WBJEE- Physics & Chemistry-2011 (Beng)

Submitted by administrator on Fri, 08/29/2014 - 22:27

WBJEE- Physics & Chemistry-2011 (Beng)

1.  নিম্নে বর্ণিত চিত্রের বর্তনীতে যে ধারক রয়েছে যার ধারকত্ব C তার আধান হবে নিম্ন রূপ :

(A) CE       (B) [tex]{{CE{R_1}} \over {{R_1} + r}}[/tex]       (C) [tex]{{CE{R_2}} \over {{R_2} + r}}[/tex]       (D) [tex] {{CE{R_1}} \over {{R_2} + r}}[/tex]

 

2.  চিত্রে প্রদর্শিত A ও B -এর মধ্যে রোধ কত হবে ?

(A) 3R       (B) R       (C) [tex]{R \over 3}[/tex]       (D) কোনটিই নয়

 

3.  পাঁচটি সমমানের রোধ যাদের মান R, নিম্নবর্ণিত চিত্রের ন্যায় সংযুক্ত আছে । A ও B -এর মধ্যে V volt -এর ব্যাটারি যোগ করা হল । FC -এর মধ্যে প্রবাহের রোধ হবে :

(A) [tex]{{3V} \over R}[/tex]        (B) [tex]{V \over R}[/tex]       (C) [tex]{V \over {2R}}[/tex]       (D) [tex]{{2V} \over R}[/tex]

 

4.  E তড়িৎচালক বল সম্পন্ন দুটি কোষ যাদের অভ্যন্তরীণ রোধ যথাক্রমে r1 ও r2 শ্রেণী সমবায়ে একটি বহিস্থ রোধক R -এর সহিত যুক্ত করা হল । প্রথম কোষের প্রান্তীয় বিভেদ শূন্য হলে,  R -এর মান হবে

(A) [tex]\sqrt {{r_1}{r_2}} [/tex]       (B) [tex]{r_1} + {r_2}[/tex]      (C) [tex]{r_1} - {r_2}[/tex]       (D) [tex]{{{r_1} + {r_2}} \over 2}[/tex]

 

5.  ABC ও A'B'C'  তার দুটির মধ্য দিয়ে I প্রবাহ যাচ্ছে । P বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত ?  BP = PB' = r (এখানে C'B' PBC সমরেখ )

(A) [tex]B = {1 \over {4\pi }}{{2I} \over r}[/tex]     (B) [tex]B = {{{\mu _ \circ }} \over {4\pi }}\left( {{{2I} \over r}} \right)[/tex]      (C) [tex]B = {{{\mu _ \circ }} \over {4\pi }}\left( {{I \over r}} \right)[/tex]      (D) শূন্য

 

6.  L বাহু বিশিষ্ট একটি বর্গাকৃতি তারের মধ্যে দিয়ে I প্রবাহমাত্রা চালিত হলে বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে ।

(A) [tex]{{{\mu _ \circ }I} \over {\pi L}}[/tex]      (B) [tex]{{2{\mu _ \circ }I} \over {\pi L}}[/tex]      (C) [tex]{{\sqrt 2 {\mu _ \circ }I} \over {\pi L}}[/tex]     (D) [tex]{{2\sqrt 2 {\mu _ \circ }I} \over {\pi L}}[/tex]

 

7.  কোনো অস্থিতিস্থাপক সংঘর্ষে একটি ইলেকট্রন একটি হাইড্রোজেন পরমাণুকে ভূমিস্তর থেকে M -স্তরে উন্নীত করে এবং ঠিক তখনই অন্য একটি ইলেকট্রন ওই M -স্তরে উত্তেজিত হাইড্রোজেন পরমাণুটির সাথে সংঘর্ষ করে তাকে আয়নিত করে । দ্বিতীয় ইলেকট্রনটি M -স্তরে উত্তেজিত পরমাণুকে নূন্যতম কত শক্তি সরবরাহ করে ?

(A) +3.4 eV        (B) +1.51 eV       (C) –3.4 eV       (D) –1.51 eV

 

8.   স্থির অবস্থায় থেকে A -এর সংখ্যা বিশিষ্ট, একটি তেজষ্ক্রিয় নিউক্লিয়াস v বেগে α -কণা নিঃসরণ করছে । দুহিতা নিউক্লিয়াসের প্রতিক্ষিপ্ত বেগ হবে ।

(A) [tex]{{2v} \over {A - 4}}[/tex]      (B) [tex]{{2v} \over {A + 4}}[/tex]      (C) [tex]{{4v} \over {A - 4}}[/tex]     (D) [tex]{{4v} \over {A + 4}}[/tex]

 

9.  নিম্নে বর্ণিত পরমাণু কেন্দ্রকীয় বিক্রিয়ায় [tex]{}_7^{14}N + X \to {}_6^{14}C + {}_1^1H [/tex] X হবে

(A) [tex]{}_{ - 1}^0e[/tex]      (B) [tex]{}_1^1H[/tex]      (C) [tex]{}_1^2H[/tex]      (D) [tex]{}_0^1n[/tex]

 

10.  নিম্নোক্ত সত্য সারণি (truth table) কোন 'গেট' -কে প্রকাশ করে ?

