W.B Joint Entrance2007 Biology Paper(Bengali Version)

Submitted by pradipta pramanik on Tue, 12/28/2010 - 23:59

W.B. JOINT ENTRANCE EXAM -2007

BIOLOGICAL SCIENCE

(Bengali Version)

1. সরবোচ্চ সম্ভাব্য জনসংখ্যা বৃদ্ধি অর্জনের বিরুদ্ধে যা কাজ করে তা হল-   
    (a) জনসংখ্যা চাপ  (b) সম্পৃক্ততা  (c) বহন ক্ষমতা  (d) পরিবেশগত বাধা

2.  ফ্লাভিসিন (flavicin) অ্যান্টিবায়টিকটি পাওয়া যায়-
   (a) অ্যাসপারজিলাস ফ্ল্যাভাস থেকে              
   (b) অ্যাসপারজিলাস ডাভাটাম থেকে
   (c) স্ট্রেপটোমাইসিস গ্রেসিয়াস থেকে
   (d) স্ট্রেপটোমাইসিস ফ্রেডিয়ে থেকে

3. লেড জিরকোনেট কেলাস নীচের কোনটির মুখ্য উপাদান ?
    (a) সোনোগ্রাফী  (b) ইলেকট্রোকার্ডীয়োগ্রাফী  (c)  ইলেকট্রোএনসেফালোগ্রাফী  (d) ম্যাগনেটোএনসেফালোগ্রাফী

4. নীচের কোনটির মধ্যে Antifeedant ধর্ম দেখা যায় ?
    (a) নিকোটিন  (b) অ্যাজাডির্যাকটিন  (c) রোটেনোন   (d) সিনারিন

5. উদ্ভিদের রোগ নিয়ন্ত্রণের সরবাধুনিক পদ্ধতিটি হল-
    (a) রাসায়নিক নিয়ন্ত্রণ              
    (b) জৈবিক নিয়ন্ত্রণ
    (c) ভালো জৈব সার ও রাসায়নিক সার
    (d) রোগ প্রতিরোধের জন্য সংকরায়ণ

6. নীচের কোনটির থেকে মিল্ক নিঃসরণ হয় ?
    (a) সেফালিক  (b) গ্যাসট্রিক গ্রন্থি  (c) বাক্কাল গ্রন্থি  (d) লালাগ্রন্থি

7. নীচের কোনটির প্রান্তকে এন্ডোমেট্রিয়াম বলা হয় ?
    (a) ব্লাডার   (b) জোনি  (c) জরায়ু  (d) ডিম্বনালি

8. কোন প্রাণীটি সাম্প্রতিককালে ভারত থেকে লুপ্ত হয়েছে ?
    (a) অ্যাসিনোনিক্স  (b) অ্যান্টিলোপ কার্ভিক্যাপ্রা  (c) রাইনোসেরাস ইউনিকরনিস  (d) প্যান্থেরা লিও

9. মানবদেহে নিষিক্ত ডিম্বাণুর দ্বিখন্ডিত হওয়ার জন্য নীচের কোনটি সত্য ?
    (a) এটি একটি মেরোব্লাসটিক ।
    (b) এটি শুষ্ক হয় যখন এটি ফ্যালোপাইন নালিতে থাকে ।
    (c) এতি সাধারণ মাইটোসিসের সমতুল্য ।
    (d) ডিম্বাণুটি জরায়ুতে থাকাকালীন এটি শুরু হয় ।

10. গাছের যৌবনান্তকাল হল-
    (a) ফল পাকার একটি ঘটনা ।
    (b) গাছের একটি অবস্থা যখন উহার সব ফল প্রায় পেকে যায় ।   
    (c) যখন গাছের প্রায় সব পাতা হলুদ হয়ে যায় ।
    (d) উপরের কোনোটিই নয় ।

11. ইথিলিন একটি-
    (a) গ্যাসিয় হর্মোন   (b) গ্যাসীয় উৎসেচক  (c) তরল ও গ্যাসের মিশ্রন  (d) কঠিন হর্মোন

12. পরাগনালি যখন মাইক্রোপাইলে প্রবেশ করে তখন একে বলে-
    (a) ক্যালাজোগ্যামী  (b) মেসোগ্যামী  (c) পোরোগ্যামী   (d) কোনোটিই নয়

