MADHYAMIK EXAM 2014 History Suggestion

Submitted by Anonymous (not verified) on Sat, 01/18/2014 - 20:24

                     মাধ্যমিক সাজেশান - ২০১৪

                             বিষয় – ইতিহাস

দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও । ( যে-কোনো দশটি )                      ২ X ১০ = ২০

১। অব-শিল্পায়ন কাকে বলে ?

২। নে-হেরু রিপোর্ট কি ?

৩। স্বদেশী ও বয়কট বলতে কি বোঝ ?

৪। সেরাজেভো হত্যাকাণ্ড কি ?

৫। জোটনিরপেক্ষ নীতি কি ?

৬। বান্দুং কোথায় অবস্থিত ? বান্দুং সম্মেলনের উদ্দেশ্য কি ছিল ?

৭। দাদন প্রথা কি ?

৮। অমৃতসরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?

৯। ‘উডের ডেস-প্যাচ’ এর দুটি সুপারিশ উল্লেখ করো ।

১০। ‘ ভিটো ’ কি ?

১১। তৃতীয় বিশ্ব বলতে কি বোঝ ?

১২। কর্ণওয়ালিস কোড কি ?

১৩। দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝয় ?

১৪। গণতন্ত্রের সঙ্গে ফ্যাসিবাদের দুটি পার্থক্য লেখো ।

নিন্মলিখিত প্রশ্নগুলির উত্তর দাও । (সাত-আটটি বাক্যে )                            ৪ X ৫ =২০

১। রেগুলেটিং অ্যাক্ট (১৭৭৩)

২। রাজা রামমোহন রায়কে কেন ‘ভারতের প্রথম আধুনিক মানুষ’ মনে করা হয় ?

৩। জাতিসংঘের ব্যর্থতার কারণ গুলি বিবৃত করো ।

৪। ভারতীয় সংবিধানের চারটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।

৫। ভারতীয় জাতীয়তাবাদ বিকাশে স্বামী বিবেকানন্দের ভূমিকা কি ছিল ?

৬। লাহোর কংগ্রেসের (১৯২৯) গুরুত্ব কি ছিল ?

৭। দশীয় শিল্পের অবক্ষয়ের যে কোন চারটি কারণ উল্লেখ করো ।

৮। আটলাণ্টিক চার্টারেরে গুরুত্ব কি ছিল ?

৯। ভারতীয় জাতীয়তাবাদ উন্মেষে বঙ্কিম-চন্দ্রের অবদান আলোচনা করো ।

১০। ব্রিটিশ শাসনের প্রথম শতকের কৃষক বিদ্রোহের কারণগুলি কি ছিল ?

নিন্মলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ।  ( যে-কোনো পাঁচটি )                                                   ৫ X ৬ = ৩০

 

১। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন ? এর শর্তগুলি কি ছিল ? কোন দেশীয় রাজ্য সর্বপ্রথম এই চুক্তি স্বাক্ষরিত করে ?

২। ১৯৪৬ খ্রিস্টাব্দে নৌ-বিদ্রোহের কারণ ও ফলাফলের বিবরণ দাও ।

৩। ‘স্বত্ব-বিলোপ নীতি’ কে প্রবর্তন করেন ? এই নীতির মূল কথা কি ছিল ? এই নীতি প্রয়োগ করে সর্বপ্রথম কোন দেশীয় রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয় ?

৪। স্বরাজ দলের কর্মসূচি কি ছিল ? এই দলের ব্যর্থতার দুটি কারণ লেখো ?

৫। সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন এবং কেন ? এই কমিশন সম্পর্কে ভারতীয়দের প্রতিক্রিয়া উল্লেখ করো ।

৬। ক্রিপস মিসন ভারতে কেন আসে ? এই মিসনের প্রস্তাবগুলি কি ছিল ? এই মিসন কেন ব্যর্থ হয়েছিল ?

৭। মাউন্টব্যাটেন পরিকল্পনার প্রধান শর্তগুলি কি কি ? এই পরিকল্পনার ত্রুটিগুলি কি ছিল ?

৮। আলিগড় আন্দোলনের সূচনা কে করেন ? শিক্ষা ও সমাজ সংস্কারে আলিগড় আন্দোলনের ভূমিকা কি ছিল ?

৯। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুটি প্রধান কারণ লেখ ।

১০। ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ উল্লেখ করো ।

যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও :                                                                        ১০ X ১ =১০

১। ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষ-চন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা করো ?

২। ১৮৮৫ থেকে ১৯০৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো।

 

                                                        ==========+++=========

pdf ফাইলে পেতে ডাউনলোড করুন ।। 

Related Items

Madhyamik Examination 2019 Notification, Exam Date, Time Schedule

The examination will be held in only one paper on each day from 11.45a.m to 3p.m (First 15 minutes for reading the Question Papers only). The dates & corresponding subject are as under.

1st Unit Test Life Science Question (WBBSE)

Sample Unit Test Question Paper on Life Science Question (WBBSE) for Class X. ১. বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) ১*৪=৪ ১. বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে a.IAA b.GH c. কাইনিন d. ফ্লোরিজেন