(A) NOT       (B) AND       (C) OR        (D) NAND

 

11.  দেওয়া আছে [tex]\vec A = 2\hat i + 3\hat j[/tex] এবং [tex]\vec B = \hat i + \hat j[/tex] । ভেক্টর [tex]{\vec B}[/tex] বরাবর ভেক্টর [tex]{\vec A}[/tex] -র উপাংশ হবে ।

(A) [tex]{1 \over {\sqrt 2 }}[/tex]      (B) [tex]{3 \over {\sqrt 2 }}[/tex]      (C) [tex]{5 \over {\sqrt 2 }}[/tex]      (D) [tex]{7 \over {\sqrt 2 }}[/tex]

 

12.  1 মিটার উচ্চতা সম্পন্ন একটি ঘনকাকার পাত্রে জল ভর্তি আছে । পাত্রটিকে পাম্পের সাহায্যে খালি করতে কত কাজ করতে হবে ? ( g = 10 ms–2)

(A) 1250 J        (B) 5000 J        (C) 1000 J        (D) 2500 J

 

13.  K আপেক্ষিক ঘনত্ব সম্পন্ন পাথর স্থির অবস্থা থেকে লেকের পৃষ্ঠের নিক্ষেপ করা হল । যদি সান্দ্রতার প্রভাব উপেক্ষা করা হয়, তাহলে পাথরটি লেকের জলে যে ত্বরণ নিয়ে ডুববে তা হল :

(A) g(1 – K)       (B) g(1 + K)      (C) [tex]g\left( {1 - {1 \over K}} \right)[/tex]      (D) [tex]g\left( {1 + {1 \over K}} \right)[/tex]

 

14.  যদি এক ব্যক্তি একটি পাথরকে উলম্বদিকে সর্বাধিক উচ্চতা h মিটার ছুড়ে দিতে পারে তবে অনুভূমিক দিকে ওই পাথরটিকে কত দূরত্বে ছোড়া যাবে ?

(A) [tex] {h \over 2}[/tex]        (B) h       (C) 2h         (D) 3h

 

15.  একটি 6 kg ভর সম্পন্ন বস্তুতে একটি বল প্রয়োগ করার ফলে বস্তুটির সরণ যদি [tex]x = {t^2 \over 4}[/tex] মিটার হয় যেখানে সময় t সেকেন্ডে প্রকাশ করা হয় তবে 2 সেকেন্ডে বল কর্তৃক কৃতকার্য হবে

(A) 12 J        (B) 9J        (C) 6 J        (D) 3 J

 

16.  স্থির ক্ষমতা সম্পন্ন একটি মেশিনের সাহায্যে একটি বাক্স সরলরেখায় চলছে । t সময়ে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব নীচের রাশির সমানুপাতিক হবে :

(A) [tex]{t^{{1 \over 2}}}[/tex]      (B) [tex]{t^{{3 \over 4}}}[/tex]      (C) [tex]{t^{{3 \over 2}}}[/tex]      (D) [tex] {t^2}[/tex]

 

17.  একটি কণা একটি বৃত্তপথে v সমদ্রুতিতে ঘুরছে । অর্ধেক ঘুর্ণনের পর গড় বেগ কত হবে ?

(A) 2 v      (B) [tex]2{v \over \pi }[/tex]       (C) [tex]{v \over 2 }[/tex]      (D) [tex]{v \over {2\pi }}[/tex]

 

18.  0.25 kg ভরের একটি ক্রিকেট বল 10 m/s দ্রুতিতে ধাবমান হয়ে ব্যাট দ্বারা আঘাত পেয়ে একই দ্রুতিতে 0.01 সেকেন্ডে ফিরে এল । ব্যাটের উপর ক্রিকেট বল কর্তৃক প্রযুক্ত বল

(A) 25 N        (B) 50 N        (C) 250 N        (D) 500 N

 

19.  ভরের পরিবর্তন না ঘটিয়ে যদি হঠাৎ পৃথিবী সংকুচিত হয়ে তার বর্তমান ব্যাসার্ধের [tex]{1 \over n }[/tex] গুণ হয়ে যায়, তাহলে নতুন দিনটির সময়কাল যা হবে তা প্রায় :

(A) 24/n hr.      (B) 24 n hr.      (C) 24/n2 hr.      (D) 24 n2 hr.