13. স্ব-পরাগযোগের জন্য ফুলটিকে অবশ্যই হতে হবে-
    (a) একলিঙ্গ   (b) উভয়লিঙ্গ  (c) স্বলিঙ্গ  (d) অযৌন

14. নীচের কোনটি গোমাভ্যাল হর্মোন নয় ?
    (a) প্রোজেস্টেরন  (b) টেস্টোস্টেরন  (c) অ্যাড্রিনালিন  (d) ইস্ট্রোজেন

15. স্তন্যপায়ী প্রাণীদের অন্তঃকর্ণের কলেরা যুক্ত থাকে নীচের কোনটির সাথে ?
    (a) শ্রবণ  (b) দেহের ভারসাম্য রক্ষা  (c) a এবং b উভয়ই  (d) পরিবেশের চাপের পরিবর্তনে অনুধাবন

16. ফটোগ্রাফিক ক্যামেরার পর্দার মতো চোখের কোন অংশ কাজ করে ?
    (a) পিউপিল  (b) আইরিস  (c) লেন্স  (d) কর্নিয়া                 

17. ডেনড্রাইড অনুভূতি বহ্ন করে-
    (a) কোশদেহের দিকে  (b) কোশদেহ থেকে  (c) দেহের আড়াআড়ি ভাবে  (d) একটি নিউরোন থেকে অন্য নিউরোনেন

18. সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কোথায় বর্তমান ?
    (a) পায়ামেটারের নীচে      
    (b) পায়ামেটার ও অ্যারাচিনয়েডের মধ্যে
    (c) অ্যারাচিনয়েড এবং তুরামেটারের মধ্যে
    (d) ডুরামেটার ও ক্রোনিয়ামের মধ্যে

19. ক্রোনিয়াম কতগুলি হাড় নিয়ে গঠিত ?
    (a) 8   (b) 12   (c) 10   (d) 16

20. সারফ্যাকট্যান্টের কাজ হল-
    (a) ফুসফুসের প্রসারণকে ত্বরান্বিত করা
    (b) অ্যালভিওলাই-এর সুস্থির আকার রক্ষা করা
    (c) অ্যালভিওলাই-এর পৃষ্ঠটান কমানো
    (d) উপরের সবগুলি

21. পাতার দুটি প্রধান কাজ হল-
    (a)  সালকসংশ্লেষ এবং শ্বসন (b) সালকসংশ্লেষ এবং বাষ্পমোচন  (c)  বাষ্পমোচন ও শ্বসন  (d) শ্বসন ও পুষ্টি

22. সরবাধুনিক ইনফ্লোরোসেন্স হল-
    (a) করিস্ব  (b) ক্যাটকিন  (c) স্প্যাডিক্স   (d) ক্যাপটিটিউলাম

23. নীচের কোন পরিবারে Carthamly tinctorily অন্তর্গত ?
    (a) অ্যাসটারসিয়া  (b) সোলানসিয়া  (c) ম্যাল্ভাসিয়া  (d) ফ্যাবাসিয়া

24. কোন্‌ জীবাণুর ক্রেবস্‌ চক্রটি মাইটকনড্রিয়াতে ঘটে না?
    (a) ইস্ট  (b) ই. কলি  (c) উলোথ্রিক্স  (d) ছত্রাক

25. উদ্ভিদ কোন্‌ পরিস্থিতিতে শুকিয়ে যায়
(a) যখন জাইলেম স্থুল হয়ে যায়  (b) যখন ক্যাম্বিয়াম স্থুল হয়ে যায়
(c) যখন ফ্লোয়েম স্থুল হয়ে যায়   (d) কিছু মূল সংখ্যায় কমে যায়

26. কোন্‌টির পত্ররন্ধ্র রাত্রে খোলে এবং দিনে বন্ধ হয়ে যায়?
(a) জেরোফাইট  (b) গ্যামেটোফাইট  (c) মেসোফাইট  (d) হাইড্রোফাইট

27. শ্বেতকণিকা (WBCs) কে প্রকৃত কোশ বলা হয় কারণ-
(a) এতে নিউক্লিয়াস থাকে  (b) এতে হিমোগ্লোবিন থাকে না  (c) এদের চলন ক্ষমতা বেসি  (d) এদের মধ্যে ফ্যাগোসাইট ক্রিয়া থাকে

