Urea

ইউরিয়া, ন্যাপথালিন ও কস্টিক সোডা

Submitted by administrator on Fri, 04/05/2013 - 08:58
1828 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার অজৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানেট (NH4CNO) -কে উত্তপ্ত করে ইউরিয়া প্রস্তুত করেন । এর রাসায়নিক সংকেত CO(NH2)2 । ন্যাপথালিনের রাসায়নিক সংকেত C10H8 । এর গলনাঙ্ক 80°C এবং স্ফুটনাঙ্ক 218°C । কীটনাশকরূপে, থ্যালিক অ্যানহাইড্রাইড প্রস্তুতিতে, কাপড় ,সিল্ক কাগজ প্রভৃতির রং প্রস্তুতিতে, টেট্রালিন, ডেকালিন (দ্রাবক), প্রস্তুতিতে, পোকার হাত থেকে জামা-কাপড় রক্ষা করতে ও নীল প্রস্তুতিতে এটি ব্যবহৃত হয় । কস্টিক সোডার রাসায়নিক সংকেত NaOH ও সোডার গলনাঙ্ক 318°C । এটি CO2 শোষণ করে কার্বনেটে পরিণত হয়, জলীয় দ্রবণ পিচ্ছিল হয়, চামড়ায় ক্ষতের সৃষ্টি করে । সোডিয়াম ধাতু উত্পাদনে, সাবান, কাগজ, রং, কৃত্রিম রেশম তৈরিতে, পেট্রোলিয়াম শোধনে কস্টিক সোডা ব্যবহৃত হয় ।