 

20.  যদি ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ g হয়, তবে m ভর সম্পন্ন বস্তুকে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধ R -এর সমান উচ্চতায় তুললে স্থিতি শক্তির বৃদ্ধি হবে ।

(A) [tex]{{mgR} \over 4}[/tex]      (B) [tex]{{mgR} \over 2}[/tex]      (C) [tex]{mgR} [/tex]      (D) [tex]2{mgR} [/tex]

 

21.  একটি বস্তুর পঁয়সন অনুপাত 0.50 যদি একটি সুষম রডের এবং অনুদৈর্ঘ্য বিকৃতি 2 × 10-3 হয়, তবে আয়তনের শতকরা পরিবর্তন হবে :

(A) 0.6        (B) 0.4       (C) 0.2       (D) শূন্য

 

22.  দুটি অভিন্ন স্প্রিংকে, চিত্রে যেমন দেখানো হয়েছে, একটি ভর m -এর সাথে যুক্ত করা হল । সংগঠন (a) -এর পর্যায়কাল 2 সেকেন্ড হলে সংগঠন (b) -এর পর্যায়কাল (k = স্প্রিং ধ্রুবক)

(A) [tex]\sqrt 2 S[/tex]      (B) [tex] 1 S[/tex]       (C) [tex]{1 \over {\sqrt 2 }}S[/tex]      (D) [tex]2 \sqrt 2 S[/tex]

 

23.  কোনো বস্তুর d1 -ঘনত্বের তরলে আপাত-ওজন হয় m1 এবং d2 -ঘনত্বের তরলে আপাত-ওজন হয় m2 । ওই বস্তুটির ঘনত্ব d হবে :

(A) [tex]d = {{{m_2}{d_2} - {m_1}{d_1}} \over {{m_2} - {m_1}}}[/tex]     (B) [tex]d = {{{m_1}{d_1} - {m_2}{d_2}} \over {{m_2} - {m_1}}}[/tex]     (C) [tex]d = {{{m_2}{d_1} - {m_1}{d_2}} \over {{m_1} - {m_2}}}[/tex]     (D) [tex]d = {{{m_1}{d_2} - {m_2}{d_1}} \over {{m_1} - {m_2}}}[/tex]

 

24.  একটি বস্তু যখন জলে ভাসে, তাহার আয়তনের 40 শতাংশ জলের বাইরে থাকে । ওই বস্তুটি যখন একটি তেলে ভাসে তাহার আয়তনের 60 শতাংশ তেলের বাইরে থাকে । এ ক্ষেত্রে তেলটির আপেক্ষিক ঘনত্ব হবে :

(A) 0.9         (B) 1.0        (C) 1.2        (D) 1.5

 

25.  x এবং y ব্যাসার্ধ সম্পন্ন দুটি সাবানের বুদবুদ একত্রিত হয়ে z ব্যাসার্ধে একটি বুদবুদ গঠন করে, তাহলে z -এর মান হবে :

(A) [tex]\sqrt {{x^2} + {y^2}} [/tex]      (B) [tex]\sqrt {x + y} [/tex]      (C) [tex]x + y[/tex]     (D) [tex]{{x + y} \over 2}[/tex]

 

26.  একটি এক মাত্রিক বিভব ক্ষেত্রে m ভর সম্পন্ন কোনো কণার স্থিতি শক্তি : V (x) = A(1 – cos px), যেখানে A এবং p ধ্রুবক । কণাটির হ্রস্ব কম্পনের দরুন পর্যায়কাল হবে :

(A) [tex]2\pi \sqrt {{m \over {(Ap)}}} [/tex]       (B) [tex]2\pi \sqrt {{m \over {(A{p^2})}}} [/tex]       (C) [tex]2\pi \sqrt {{m \over A}} [/tex]      (D) [tex]{1 \over {2\pi }}\sqrt {{{Ap} \over m}} [/tex]

 

27.  অনুভুমিকের সহিত α কোণে অবস্থিত একটি ঘর্ষণহীন রাস্তায় গাড়ি নীচে নামছে । ওই গাড়ির ছাদ থেকে যদি l দৈর্ঘ্যের একটি সরল দোলক ঝোলানো থাকে তবে দোলকটির পর্যায়কাল হবে :