28.  নীচের কোন সাইটোপ্লাজমীয় কোশ অঙ্গাণুতে হিষ্টামিন থাকে ?
    (a) ব্যাসোফিল  (b) অ্যাসিডোফিল  (c) ইউসিনোফিল  (d) নিউট্রোফিল

29. স্তন্যপায়ীর একটি পেশিতন্তুর বিকৃতি সময় হল-
    (a) 0.8001 সেকেন্ড  (b) 0.002 সেকেন্ড  (c) 0.004 সেকেন্ড  (d) 0.005 sec

30. পেশি সংকোচনের সময়-
    (a) 'A' পটির আকার একই থাকে  (b) ‘H’ স্তরটি ছোটো হয়ে যায়
    (c)  ‘T’ পটির আকার কোমে যায়  (d) তন্তুর ব্যাস বেড়ে যায়

31. সালোকসংশ্লেষের সময়-
    (a)  CO2 ও জল উভয়েই জারিত হয়
    (b)  CO2 ও জল উভয়েই বিজারিত হয়
    (c)  জল জারিত হয় এবং CO2 জারিত হয়
    (d)  CO2 বিজারিত হয় এবং জল জারিত হয়

32.  Fj কণাটিতে সাইট্রোক্রোমগুলির ঘটনাগুলির ক্রম হল-
    (a)  cyt-b, cyt-c, cyt:a - cyt a3       
    (b)  cyt-c, cyt-b, cyt-a - cyt a3
    (c)  cyt-a, cyt-b, cyt-c - cyt a3       
    (d)  cyt-a3, cyt-a, cyt-c - cyt b

33.  বাতাসের আলোড়নে পস্তু গাছের ফল বিচ্ছুরিত হয় নীচের কোন কৌশলে ?
    (a) এক্সপ্লোসিভ  (b) প্যারাচুট  (c) সেনসার  (d) জ্যাকুলার

34. সঞ্চায়ক পাতা (storage leave) দেখা যায়-
    (a) অ্যালিয়ামে  (b) জিজাইফাসে   (c) ট্রিটিকামে  (d) ট্রাপাতে

35. নলাকার দেহে দেখা যায়-
    (a) কোলেন্টেরেট এর দেহে  (b) প্লাটিহেলমিনথ এর দেহে   (c) অ্যাসচেলহেলথিনথ-এর দেহে  (d) পরিফেরার দেহে

36. নীচের কোনটির অভিযোজনের ফলে প্রথমে Coelom দেখা যায় ?
    (a) অ্যাসচেলমিনথস  (b) কর্ডাটা  (c) একাইনোডার্মাটা (d) অ্যানিলিডা

37. নীচের কোনটি মেরুদণ্ডীর দেহে দেখা যায় ?
    (a) দ্বিপ্রতিসমতা  (b) গিল মুক্ত হওয়া  (c) আঁশ  (d) সিন্ডোব্লাস্টম

38. নীচের কোনটিতে কোশ অঙ্গানু দেখা যায় ?   
    (a) ব্যকটিরিয়া   (b) সাইনোব্যকটিরিয়া  (c) প্রোক্যারিওট  (d) ইউক্যারিওট

39. নীচের কোনটির কোশে অন্তঃকোশীয় কক্ষ দেখা যায় না ?
    (a) নিম্নশ্রেণির উদ্ভিদ  (b) প্রোক্যারিওট  (c) উচ্চশ্রেণির উদ্ভিদ  (d) ইউক্যারিওট

40. স্পিডল ক্রোমোজোমে থাকে-
    (a) সেন্ট্রিওল  (b) কাইনেটোকোর  (c) ক্রোমোসেন্টার  (d) ক্রোমোমিয়ার

41. অ্যাড্রিনালিন গ্রন্থি উৎপন্ন হয়-
    (a) এক্টোডার্ম থেকে   (b) মেসোডার্ম থেকে  (c) এন্ডোডার্ম থেকে   (d) a ও b থেকে

42. নীচের কোনটির অন্তঃক্ষরা গ্রন্থিটি বৃদ্ধ বয়সে অকেজো হয়ে যায় ?
    (a) অ্যাড্রিনাল  (b) পিনিয়াল  (c) থাইমাস  (d) পিটুইটারি

