বহির্জাত প্রক্রিয়া ও এর দ্বারা সৃষ্ট ভূমিরূপ (Exogenetic Processes and resultant Landforms)

Submitted by avimanyu pramanik on Sat, 06/19/2021 - 08:41

বহির্জাত শক্তি (Exogenetic forces) :- যেসব প্রাকৃতিক শক্তিসমূহ, যেমন— নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রতরঙ্গ প্রভৃতি প্রতিনিয়ত ভূপৃষ্ঠ ও ভূপৃষ্ঠের কাছাকাছি উপপৃষ্ঠীয় অংশে ক্রিয়াশীল থেকে ভূপৃষ্ঠ ও উপপৃষ্ঠীয় অংশের পরিবর্তন ঘটিয়ে ভূমিরূপ গঠন করে আসছে, তাদেরকে বাহ্যিক প্রাকৃতিক শক্তি বলে ।

ভূমিরূপ (Landforms) : ভূপৃষ্ঠের গঠন, আকৃতি, ঢাল প্রভৃতি অনুসারে ভূমির চেহারা বা বাহ্যিক অবয়বকে ভূমিরূপ বলা হয় ।

বহির্জাত প্রক্রিয়া (Exogenetic Processes) :- বহির্জাত প্রাকৃতিক শক্তিসমূহ যে প্রক্রিয়ায় বা পদ্ধতিতে ভূপৃষ্ঠ ও উপপৃষ্ঠকে ক্ষয়, বহন ও সঞ্চয় কাজের মাধ্যমে নগ্ন বা পরিবর্তন ঘটিয়ে ভূমিরূপ গঠন করে, তাকে বহির্জাত প্রক্রিয়া বলে ।

বহির্জাত প্রক্রিয়ার মাধ্যম (Agents of Exogenetic Processes) : বহির্জাত প্রক্রিয়াসমূহ (ক) স্থিতিশীল ও (খ) গতিশীল বাহ্যিক প্রাকৃতিক শক্তির দ্বারা কার্যকর হয় ।

(ক) স্থিতিশীল বাহ্যিক প্রাকৃতিক শক্তিসমূহ হল বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ইত্যাদি ।

(খ) গতিশীল বাহ্যিক প্রাকৃতিক শক্তিসমূহ হল আবহবিকার, নদীপ্রবাহ, বায়ুপ্রবাহ, হিমবাহ, সমুদ্রতরঙ্গ, ভৌমজল প্রভৃতি ।

ভূমিরূপ গঠনে বহির্জাত প্রক্রিয়ার ভূমিকা :- বহির্জাত প্রক্রিয়াগুলি প্রধানত (ক) অবরোহণ, (খ) আরোহণ ও (গ) জৈবিক প্রক্রিয়া—এই তিনটি পদ্ধতিতে বিভিন্ন প্রকার ভূমিরূপ গড়ে তোলে ।

exogenetic force

(ক) অবরোহণ (Degradation):- যে সকল প্রক্রিয়ায় বাহ্যিক প্রাকৃতিক শক্তিসমূহ দ্বারা, যেমন— আবহবিকার, পুঞ্জিতক্ষয়, নদনদী, হিমবাহ, বায়ু প্রভৃতি ক্ষয়কাজের মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু স্থানগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে ধীরে ধীরে নিচু ভূমিতে পরিণত হয়, সেই প্রক্রিয়াসমূহকে অবরোহণ বলে । এই প্রক্রিয়ায় ভূমির উচ্চতার হ্রাস ঘটে । ক্ষয়সাধন ও নগ্নীভবন অবরোহণ প্রক্রিয়ার প্রধান মাধ্যম । অবরোহণের ফলেই সুউচ্চ পর্বত ক্ষয় হতে হতে প্রথমে ক্ষয়্জাত পর্বত ও তারপর ক্ষয়্জাত মালভূমি এবং শেষে ক্ষয়্জাত সমভূমিতে পরিণত হয় । এই প্রক্রিয়ায় জলপ্রপাত, মন্থকূপ, রসে মতানে, ইনসেলবার্জ প্রভৃতি ভূমিরূপ গড়ে ওঠে ।

(খ) আরোহণ (Agradation):- যে সকল প্রক্রিয়ায় বাহ্যিক প্রাকৃতিক শক্তিসমূহের, যেমন নদনদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতির দ্বারা সঞ্চয়, অবক্ষেপণ ও অধঃক্ষেপণের মাধ্যমে ভূপৃষ্ঠের নিম্নভূমিতে পলি, বালি, কাঁকর প্রভৃতি সঞ্চিত হয়ে নতুন ভূমি গড়ে ওঠে, সেই প্রক্রিয়াসমূহকে আরোহণ বলে । সঞ্চয়সাধন আরোহণ প্রক্রিয়ার প্রধান মাধ্যম । এই প্রক্রিয়ায় নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় এবং প্লাবনভূমি, বদ্বীপ, ড্রামলিন, বালিয়াড়ি প্রভৃতি ভূমিরূপের সৃষ্টি হয় ।

