpukur comes for the Kirtan. Through Dhani, the word was spread that Ramakrishna would go back to the Dakshineswar, so no one wanted to miss this opportunity. As the courtyard is too small to hold the crowd, they shifted to a nearby field. Several of the men have khols, two or three have violin, and a few others have flutes. The men sit on the ground in a group with Ramakrishna and the ladies sit on one side.

*****

Comments

Related Items

WBCS Main Examination Paper - V (The Constitution of India and Indian Economy including role and functions of RBI) - 2019

1. "Preamble of our Constitution is of extreme Importance and the Constitution should be read and interpreted in the light of the grand and noble vision expressed in the Preamble." Justice Sikri expressed the above opinion in the case of (A) In re Kerala Education Bill (B) A.K. Gopalan v. State of Madras (C) In re Berubari Union (D) Keshavananda Bharati v. State of Kerala

WBCS Main Examination Paper - III (General Studies-I) - 2019

1. Which of the following is not a feature of Discovery ? (A) Discovery of a dockyard (B) Rectangular and circular fire alters for animal sacrifice (C) Depiction of a ship on a seal (D) Evidence of the use of the plough

WBCS Main Examination Paper - VI (Arithmetic and Test of Reasoning) - 2018

1. The ratio of Velocity of hour's hand and minute's hand at a clock is (A) 1 : 12 (B) 12 : 1 (C) 1 : 24 (D) 24 : 1 2. If a square and a rectangle having the same perimeter and their areas are S and R respectively then (A) S = R (B) S > R (C) S < R (D) None of the above

WBCS Main Examination Paper - V (The Constitution of India and Indian Economy including role and functions of RBI) - 2018

1. Which among the following state has highest number of Export Oriented Units in India ? (A) Tamil Nadu (B) Maharashtra (C) Karnataka (D) Andhra Pradesh 2. The Tobin tax, initially suggested, by James Tobin was a tax on which among the following transactions ? (A) Property Transactions (B) Currency Transactions (C) Industrial Transactions (D) All of the above

WBCS Main Examination Paper - IV (General Studies-II) - 2018

1. Which is the most balanced diet ? (A) Rice (B) Milk (C) Meat (D) Fish 2. Carbohydrate stored in the body as (A) glucose (B) starch (C) glycogen (D) sucrose 3. Quinine is extracted from the plant of (A) Poppy (B) Cinchona (C) Sandle wood (D) Palm