43. যে পদ্ধতিতে লোহিত কণিকায় ক্লোরিন আয়ন প্রবেশ করে এবং বাইকারবোনেট আয়ন বেরিয়ে যায় তা হল-
    (a) বাইকারবোনেট সিফট  (b) ক্লোরাইদ সিফট  (c) বাফার ক্রিয়া  (d) উৎসেচক সিফট

44. জালকের এন্ডোথেলিয়াম থেকে লিউকোসাইটের বাইরে বস্তু দ্বারা অপসারনকে বলে
    (a) হেমোলিসিস  (b) ডায়াপোডিসিস  (c) ফ্যাগোসাইটোসিস  (d) রুলেক্স

45. কোন অঙ্গকে "Graveyard of RBC" বলা হয় যেখানে বশির ভাগিই ম্যাক্রোফেজ দ্বারা ধ্বংস্প্রাপ্ত হয় ?
    (a) লাল বোন ম্যারো  (b) প্লিহা  (c) যকৃৎ  (d) অন্ত্র

46. যখন একটি জীবাণু অন্যটির ক্ষতি না করে উপকৃত হয়, তখন তাকে বলে-
    (a) প্যারাসিসটিজম  (b) কমেনসালিজম  (c) স্যাপ্রোফাইটিজম  (d) সিসবায়োসিস

47. বিঞ্জানের যে শাখায় বনের দানাশস্যগুলিকে ইচ্ছামতো জন্মানো যায় তা হল-
    (a) হিস্টলোজি  (b) হর্টিকালচার  (c) পিসিকালচার  (d) সিলিভিকালচার

48. নীচের কোন উপাদানটি জৌবিক ?
    (a) আলোকদশা  (b) মাটির CO2  (c) মাটির ছিদ্রতা  (d) বৃষ্টিপাত

49. বনের বাস্তুতন্ত্রের পিরামিডটি হল-
    (a) সরবোদা উর্ধ্বমুখী  (b) সরবোদা নিম্নমুখী  (c) a ও b উভয়েই  (d) কোনোটিই নয়                        

50. পরিবেশদূষণ পাঠে লাইকেন প্রয়োজনীয়, কারণ-
    (a) দূষিত পরিবেশেও জন্মাতে পারে ।
    (b) দূষিত পরিবেশে দ্রুত বিস্তার লাভ করতে পারে ।
    (c) পরিবেশকে সক্রিয়ভাবে বিশুদ্ধ করে ।
    (d) সালফার ডাইঅক্সাইডের মতো দূষকের প্রতি খুব সংবেদনশীল

51. 9:3:3:1 অনুপাতটি  9 : 7 অনুপাতে রুপান্তরিত হয় কোন ক্ষেত্রে ?
    (a) পূরক জিন  (b) এপিস্ট্যাটিক জিন  (c) হাইপোস্ট্যাটিক জিন  (d) সম্পুরক জিন

52. একটি সরবোচ্চ প্রশ্বাস নেওয়ার পর যে পরিমান সরবাধিক নিশ্বাস ত্যাগ করা যায় তা হল-
    (a) রেসিডিউয়্যাল আয়তন   (b) টিজ্যাল আয়তন  (c) ফুসফুসের ভাইট্যাল ক্ষমতা  (d) ফুসফুসের আয়তন

53. অ্যামোনোটেলিসম থেকে ইউরিওটেলিসম দেখা যায়-
    (a) মাছ  (b) ব্যাঙে  (c) প্রোটোপটেরাস-এ (d) সাপে

54. 24 ঘণ্টায় কিডনির গ্লোমেরুলাস দ্বারা যে পরিমাণ তারল ফিলটার করে তা হল-
    (a) 170 L  (b) 100 L  (c) 200-250 cc  (d) 500-1000 cc

55. A ও B জিনের মানচিত্র দূরত্ব 3 একক B ও C এর মধ্যে দূরত্ব 10 একক এবং C ও A এর মধ্যে দূরত্ব 7 একক । সংযোগকারী মানচিত্রে জিনগুলির  ক্রম হবে-
    (a) A, B, C   (b) A, C, B    (c) B, C. A   (d) B, A, C