(গ) জৈবিক প্রক্রিয়া (Biotic Process):- যে সকল প্রক্রিয়ায় উদ্ভিদ, প্রাণী ও মানুষ আবহবিকার, ক্ষয় ও সঞ্চয়কাজের মাধ্যমে ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটিয়ে সমতল ভূমিরূপ গঠন করে, সেই প্রক্রিয়াগুলিকে জৈবিক প্রক্রিয়া বলে । এই প্রক্রিয়া ভূমিরূপের উচ্চতার মধ্যে সামঞ্জস্য বিধানের প্রচেষ্টা চালায় ।

পর্যায়ন (Gradational Process) : বহির্জাত প্রক্রিয়ায় ক্ষয় ও সঞ্চয়কাজের দ্বারা ভূমিভাগের উচ্চতার মধ্যে সমতা বিধানের মাধ্যমে নিকটতম সমুদ্রপৃষ্ঠের সাপেক্ষে যে সাধারণতল গঠিত হয়, তাকে পর্যায়ন বলে । এখানে ক্ষয়কাজের শেষ সীমা হল নিকটতম সমুদ্রপৃষ্ঠ । পর্যায়ন হল অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ায় ভূমিভাগের সমতলীকরণ । ভূবিজ্ঞানী জি. কে. গিলবার্ট 'পর্যায়ন' বা Grade শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ।

নগ্নীভবন (Denundation) : ল্যাটিন শব্দ 'Denudare' (যার অর্থ অনাবৃত থাকা) থেকে 'নগ্নীভবন' শব্দটির উৎপত্তি । বহির্জাত অবরোহণ প্রক্রিয়ায় আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন —এই তিনটি পদ্ধতির যৌথ ক্রিয়াশীলতায় ভূ-পৃষ্ঠের উপরিভাগের শিলাস্তর বিচ্ছিন্ন হয়ে অপসারিত হয়ে ভূমির উচ্চতা হ্রাস পায় এবং নীচের শিলাস্তর ভূ-পৃষ্ঠে উন্মুক্ত হয় । এই অবরোহণ প্রক্রিয়াকে নগ্নীভবন বলে । নগ্নীভবনের হার উষ্ণ মরু অঞ্চলের নিম্নভূমিতে সবচেয়ে কম এবং উষ্ণ-আর্দ্র ও শীতল হিমবাহ অধ্যুষিত পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি হয় ।

****

Comments

Related Items

নর্মদা নদী (The Narmada)

নর্মদা নদী (The Narmada) : মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকন্টক থেকে উৎপন্ন হয়ে নর্মদা নদী উত্তর-পশ্চিমে বেঁকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র হয়ে গুজরাটের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বিন্ধ্য ও সাতপুরার সংকীর্ণ গিরিখাত অতিক্রম করে

ব্রহ্মপুত্র নদ (The Brahmaputra)

ব্রহ্মপুত্র নদ : তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী চেমায়ুং-দুং হিমবাহ থেকে সাংপো নামে উৎপন্ন হয়ে নামচাবারওয়া শৃঙ্গের কাছে চুলের কাটার মত বেঁকে অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে ডিহং নামে ভারতে প্রবেশ করেছে । এর মোট দৈর্ঘ্য ২,৯০০ কিমি, এর মধ্

সিন্ধু নদ (The Indus)

সিন্ধু নদ : সিন্ধু নদ তিব্বতের মানস সরোবরের উত্তরে অবস্থিত সিন-কা-বাব জলধারা থেকে উৎপন্ন হয়ে উত্তর-পশ্চিমে প্রথমে তিব্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পরে লাদাখ অঞ্চল দিয়ে ভারতে প্রবেশ করেছে । সিন্ধু নদের মোট দৈর্ঘ্য ৩,১৮০ কিমি এবং এর মধ

গঙ্গা নদী (The Ganges)

গঙ্গা নদী : গঙ্গা ভারতের শ্রেষ্ঠ নদী এবং ভারতের দীর্ঘতম নদী । গঙ্গানদীর মোট দৈর্ঘ্য ২৫১০ কিমি এবং এর মধ্যে ২০১৭ কিমি ভারতে প্রবাহিত । কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে ভাগীরথী নামে উৎপন্ন হয়ে সংকীর্ণ গিরিখাতের

ভারতের নদনদী (Rivers of India)

ভারতের নদনদী : ভারতে অসংখ্য নদনদী বিভিন্ন দিকে প্রবাহিত হয়েছে । উৎস, প্রবাহের অঞ্চল, এবং মোহানা অনুসারে ভারতের নদনদীকে প্রধানত দুটি শ্রেণিতে ভাগ করা যায় । যেমন— (১) উত্তর ভারতের নদী এবং (২) দক্ষিণ ভারতের নদী ।