(A) [tex]2\pi \sqrt {{1 \over {g\cos \alpha }}} [/tex]      (B) [tex]2\pi \sqrt {{1 \over {g\sin \alpha }}} [/tex]      (C) [tex]2\pi \sqrt {{1 \over g}} [/tex]      (D) [tex]2\pi \sqrt {{1 \over {g\tan \alpha }}} [/tex]

 

28.  ইয়ংদ্বিছিদ্র ব্যতিচার পরীক্ষায় দুটি ছিদ্রের মধ্যে দূরত্ব d । D দূরত্বে অবস্থিত পর্দায় ব্যতিচার নকশা দেখা যায় । কোনো একটি ছিদ্রের ঠিক বিপরীতে পর্দায় একটি অন্ধকার ঝালর দেখা গেলে ওই আলোকের তরঙ্গ দৈর্ঘ্য হয়

(A) [tex]{{D^2} \over {2d}}[/tex]       (B) [tex]{{d^2} \over {2D}}[/tex]       (C) [tex]{{D^2} \over {d}}[/tex]      (D) [tex] {{d^2} \over {D}}[/tex]

 

29.  একটি সমতল চলতরঙ্গ : y = 2 cos 6.284 (330 t – x) । তরঙ্গটির পর্যায়কাল হবে :

(A) [tex]{1 \over {330}}[/tex] সে.      (B) [tex]2\pi\times 330[/tex] সে.      (C) [tex]{(2\pi\times 330)^{ - 1}}[/tex] সে.      (D) [tex]{{6.284} \over {330}}[/tex] সে.

 

30.  সরল দোল গতিতে থাকা একটি কণার সরণ সময়ের সহিত নিম্নলিখিত ভাবে সম্পর্কযুক্ত [tex]x = 4(\cos \pi t + \sin \pi t)[/tex], কণাটির বিস্তার হবে :

(A) – 4         (B) 4        (C) 4√2         (D) 8

 

31.  A ও B দুটি তাপমাত্রার স্কেল যাদের সম্পর্ক [tex]{{A - 42} \over {110}} = {{B - 72} \over {220}}[/tex] । কোন তাপমাত্রায় দুটি স্কেলে সমান পাঠ হবে ?

(A) -42°       (B) -72°       (C) +12°      (D) -40°

 

32.  একটি আদর্শ গ্যাসকে প্রথমে সমোষ্ণ পদ্ধতিতে সংকুচিত করা হল যতক্ষণ না এর চাপ দ্বিগুণ হয় । তারপর গ্যাসকে রুদ্ধতাপ পদ্ধতিতে প্রসারিত হতে দেওয়া হল যতক্ষণ না গ্যাস তার প্রাথমিক আয়তন ফিরে পায় ([tex]\gamma = 1.4[/tex] এবং [tex]{2^{ - 14}} = 0.38[/tex]) । অন্তিম চাপ ও প্রাথমিক চাপের অনুপাত :

(A) 0.76 : 1      (B) 1 : 1       (C) 0.66 : 1       (D) 0.86 : 1

 

33.  একটি আবদ্ধ পাত্রের বাতাস জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত । বাতাসের চাপ p এবং সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ [tex]\bar p[/tex] । তাপমাত্রা অপরিবর্তিত রেখে যদি এই মিশ্রণকে সংকুচিত করে পূর্বোক্ত আয়তনের অর্ধেক করা হয় তবে এর চাপ হবে

(A) [tex]2(p + \bar p)[/tex]      (B) [tex]2p + \bar p[/tex]      (C) [tex](p + \bar p)/2[/tex]      (D) [tex]p + 2\bar p [/tex]

 

34.  2 m2 চওড়া 12 cm পুরু একটি দেয়ালের ভিতর দিয়ে এক ঘন্টায় 1.56 × 105 J তাপ পরিবাহিত হয় । দেয়ালের দুইদিকের পৃষ্ঠের তাপমাত্রায় পার্থক্য 20°C হলে দেয়ালের পদার্থের তাপ পরিবাহিতা হয় (W m-1 K-1 এককে)

(A) 0.11       (B) 0.13        (C) 0.15       (D) 1.2

 

35.  এক ডুবুরি 12 m জলের তলায় [tex]\left({\mu = {4 \over 3}} \right)[/tex] যে অর্ধ উলম্ব কোণে আকাশকে শঙ্কুর মতো দেখবে তার মান :

(A) [tex]{\sin ^{ - 1}}\left( {{4 \over 3}} \right)[/tex]      (B) [tex]{\tan ^{ - 1}}\left( {{4 \over 3}} \right)[/tex]      (C) [tex]{\sin ^{ - 1}}\left( {{3 \over 4}} \right)[/tex]     (D) 90°

 

36.  20 cm ও 25 cm ফোকাস দৈর্ঘ্যের দুটি পাতলা লেন্স ফাঁক না রেখে যুক্ত করা হল । যুগ্ম লেন্সের কার্যকর ক্ষমতা :

(A) 9D        (B) 2D        (C) 3D        (D) 7D

 

37.  একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 30 cm যা কোনো বস্তুর 5 গুণ বর্ধিত সদবিম্ব তৈরি করে । বস্তু দূরত্ব কত ?