56. ইশ্চেরেসিয়া কলি (E. Coli) এর ল্যাকটোজ অপাবন-এ উদ্দীপকের ভূমিকা  কী ?
    (a) জাইরেজ উৎসেচককে আবদ্ধ করা ।    
    (b) RNA পলিমারেজেকে আবসশ কোড ।
    (c) RNA  পলিমারেজের কোড ।   
    (d) m- RNA এর গঠন

57. একটি যৌন-নির্ধারক বৈশিষ্ট্য হল-
    (a) নপুংষ্ক (b) পুরুষদের টাক পড়া  (c) মেয়েদের গোঁফ-দাড়ি ওঠা  (d) মেয়েদের কম BMR

58. নীচের কোন ক্ষেত্রে পলিমারেজ শৃঙ্খল বিক্রিয়াটি বেশি গুরুত্বপূর্ণ ?
    (a) DNA সংশ্লেষণ   (b) DNA অ্যামপ্লিফিকেশন  (c) প্রোটন সংশ্লেষণ  (d) অ্যামিনো অ্যাসিড সংশ্লেষণ

59. মাইটোসিস কোশ বিভাজনে কোন সময় ক্রোমোজোমের পরিমাণ দ্বিগুণ হয়-
    (a) প্রথম প্রফেজ  (b) শেষ প্রফেজ  (c) ইন্টারফেজ   (d) শেষ টেলোফেজ

60. মিয়োসিস কোশ বিভাজনের বাইভ্যালেন্ট হল-
    (a) টেট্রাড   (b) অ-সমগণীয় ক্রোমোজোমের জোড়  (c) কতকগুলি ক্রোমাটিডের জোড়  (d.) সমগণীয় ক্রোমোজম জোড়

61. নীচের কোনটিকে হ্যালোফাইল বলে-
    (a) ইউব্যাকটেরিয়া  (b) অ্যাক্টিনোমাইসিটিস  (c) অ্যারচিয়েব্যাকটেরিয়া  (d) সায়ানোব্যাকটেরিয়া

62. ব্যাকটিরিয়ার যৌন বৈশিষ্ট্য হল -
    (a) F- রেপ্লিকন  (b) ক্রোমোজোমীয় রেপ্লিকন  (c) RNA  (d) যৌন পিলিপ

63. মুলের ভাসকুলার বান্ডিলগুলি -
    (a) সংযুক্ত  (b) সমকেন্দ্রিক   (c) দ্বিপার্শ্বীয়  (d) অক্ষীয়

64. এক্টোফ্লোয়িক সিফোনোস্টিলি দেখা যায়-
    (a) অসমুন্ড এবং ইকুউসেটামে  
    (b) মারসিলিয়া এবং বোট্রিসিয়াম
    (c) অ্যাডিয়ানটাম এবং কিউকারবিটিয়েসিয়ে
    (d) ডিকসোনিয়া এবং মেনোড হেয়ার ফার্ণ

65. অ্যাডিনোসাইটোসিস প্রধানত দেখা যায় -
    (a) হাড়ে  (b) তরুণাস্থিতে  (c) যোগ কলাতে  (d) স্নায়ুতে

66. Arbor-vitae গঠিত হয় কোনটির দ্বারা ?
    (a) ধূসর পদার্থ  (b) স্নায়বিক কোশ দ্বারা  (c) সাদা পদার্থ  (d) উপরের সবগুলি

67. সাদা ও হলুদ তন্তুর মধ্যে প্রধান পার্থক্য হল-
    (a) প্রোটিনের   (b) তন্তুর বর্ণে  (c) a ও b উভয়েই  (d) কোনোটিই নয়

68. লেন্টিকুলার বাস্পমোচন দেখা যায়-
    (a) ফলে  (b) কাষ্ঠল গুঁড়িতে  (c) পাতায়  (d) উপরের সবগুলিতে

69. নীচের কোন প্রক্রিয়াটিতে প্রতি অণু হেক্সোজের জন্য 36 অণু ATP তৈরি  হয় ?
    (a) গ্লাইকোলিসিস  (b) ক্রেবস চক্র   (c) সরাসরি জারণ ক্রিয়া   (d) উপরের কোনোটিই নয়

