MADHYAMIK EXAM 2014 History Suggestion

Submitted by Anonymous (not verified) on Sat, 01/18/2014 - 20:24

                     মাধ্যমিক সাজেশান - ২০১৪

                             বিষয় – ইতিহাস

দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও । ( যে-কোনো দশটি )                      ২ X ১০ = ২০

১। অব-শিল্পায়ন কাকে বলে ?

২। নে-হেরু রিপোর্ট কি ?

৩। স্বদেশী ও বয়কট বলতে কি বোঝ ?

৪। সেরাজেভো হত্যাকাণ্ড কি ?

৫। জোটনিরপেক্ষ নীতি কি ?

৬। বান্দুং কোথায় অবস্থিত ? বান্দুং সম্মেলনের উদ্দেশ্য কি ছিল ?

৭। দাদন প্রথা কি ?

৮। অমৃতসরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?

৯। ‘উডের ডেস-প্যাচ’ এর দুটি সুপারিশ উল্লেখ করো ।

১০। ‘ ভিটো ’ কি ?

১১। তৃতীয় বিশ্ব বলতে কি বোঝ ?

১২। কর্ণওয়ালিস কোড কি ?

১৩। দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝয় ?

১৪। গণতন্ত্রের সঙ্গে ফ্যাসিবাদের দুটি পার্থক্য লেখো ।

নিন্মলিখিত প্রশ্নগুলির উত্তর দাও । (সাত-আটটি বাক্যে )                            ৪ X ৫ =২০

১। রেগুলেটিং অ্যাক্ট (১৭৭৩)

২। রাজা রামমোহন রায়কে কেন ‘ভারতের প্রথম আধুনিক মানুষ’ মনে করা হয় ?

৩। জাতিসংঘের ব্যর্থতার কারণ গুলি বিবৃত করো ।

৪। ভারতীয় সংবিধানের চারটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।

৫। ভারতীয় জাতীয়তাবাদ বিকাশে স্বামী বিবেকানন্দের ভূমিকা কি ছিল ?

৬। লাহোর কংগ্রেসের (১৯২৯) গুরুত্ব কি ছিল ?

৭। দশীয় শিল্পের অবক্ষয়ের যে কোন চারটি কারণ উল্লেখ করো ।

৮। আটলাণ্টিক চার্টারেরে গুরুত্ব কি ছিল ?

৯। ভারতীয় জাতীয়তাবাদ উন্মেষে বঙ্কিম-চন্দ্রের অবদান আলোচনা করো ।

১০। ব্রিটিশ শাসনের প্রথম শতকের কৃষক বিদ্রোহের কারণগুলি কি ছিল ?

নিন্মলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ।  ( যে-কোনো পাঁচটি )                                                   ৫ X ৬ = ৩০

 

১। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন ? এর শর্তগুলি কি ছিল ? কোন দেশীয় রাজ্য সর্বপ্রথম এই চুক্তি স্বাক্ষরিত করে ?

২। ১৯৪৬ খ্রিস্টাব্দে নৌ-বিদ্রোহের কারণ ও ফলাফলের বিবরণ দাও ।

৩। ‘স্বত্ব-বিলোপ নীতি’ কে প্রবর্তন করেন ? এই নীতির মূল কথা কি ছিল ? এই নীতি প্রয়োগ করে সর্বপ্রথম কোন দেশীয় রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয় ?

৪। স্বরাজ দলের কর্মসূচি কি ছিল ? এই দলের ব্যর্থতার দুটি কারণ লেখো ?

৫। সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন এবং কেন ? এই কমিশন সম্পর্কে ভারতীয়দের প্রতিক্রিয়া উল্লেখ করো ।

৬। ক্রিপস মিসন ভারতে কেন আসে ? এই মিসনের প্রস্তাবগুলি কি ছিল ? এই মিসন কেন ব্যর্থ হয়েছিল ?

৭। মাউন্টব্যাটেন পরিকল্পনার প্রধান শর্তগুলি কি কি ? এই পরিকল্পনার ত্রুটিগুলি কি ছিল ?

৮। আলিগড় আন্দোলনের সূচনা কে করেন ? শিক্ষা ও সমাজ সংস্কারে আলিগড় আন্দোলনের ভূমিকা কি ছিল ?

৯। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুটি প্রধান কারণ লেখ ।

১০। ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ উল্লেখ করো ।

যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও :                                                                        ১০ X ১ =১০

১। ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষ-চন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা করো ?

২। ১৮৮৫ থেকে ১৯০৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো।

 

                                                        ==========+++=========

pdf ফাইলে পেতে ডাউনলোড করুন ।। 

Related Items