(A) 36 cm          (B) 25 cm        (C) 30 cm         (D) 150 cm

 

38.  একটি টেলিস্কোপের অভিনেত্রের ফোকাস দূরত্ব দ্বিগুণ করলে টেলিস্কোপের বিবর্ধক ক্ষমতা (m) হবে ।

(A) 2 m       (B) 3 m       (C) [tex]{m \over 2}[/tex]         (D) 4 m

 

39.  1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কাঁচ দিয়ে একটি সমতল-অবতল লেন্স গঠন করা হয় যার বক্রপৃষ্ঠের বক্রতা বা ব্যাসার্ধ 100 cm । লেন্সটির ক্ষমতা কত ?

(A) + 0.5 D       (B) – 0.5 D        (C) – 2 D        (D) + 2 D

 

40.  একটি বর্গক্ষেত্রের চারটি কোণে সমান চারটি আধান-Q আছে এবং কেন্দ্রে আধান q আছে । যদি সিস্টেমটি সাম্য অবস্থায় থাকে তবে q এর মান হবে

(A) [tex]{{ - Q} \over 4}(1 + 2\sqrt 2 )[/tex]       (B) [tex]{Q \over 4}(1 + 2\sqrt 2 )[/tex]       (C) [tex]{{ - Q} \over 2}(1 + 2\sqrt 2 )[/tex]       (D) [tex]{Q \over 2}(1 + 2\sqrt 2 )[/tex]

 

41.  দুটি অ্যারোম্যাটিক যৌগ যাদের সংকেত C7H8O এবং যাদের FeCl3 দ্রবণের সাথে বিক্রিয়া দ্বারা সহজেই শনাক্ত করা যায় (বেগুনি বর্ণ) তারা হল

(A) [tex] \underline o[/tex]-ক্রেসল এবং p বেঞ্জাইল অ্যালকোহল

(B) [tex]\underline m[/tex]-ক্রেসল এবং p-ক্রেসল

(C) [tex]\underline o[/tex] -ক্রেসল এবং p-ক্রেসল

(D) মিথাইল ফিনাইল ইথার এবং বেঞ্জাইল অ্যালকোহল

 

42.  অ্যালকাইল হ্যালাডাইডের সাথে অ্যালকোহলিক KOH -এর ডিহাইড্রোহ্যালো জিনেশন বিক্রিয়াটি সহজে হওয়ার ক্রম হল

(A) 3°< 2°<1°        (B) 3°> 2°> 1°        (C) 3°< 2°>1°       (D) 3°> 2°<1°

 

43.  নিম্নলিখিত তিনটি হাইড্রোকার্বনের নাইট্রেসান কত সহজে হয় তার সঠিক ক্রমটি হল

(A) II = III ≈ I         (B) II > III > I         (C) III > II > I         (D) I = III > II

 

44.  নাইট্রোফেনলে অম্লত্বের সঠিক নিম্ন ক্রমটি হল :

(A) m-নাইট্রোফেনল > p-নাইট্রোফেনল > o-নাইট্রোফেনল

(B) o-নাইট্রোফেনল > m-নাইট্রোফেনল > p-নাইট্রোফেনল

(C) p-নাইট্রোফেনল > m-নাইট্রোফেনল > o-নাইট্রোফেনল

(D) p-নাইট্রোফেনল > o-নাইট্রোফেনল > m-নাইট্রোফেনল

 

45.  অ্যালকিনগুলির মধ্যে কোনটি অ্যাসিড হাইড্রেশনে টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল উত্পন্ন করে ?

(A) CH3 – CH2 – CH = CH2

(B) CH3 – CH = CH – CH3

(C) (CH3)2C = CH2

(D) CH3 – CH = CH2

 

46.  নীচের যৌগগুলির মধ্যে কোনটি সর্বাধিক উদবায়ী ?

Ans: (C)

 

47.  নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আলোকচিত্র সমাবয়তা (isomerism) দেখাবে ?

