Suggestive Bengali Question for H.S Exam 2015

Submitted by Anonymous (not verified) on Fri, 01/02/2015 - 21:53

১। ঠিক উত্তরটি নির্বাচন করো । ১ x ১৮ = ১৮

১.১ ‘এ অপরাধের প্রায়শ্চিত্ত কী’ – কোন অপরাধের কথা বলা হয়েছে –

ক) সব জেনে শুনে ঘরে বসে থাকা খ) সব জেনে শুনেও এতকাল চারবেলা খাওয়া গ) সব জেনে শুনে লঙ্গরখানা না খোলা ঘ) সব শুনেও কিছু না বলা ।

১.২ ‘ভুরিভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয়’- একথার বক্তা হলেন –

ক) মৃত্যুঞ্জয় খ) নিখিল গ) টুনুর মা ঘ) লেখক নিজে

১.৩ ‘কনকপানি’ চালের ভাত খান –

ক) বড়বাবু খ) মেজবাবু গ) ছোট বাবু ঘ) পিসিমা

১.৪ ‘একসময় দাগি ডাকাত’ ছিল –

ক) ফজলু শেখ খ) নিবারণ বাগদি গ) করিম ফরাজি ঘ) নকড়ি নাপিত

১.৫ ‘বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে বলা হয়’-

ক) পউষে বাদলা খ) ডাওর গ) কালবৈশাখী ঘ) ফাঁপি 

১.৬ ‘ভারতবর্ষ’ গল্পে বাজারের পিছনে আছে একটি –

ক) চায়ের দোকান খ) ভাঙা কারখানা গ) ইট ভাটা ঘ) ফাঁকা মাঠ

১.৭ ‘The night is calling me’ –সংলাপটি কার লেখা –

ক) বার্নাড শ খ) শেলী গ) শেক্সপীয়র ঘ) বায়রন

১.৮ রজনীকান্ত বাবু রামব্রীজকে কত টাকা ‘বক্‌শিস’ দিয়েছিলেন ?

ক) চার টাকা খ) তিন টাকা গ) দু টাকা ঘ) এক টাকা

১.৯ ‘বহুরুপী তখন লাটে উঠবে’ – বহুরূপী একটি –

ক) বিদ্যালয় খ) পাঠশালা গ) নাট্যগোষ্ঠী ঘ) গ্রাম

১.১০ ‘আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত...’

ক) অভাব খ) বিভাব গ) গীতিনাট্য ঘ) প্রহসন

১.১১ ‘মহুয়ার দেশ’ কবিতায় রাতের নির্জন- নিঃসঙ্গতাকে আলোড়িত করে –

ক) নিশাচরের কোলাহল খ) শিকারির পদসঞ্চার গ) অবসন্ন মানুষের আনাগোনা ঘ) সমুদ্রের দীর্ঘশ্বাস

১.১২ কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম –

ক) সোনার তরী খ) ঝরাপালক গ) জলপাই কাঠের এসরাজ ঘ) সোনার মাছি খুন করেছি

১.১৩ ‘নাই যদি হয় ক্রোধ’ – ক্রোধের কারণ –

ক) দুর্নীতি খ) খ) ভাইয়ে ভাইয়ে লড়াই গ) ধর্মদ্রোহীতা ঘ) নিহত ভাইয়ের শবদেহ

১.১৪ ‘অলৌকিক’ গল্পে নিরস্ত্র ভারতীয়দের ওপর গুলি করেছিল –

ক) দুষ্কৃতিরা খ) ফিরিঙ্গিরা গ) সৈন্যরা ঘ) আতঙ্কবাদীরা

১.১৫ ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় লিমা হল –

ক) পেরুর রাজধানী খ) চিলির রাজধানী গ) চীনের রাজধানী ঘ) মিশরের রাজধানী

১.১৬ বাংলা বর্নমালায় মৌলিক স্বরধ্বনি কয়টি –

ক) ৭ টি খ) ৯ টি গ) ১১ টি ঘ)১২ টি

১.১৭ একজন উল্লেখযোগ্য কবিয়াল হলেন –

ক) লালন খ) রামপ্রসাদ গ) হরু ঠাকুর ঘ) গোবিন্দদাস

১.১৮ ভারতীয় চলচিত্রের জনক  বলা হয় –

ক) রবীন্দ্রনাথ ঠাকুরকে খ) নজরুল ইসলামকে গ) দাদা সাহেব ফালকেকে ঘ) অমিতাভ বচ্চনকে 

 

২। কমবেশি ২০ টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও । ১x১২=১২

২.১ ‘তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে ।’- কেন ছেলেগুলি অস্বস্তিতে পড়েছিল ?

২.২ পউষে বাদলা সম্পর্কে গ্রামের ‘ডাকপুরুষের’ পুরনো ‘বচন’ কী ?

২.৩ ‘সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন’ – সেটা মাথায় পড়বে কেন ?

২.৪ ‘এই রে – পুলিশ আসছে । লাগল ঝঞ্ঝাটা ।’- পুলিশ আসছিল কেন ?

২.৫ ‘রূপনারানের কূলে’ কবিতায় ‘মৃত্যুতে সকল দেনা’ কীভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছিলেন ?

২.৬ ‘সুন্দর বাদামী হরিণ’ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে কোন্‌ কোন্‌ বনে ঘুরেছিল ?

২.৭ ‘আমি দেখি’ কবিতায় কবির চোখ ও দেহ কী কামনা করেছে ?

