Geography

পশ্চিমের উচ্চভূমি ও মালভূমি অঞ্চল

অবস্থান :- পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে অবস্থিত এই ঢেউখেলানো উঁচুভুমি ও মালভুমি অঞ্চলটি সমগ্র পুরুলিয়া জেলা এবং বাঁকুড়া, বীরভূম, বর্ধমান ও মেদিনীপুর জেলার পশ্চিমদিকের ৫০ মিটারের বেশি উচ্চতাযুক্ত অঞ্চল নিয়ে গঠিত হয়েছে । গ্রানাইট ও নাইস শিলা দ্বারা গঠিত এই উচ্চভূমি অঞ্চলটি হল ছোটনাগপুর মালভূমির অংশ বিশেষ ।

উত্তরের পার্বত্য অঞ্চল

অবস্থান :- পশ্চিমবঙ্গের উত্তরদিকে পৃথিবীর উচ্চতম পর্বতমালা হিমালয় অবস্থান করছে । সুউচ্চ হিমালয় পর্বতমালার অংশ বিশেষ পর্বতময় এই অঞ্চলটি পশ্চিমবঙ্গের উত্তর-পশ্চিম সিমান্তে পূর্ব হিমালয় পর্বতশ্রেণির উপর অবস্থিত । একমাত্র শিলিগুড়ি মহকুমা বাদে পুরো দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার উত্তর-পূর্বের সামান্য কিছু অংশ এই অঞ্চলের অন্তর্গত ।

পার্বত্য জলবায়ু অঞ্চল

মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চলে অনেকটা তুন্দ্রা অঞ্চলের মতো জলবায়ু  দেখা যায় । এই অঞ্চলে যতই উঁচুতে ওঠা যায়, ততই শৈত্য বাড়তে থাকে । এখানকার সুউচ্চ পর্বতশৃঙ্গগুলো চির তুষারাবৃত থাকে ।

পার্বত্য জলবায়ুর বৈশিষ্ট্য :- অবস্থানের তারতম্যে এশিয়ার পার্বত্য অঞ্চলের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের জলবায়ু দেখা যায়; যেমন—

(১) পর্বতের পাদদেশে ওই পার্বত্য অঞ্চল সামগ্রিক ভাবে যে জলবায়ু অঞ্চলের অন্তর্গত সেই ধরনের জলবায়ু দেখা যায়, যেমন— ভারতে আর্দ্র মৌসুমি জলবায়ু, আফগানিস্তানের শুষ্ক এবং চরমপ্রকৃতির মহাদেশীয় জলবায়ু প্রভৃতি,

তুন্দ্রা জলবায়ু অঞ্চল

উত্তর রাশিয়ার তাইগা জলবায়ু অঞ্চলের উত্তরে অবস্থিত সুমেরু বৃত্ত অঞ্চলে এই ধরনের জলবায়ু দেখা যায় ।

তুন্দ্রা অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য—

(১) অত্যন্ত শীতল ও দীর্ঘস্থায়ী শীতকাল ।  বছরে ৯ থেকে ১০ মাস এখানকার তাপমাত্রা সবসময় হিমাঙ্কের নীচে থাকে,

(২) স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল ।  গ্রীষ্মকালের সর্বোচ্চ উষ্ণতা মাত্র ১০° সেলসিয়াস,

(৩) প্রধানত ঘূর্ণবাতের ফলে গ্রীষ্মকালে সামান্য বৃষ্টিপাত হয় ।  বছরে মাত্র ২৫ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে,

(৪) শীতকালে প্রবল তুষারপাত হল তুন্দ্রা অঞ্চলের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য ।

***

 

সাইবেরিয় জলবায়ু অঞ্চল বা তাইগা

এশিয়া মহাদেশের ৫৫° থেকে ৭০° উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত উত্তর রাশিয়া এবং উত্তর সাইবেরিয়া অঞ্চলে এই ধরনের জলবায়ু দেখা যায় ।

সাইবেরিয় জলবায়ু অঞ্চল বা তাইগা অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য—

(১) সাইবেরিয়া জলবায়ু অঞ্চলের শীতকাল অতি শীতল ও দীর্ঘস্থায়ী, প্রায় ৮ থেকে ৯ মাস অবধি ।  শীতকালে এখানকার তাপমাত্রা সব সময়েই হিমাঙ্কের নীচে থাকে ।

(২) শীতকালে এখানে প্রায়ই তুষারপাত ও মাঝে মধ্যে তুষার ঝড় হয়,

(৩) গ্রীষ্মকাল স্বল্পস্থায়ী, মাত্র ৩ থেকে ৪ মাস অবধি । এই স্বল্পস্থায়ী গ্রীষ্মকালেও এই অঞ্চলের তাপমাত্রা কখনই ১৫° সেলসিয়াসের বেশি হয় না ।

নাতিশীতোষ্ণ সামুদ্রিক জলবায়ু অঞ্চল

নাতিশীতোষ্ণ সামুদ্রিক বা মাঞ্চুরীয় জলবায়ু অঞ্চল:- উত্তর-পূর্ব চিনের মাঞ্চুরিয়া সমভূমি এবং উত্তর জাপানের হোক্কাইডো দ্বীপে এই ধরনের জলবায়ু দেখা যায় ।

নাতিশীতোষ্ণ সামুদ্রিক বা মাঞ্চুরীয় জলবায়ুর বৈশিষ্ট্য—

(১) স্বল্পস্থায়ী মৃদু গ্রীষ্মকাল,

(২) অতি শীতল শীতকাল

(৩) প্রধানত গ্রীষ্মকালে মাঝারি বৃষ্টিপাত, গড় ৭৫ সেমি হল এই জলবায়ু অঞ্চলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ।

***