Ans: (B)

 

48.  C(M) গাঢ়ত্বের একটি CH3COONa -এর জলীয় দ্রবণের pH হবে

(A) [tex]7 - {1 \over 2}p{K_a} - {1 \over 2}\log C[/tex]

(B) [tex]{1 \over 2}p{K_a} + {1 \over 2}p{K_b} + {1 \over 2}\log C[/tex]

(C) [tex]{1 \over 2}p{K_w} - {1 \over 2}p{K_b} - {1 \over 2}\log C[/tex]

(D) [tex]{1 \over 2}p{K_w} + {1 \over 2}p{K_a} + {1 \over 2}\log C[/tex]

 

49.  যদি নিম্নলিখিত অর্ধ-বিক্রিয়ার জন্য প্রমাণ বিজারণ বিভব E°

Zn = Zn+2 + Ze         E°= +0.76 V

Fe = Fe+2 + Ze          E°= + 0.41 V

হয় তাহলে বিক্রিয়া Fe+2 + Zn = Zn-2 + Fe -এর EMF হবে

(A) -0.35 V       (B) +0.35        (C) +1.17 V       (D) – 1.17 V

 

50.  নিম্নলিখিত বিক্রিয়াগুলির সাম্যাবস্থায় সাম্যধ্রুবক [tex]S{O_2} + \frac{1}{2}{O_2} \rightleftharpoons S{O_3}[/tex] এবং [tex]2S{O_3} \rightleftharpoons 2S{O_2} + {O_2}[/tex] যথাক্রমে K1 এবং K2 হইলে নীচের কোন সম্পর্কটি সঠিক

(A) [tex]{K_2} = {\left( {{1 \over {{K_1}}}} \right)^2}[/tex]      (B) [tex]{K_1} = {\left( {{1 \over {{K_2}}}} \right)^3} [/tex]       (C) [tex]{K_2} = \left( {{1 \over {{K_1}}}} \right)[/tex]      (D) [tex]{K_2} = {({K_1})^2}[/tex]

 

51.  হাইড্রোজেনের প্রথম বোর কক্ষের ইলেকট্রনের শক্তি 13.6 eV । Li2+ -এর উচ্চ শক্তি স্তরে ইলেকট্রনের সম্ভাব্য শক্তি :

(A) – 122.4 eV        (B) 30.6 eV        (C) – 30.6 eV        (D) 13.6 eV

 

52.  20 মিলি 0.5 M NaOH দ্রবণের সাথে 100 মিলি 0.1 M HCl দ্রবণে মেলানো হলে xkJ পরিমাণ তাপশক্তি মুক্ত হয় । বিক্রিয়াটির প্রশমন তাপের মান হল

(A) – 100 x kJ/mol        (B) – 50 x kJ/mol        (C) + 100 x kJ/mol        (D) +50 x kJ/mol

 

53.  কোনটির আয়নীয় বিভব সর্বনিম্ন ?

(A) 1s22s22p6          (B) 1s22s22p63s1        (C) 1s22s22p5        (D) 1s22s22p3

 

54.  স্বাভাবিকভাবে কোনটির দ্বারা ওজোন স্তর গঠিত হয় ?

(A) CFC -এর সঙ্গে অক্সিজেনের ক্রিয়ায়

(B) UV রশ্মির সঙ্গে অক্সিজেনের ক্রিয়ায়

(C) IR রশ্মির সঙ্গে অক্সিজেনের ক্রিয়ায়

(D) অক্সিজেন এবং জলীয় বাষ্পের ক্রিয়ায়

 

55.  কোনো একটি ধাতব কার্বোনেটের 2 gm -কে সম্পূর্ণরূপে প্রশমিত করতে 100 মিলি 0.1 (N) HCl প্রয়োজন হয় । ধাতব কার্বোনেটটির তুল্যাঙ্ক ভার কত ?

(A) 50        (B) 100        (C) 150        (D) 200

 

56.  স্বাভাবিক তাপ এবং চাপে নীচের কোনটি সঠিক নহে ?

(A) P4O10 একটি সাদা কঠিন পদার্থ     (B) SO2 একটি বর্ণহীন গ্যাস      (C) SO3 একটি বর্ণহীন গ্যাস     (D) NO2 একটি বাদামী গ্যাস

 

57.  একটি জলীয় দ্রবণে যেখানে অ্যালানিন (isoelectric point 6.0), glutamic অ্যাসিড (3.2) এবং arginine (10.7) মিশ্রিত আছে যার pH 6 (buffered) । বিদ্যুৎ প্রবাহ করিলে অ্যাসিড তিনটির পরিণতি কী হবে ?