70. কপপেনশেসন পয়েন্টে RQ এর মান-
    (a) 1   (b) অসীম   (c) >1   (d) 0

71. কো এনজাইমে যে ভিটামিন বর্তমান, তা হল-
    (a) 83  (b) নিয়াসিন  (c) পাইড়িডক্সিন  (d) প্যানটোথেনিক অ্যাসিড

72. অধিকাংশ প্রাইমেটের অন্ত্রে বসবাসকারী সিম্বগোত্রীয় ব্যাকটেরিয়া অধিকাংশ ভিতামিন তৈরি করতে পারে তা হল-
    (a) এন্টামিবা হিস্টোলাইটিকা  (b) এন্টামিবা কোজি  (c) এন্টামিবা জিনসিভ্যালিস  (d) উপরের কোনোটিই নয়

73. রক্তের দ্বারা CO2 কোন আকারে মুখ্যত বাহিত হয় ?
    (a) বাইকারবোনেট   (b) কারবোনিক অ্যাসিড  (c) কারবামিনো যৌগ  (d) কারবোক্সিহিমোগ্লোবিন

74. ব্যাঙের দেহে নীচের কোন ধমনিটি অনুপস্থিত ?
    (a) রাইট সিস্টোমিক আর্চ   (b) ফ্রেনিক ধমনি  (c) ক্যারোটিড ধমনি  (d) রেনাল ধমনি

75. সমুদ্রপৃষ্ঠ থেকে বেশি উচ্চতায় বাস করলে মানুষের দেহে RBC এর পরিমান  কমে যায় । এর কারণ-
    (a)  পাহাড়ে বেশি পরিমাণে অক্সিজেন থাকে ।
    (b)  পাহাড়ে কম পরিমাণে অক্সিজেন থাকে ।
    (c)  দেহকে গরম রাখতে হলে বেশি তাপ দরকার হয় ।   
    (d) পাহাড়ের বাতাসে কোনো জিবানু থাকে না।

76. ফোরামেন ম্যাগনাম কোথায আবস্তিত?
    (a) বাক্কাল গহ্বর  (b) মাথার খুলি  (c) বাম অলিন্দ  (d) মেরুদন্ড

77. মস্তিষ্কের জিন ও নীচের কোনটির সাথে যুক্ত?
    (a) সেরিবেলাম  (b) সেরিব্রাম  (c) মেদুলা অবলংগাটা  (d) ভারমিয়া

78. Scala vestibule যুক্ত থাকে-
    (a) ফেনেস্ট্রো রোটানডাস  (b) ফেনেস্ট্রো ওভালিস  (c) স্কালা টিম্পনি  (d) স্কালা মিডিয়া

79. আইলিড ও কর্ণিয়ার ঘর্ষণ থেকে রক্ষা পাওয়া যায় কোন গ্রন্থির নিঃসরণ  দ্বারা ?
    (a) Lachrymol গ্রন্থি  (b) কনজাংটিভা ও আইলিড  (c) হার্ভরিয়াম গ্রন্থি  (d) মেইবোনেম গ্রন্থি

80. এমব্রায়ো ম্যাক হল একপ্রকার-
    (a) মাইক্রোগ্যামেটোফাইট  (b) মাইক্রোস্পোরানজিয়াম  (c) মেগাগ্যামেটোফাইট  (d) মেগাস্পোরাঞ্জিয়াম

81. আলুর নবোদগম (শপ্রউতিং) বন্ধ করা যায় উহাকে কোন পদর্থে রেখে ?
    (a) ম্যালেইক হাইড্রাজাইড (b) জিব্রালিন  (c) ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড  (d) সাইটোকাইনিন

82. টেনড্রিলের অবস্থানের কারণ হল-
    (a) থিগমোট্রপিজম  (b) সিসমোন্যাস্টি  (c) সাইয়োসস্কোপি  (d) ভার্নালাইজেশন

83. ঠান্ডার ওপর ফুল ফোটার নির্ভরতাকে বলে-
    (a) ক্রায়োথেরাপি  (b) ক্রায়োজিনিক্স  (c) সাইয়োসস্কোপি  (d) ভার্নালাইজশন

84. নিউওডোয়িক ডিম্বাণু দেখা যায়-
    (a) পাখির  (b) মাছের  (c) সরীসৃপের  (d) প্লাটিপাসের