২.৮ ‘আমি তা পারিনা’ – কে কী পারেন না ?

২.৯ ‘...... স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব ।’ – কেন ফিলিপ কেঁদেছিল ?

২.১০ সমাস কাকে বলে ?

২.১১ উপসর্গ কাকে বলে ?

২.১২ লোক- নিরুক্তি কাকে বলে ?

 

৩। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন একটি প্রশ্নের উত্তর দাও । ৫x১=৫

৩.১ ‘কে বাঁচায় কে বাঁচে’ গল্প অবলম্বনে মৃত্যুঞ্জয় চরিত্রটির ব্যাখ্যা দাও । ৫                                                          

৩.২ ‘কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে- ’- সে বলতে কার কথা বলা হয়েছে ? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন ? ১+৪

 

৪। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন একটি প্রশ্নের উত্তর দাও । ৫x১=৫

৪.১ ‘কোথাও জীবনের খোরাক, হাসির খোরাক নেই’ - বক্তা কে ? বক্তার এরকম মনে করার কারণ কী ?  ১+৪

৪.২ ‘আমাদের দিন ফুরিয়েছে!’ – কে , কোন্‌ প্রসঙ্গে এই উক্তি করেছেন ? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো । ২+৩

 

৫। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন একটি প্রশ্নের উত্তর দাও । ৫x১=৫

৫.১ ‘রুপনারাণের কূলে’ কবিতায় কবির এক গভীর দার্শনিক চেতনার প্রকাশ ঘটেছে – আলোচনা কর । ৫

৫.২ জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় চিত্রিত হয়েছে একটি নিরীহ হরিণের প্রাণ বাঁচানোর প্রচেষ্টা, অন্যদিকে হৃদয়হীন মানুষের রসনাপ্রিয় মানসিকতা – কবিতা অনুসরণে তার পরিচয় দাও । ৫

 

৬। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন একটি প্রশ্নের উত্তর দাও । ৫x১=৫

৬.১ ‘রাজারা কি পাথর ঘাড়ে করে আনত ?’- প্রসঙ্গ উল্লেখ করে বক্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা কর । ১+৪

৬.২ ‘’সারাদিন এক ফোঁটা জল মুখে দিতে পারিনি’ – বক্তা কে ? তিনি মুখে জল দিতে পারেননি কেন ?  ১+৪

 

৭। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন একটি প্রশ্নের উত্তর দাও । ৫x১=৫

৭.২ ‘... চেংমানের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে ।’ – চেংমান কে ? কেন তার মাথায় আকাশ ভেঙ্গে পড়েছিল ?  ১+৪

৭.২ ‘আমার বাংলা’ গ্রন্থ অনুসারে হাজং সমাজের যে পরিচয় আমরা পাই, তা সংক্ষেপে লিখ । ৫

 

৮। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন দুটি প্রশ্নের উত্তর দাও । ৫x২=১০

৮.১ বাংলা সঙ্গীতের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব আলোচনা কর ।

৮.২ বাঙালীর বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশ চন্দ্র বসুর অবদান সংক্ষেপে লিখ ।

৮.৩ চলচ্চিত্রের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে লিখ ।

৮.৪ ‘পট’ বলতে কী বোঝ ? বাঙালীর শিল্পকলার ইতিহাসে পট চিত্রের গুরুত্ব সংক্ষেপে আলোচনা কর ।

 

৯। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন একটি প্রশ্নের উত্তর দাও । ৫x১=৫

৯.১ বাক্য কাকে বলে ? বাক্যের উদ্দেশ্য অংশ ও বিধেয় অংশ কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দাও ।

৯.২ ‘তৎসম’, ‘তদ্ভব’ ও ‘অর্ধতৎসম’ শব্দ কাকে বলে ? উদাহরণ সহ বুঝিয়ে দাও ।

 

১০। কমবেশি ৪০০ শব্দের মধ্যে যে- কোন ১ টি প্রবন্ধ রচনা করো । ১০x১=১০

১০.১ নীচের মানসমানচিত্র অনুসারে প্রবন্ধ রচনা করো -

১০.২ বিপক্ষে যুক্তি দিয়ে প্রবন্ধ রচনা কর ।

বিতর্কের বিষয়ঃ – পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয় ।

মতের পক্ষেঃ

          পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাময়িকভাবে শিক্ষার্থীর মান নির্নয়ের মাপকাঠি হলেও জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে তা সর্বদা প্রাধান্য পায় না । পরীক্ষায় সাফল্য বা ব্যর্থতা অভিভাবকদের কাছে অতিরিক্ত গুরুত্ব পাওয়ার ফলে তা শিক্ষার্থীদের জীবনে বাড়তি চাপ সৃষ্টি করে । ফলে আশানুরূপ ফল না পেয়ে অনেক শিক্ষার্থী জীবন সম্পর্কে উদাসীন  ও হতাশ হয়ে জীবনহানিকর সিদ্ধান্তের শিকার হয় । আমাদের সমাজে বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত এমন অনেক মানুষ আছেন যারা পরীক্ষার সাফল্যকে শুধুমাত্র গুরুত্ব না দিয়ে নিজ নিজ দক্ষতায় স্ব স্ব ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন । রবীন্দ্রনাথ ঠাকুর তাই বলেছেন – শিক্ষাকে বহন না করে বাহন করতে হবে ।  

Comments

Related Items