(A) গ্লুটামিক অ্যাসিড অ্যানোডে যাবে pH 6 -এ । আর্জিনিন ক্যাটায়ন হিসাবে থাকবে এবং ক্যাথোডে যাবে । অ্যালানিন দ্বিমেরু হিসাবে থাকবে এবং দ্রবণে সমানভাবে ছড়িয়ে থাকবে ।

(B) গ্লুটামিক অ্যাসিড ক্যাথোডে যাবে এবং বাকি দুটো সমানভাবে দ্রবণে ছড়িয়ে থাকবে ।

(C) তিনটেই সমানভাবে দ্রবণে ছড়িয়ে থাকবে ।

(D) তিনটেই ক্যাথোডে যাবে ।

 

58.  He পরমাণুর সর্বনিম্ন শক্তিস্তরের ইলেকট্রন বিন্যাসকে এইভাবে চিত্রিত করলে ভুল হয় কারণ এটি

(A) হাইসেনবার্গ -এর অনিশ্চয়তা নীতি মানে না ।

(B) বোরের কৌণিক ভরবেগের কোয়ান্টাইজেশন তত্ত্ব মানে না ।

(C) পাউলির অপবর্জন নীতি মানে না ।

(D) হুন্ডের নীতি মানে না ।

 

59.  n = 2 থেকে n = 1 ইলেকট্রনের সংক্রমণের জন্য সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্য নিম্নের কোনটিতে হবে ? ( n = মুখ্য কোয়ান্টাম স্তর )

(A) Li+2        (B) He+       (C) H       (D) H+

 

60.  নিম্নের ইলেকট্রন-ডট গঠনে কার্যকরী (formal) আধান গণনা করো বাম হইতে ডানদিকের নাইট্রোজেন পরমাণুর জন্য ; [tex]N \limits_{..}^{..}=N = N \limits_{..}^{..}[/tex]

(A) – 1, –1, + 1      (B) – 1, +1, – 1        (C) + 1, –1, – 1        (D) + 1, – 1, + 1

 

61.  Na2S2O3 এবং I2 -এর আণবিক ওজন M1 এবং M2 হলে, নিম্নলিখিত বিক্রিয়াতে Na2S2O3 এবং I2 -এর তুল্যাঙ্ক ভার কত হবে ?

[tex]2{S_2}O_3^{2 - } + {I_2} \to {S_4}O_6^{2 - } + 2{I^ - }[/tex]

(A) M1, M2       (B) M1, M2/2        (C) 2M1, M2        (D) M1, 2M2

 

62.  একটি তেজষ্ক্রিয় পরমাণু [tex]{}_Y^XM[/tex] যথাক্রমে দুইটি α ও একটি ß কণা বিকিরণ করে । উত্পন্ন পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা হবে :

(A) X – 4 – Y        (B) X – Y – 5        (C) X – Y – 3        (D) X – Y – 6

 

63.  কোনো একটি মৌল পর্যায় সারণির 15 নং শ্রেণি এবং তৃতীয় পর্যায় আছে । ইহার ইলেকট্রন বিন্যাস হবে :

(A) 1s22s22p3        (B) 1s22s22p4        (C) 1s22s22p63s23p3        (D) 1s22s22p63s23p2

 

64.   নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উপচুম্বকীয় ?

(A) N2        (B) NO        (C) CO        (D) O3

 

65.  প্ল্যাটিনাম, প্যালাডিয়াম এবং ইরিডিয়াম মৌল তিনটিকে বরধাতু (noble metals) বলে । কারণ

(A) আলফ্রেদ নোবেল ইহাদের আবিষ্কার করেন ।

(B) ইহাদের ঔজ্জ্বল্য দৃশ্যমান এবং দেখিতে সুন্দর ।

(C) ইহাদের নেটিভ অবস্থায় পাওয়া যায় ।

(D) অধিকাংশ রাসায়নিক বিক্রিয়কের সঙ্গে ইহারা বিক্রিয়াহীন ।

 

66.  এদের মধ্যে কোনটি নিউক্লিক অ্যাসিডে থাকে না ?