85. মানব শুক্রাণুর আবিষ্কর্তা হলেন-
    (a) লিউয়েনহক  (b) অ্যারিসটল  (c) গ্রাফ  (d) পনিডার

86. সানকেন (Sunken) পত্ররন্ধ্র দেখা যায়-
    (a) জেরোফাইটের  (b) হাইড্রোফাইটের  (c) মেসোফাইটের  (d) অপসানোফাইটের

87. অভিকর্ষ দ্বারা মাটির বহনকে বলে-
   (a) অ্যালুভিয়াল  (b) ইয়োলিয়ান   (c) কলুভিয়াল   (d) গ্লেসিয়াল

88. রুমাটিজমে যে মেথা জহর  ব্যবহিত হয় তা পাওয়া যায়-
    (a) অ্যাকোনিটাম ন্যাপেলাস থেকে  (b) কোলচিকাম  (c) এক্সোগোনিয়াম  (d) লাইকোরাইস

89. তুলা বীজের দীর্ঘ তন্তুকে বলে-
    (a) কয়ের   (b) ফাজ  (c) লিন্ট  (d) ফ্ল্যাক্স

90. জ্বালানি অ্যালকোহল প্রস্তুতিতে কোন দেশটিকে পাইওনিয়ার দেশ বলা হয় ?
    (a) সৌদি আরব  (b) ইরান, ইরাক  (c) ব্রাজিল  (d) জাপান

91. নীচের কোন গ্রন্থিটি এডস-এর সাথে সম্পর্কিত ?
    (a) থাইরয়েড   (b) থাইমাস   (c) অ্যাড্রিনাল   (d) অগ্নাশয়

92. কোন অংশে বল ও সকেট সন্ধি দেখা যায়
    (a) কবজি  (b) হাতের আঙুল   (c) ঘাড়   (d) কাঁধ   

93. সবথেকে সরল অ্যামিনো অ্যাসিডটি হল-
    (a) লাইসিন  (b) গ্লাইসিন  (c) অ্যাসপারটিক অ্যাসিড  (d) নিউক্লিক অ্যাসিড

94. মানবদেহে পেশিস্তরের পুরুত্বের সঠিক ক্রম হল-
    (a) বৃত্তীয়  —» তিরযোক  —> অনুদৈর্ঘ্য
    (b) তিরযোক —» অনুদৈর্ঘ্য —» বৃত্তীয়
    (c) অনুদৈর্ঘ্য —> বৃত্তীয় —> তিরযোক
    (d) উপরের কোনোটিই নয়

95. Blind saclody plan দেখা যায়-
    (a) গোলকৃমিতে  (b) অ্যানিলিডে  (c) কো-এলেনটেরেটস-এ  (d) আর্থোপোডাতে

96. কৃমির typhlosole নীচের কোনটির সাথে সম্পর্কিত ?
    (a) রেচন   (b) শোষণ   (c) শসন   (d) জনন

97. কাজিরাঙা অভয়ারণ্য কোন প্রাণীর সংরক্ষণের জন্য বিখ্যাত ?
    (a) বাঘ  (b) হরণ (c) হাতি   (d) গন্ডার

98. বিখ্যাত 'Chipko Movement" শুরু করেন-
    (a) বহুগুনা  (b) রাজীব গান্ধি  (c) ইন্দিরা গান্ধি  (d) সেলিম আলি

99. Nif জিন দেখা যায় নীচের কোনটিতে ?
    (a) রাইজোবিয়াম  (b) অ্যাসপারজিলাম  (c) পেনিসিলিয়াম  (d) স্ট্রেপটোকক্কাস

100.  নীচের কোন রোগটির ক্ষেত্রে কচের তত্ত্ব (Koch's postulates) প্রযোজ্য  নয় ?
    (a) TB   (b) কুষ্ঠ   (c) কলেরা   (d) ডিপথেরিয়া

 

Comments

Related Items

W.B Joint Entrance-2006 Biology Paper (English Version)

W.B. JOINT ENTRANCE EXAM- 2006

BIOLOGICAL SCIENCE

W.B Joint Entrance2007 Biology Paper(English Version)

W.B. JOINT ENTRANCE EXAM- 2007

BIOLOGICAL SCIENCE