(A) ইউরাসিল         (B) গুয়ানিডিন         (C) ফসফোরিক অ্যাসিড         (D) রাইবোজ সুগার

 

67.  কোনো একটি অণুর কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ণ sp3d2 হলে যা তৈরি হবে তা :

(A) সমতলীয় বর্গাকৃতি        (B) চতুস্তলকীয় আকৃতি       (C) ত্রিকোণিক-দ্বি-পিরামিডাকৃতি      (D) অষ্টস্তলকীয় আকৃতি

 

68.  গ্লুকোজ জলীয় দ্রবণে থাকে

(A) একমাত্র মুক্ত শৃঙ্খল অবস্থায়

(B) একমাত্র পাইরানোজ আকৃতিতে

(C) একমাত্র ফিউরানোজ আকৃতিতে

(D) তিনটি আকৃতিতেই সাম্যাবস্থায় থাকে

 

69.  ঘন HCl থেকে সাধারণ তাপমাত্রায় Cl2 গ্যাস প্রস্তুত করার জন্য নিম্নলিখিত কোন পদার্থটি ব্যবহার করা হয় ?

(A) MnO2        (B) H2S        (C) KMnO4        (D) Cr2O3

 

70.  নীচের কোন যৌগিক পদার্থটিকে উত্তপ্ত করিলে NO2 বাহির হয় না ?

(A) AgNO3        (B) KNO3        (C) Cu(NO3)2        (D) Pb (NO3)2

 

71.  30 আয়তন H2O2 -এর নর্ম্যাল মাত্রা হইল :

(A) 2.678 N         (B) 5.336 N        (C) 8.034 N        (D) 6.685 N

 

72.  ফরম্যালডিহাইড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়ায় উত্পন্ন করে :

(A) হেক্সামিথিলিন টেট্রামিন        (B) ব্যাকেলাইট        (C) ইউরিয়া       (D) ট্রাই-ইথিলিন টেট্রামিন

 

73.  কোনও রাসায়নিক বিক্রিয়ায় In k -এর [tex] {1 \over T}[/tex] (x -অক্ষ বরাবর) এর মানের বিরুদ্ধে প্রতিস্থাপন করিলে একটি সরলরেখা পাওয়া যায়, যাহার y -অক্ষ বরাবর ছেদক হইবে

(A) [tex]{\triangle {S^ \circ } \over {2.303R}}[/tex]      (B) [tex]{\triangle {S^ \circ } \over R}[/tex]       (C) [tex]- {\triangle {S^ \circ } \over R}[/tex]      (D) [tex]R \times \triangle {S^ \circ }[/tex]

 

74.  নিম্নলিখিতগুলির কোনটি কার্নালাইট খনিজের উপাদান সংযুক্তি ?

(A) K2O. Al2O3. 6SiO2      (B) KNO3      (C) K2SO4. MgSO4. MgCl2.6H2O      (D) KCl. MgCl2.6H2O

 

75.  Ca3(PO4)2 -এর জলে দ্রাব্যতা y moles/litre । ইহার দ্রাব্যতা গুণফল :

(A) 6y4        (B) 36y4         (C) 64y5       (D) 108y5

 

76.  প্যারাসিটামল হল :

(A) মিথাইল স্যালিসাইলেট     (B) ফিনাইল স্যালিসাইলেট     (C) N-অ্যাসিটাইল p-অ্যামিনো ফেনল     (D) অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড

 

77.  অনার্দ্র ফেরিক ক্লোরাইড তৈরি করা হয় :

(A) Fe(OH)3 -কে গাঢ় HCl -এ দ্রবীভূত করে ।

(B) Fe(OH)3 -কে লঘু HCl -এ দ্রবীভূত করে ।

(C) উত্তপ্ত ছাঁট লোহার উপর শুষ্ক HCl পাঠিয়ে ।

(D) উত্তপ্ত ছাঁট লোহার উপর শুষ্ক ক্লোরিন গ্যাস পাঠিয়ে ।

 

78.  নীচের কোনটি s-বিউটাইল ফিনাইল ভিনাইল মিথেন ?

Ans: (C)

 

79.  H3C – CH = C = CH – CH3 যৌগে C2 এবং C3 -এর সঠিক হাইব্রিডাইজেশন হল ।

(A) Sp, Sp3         (B) Sp2, Sp        (C) Sp2, Sp2         (D) Sp, Sp

 

80.  নিম্নলিখিত কোন যৌগটি অ্যাসিটোনের আয়োডোফর্ম বিক্রিয়ায় তৈরি হয় না ?

(A) CH3COCH2I        (B) ICH2COCH2I        (C) CH3COCHI2        (D) CH3COCI3

***

 

Comments

Related Items

WBJEE- Physics & Chemistry-2011 (Eng)

WBJEE- Physics & Chemistry-2011 (Eng)

1. The charge on the capacitor of capacitance C shown in the figure below will be

W.B. Joint Entrance- 2011 Physics Paper (English Version)

WEST BENGAL JOINT ENTRANCE EXAMINATION,2011

Physics

( English Version )

 

Multiple Choice Question