Rivers of the Asia

এশিয়ার অন্তর্বাহিনী নদীগুলির গতিপথ

এশিয়ার অন্তর্বাহিনী নদীগুলির গতিপথ :- যেসব নদীর প্রবাহ পথ কোন দেশ বা মহাদেশের মধ্যেই সীমাবদ্ধ অর্থাৎ যেসব নদী কোন দেশ বা মহাদেশের স্থল ভাগের বাহিরে কোনো সাগর বা জলভাগে না পড়ে সেই দেশ বা মহাদেশের স্থলভাগের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে পতিত হয়, অথবা স্থলভাগেই বিলীন হয়ে যায়, সেইসব নদীকে অন্তর্বাহিনী নদী বলে । এশিয়া মহাদেশের কয়েকটি নদী মূল ভূভাগের মধ্যেই সীমাবদ্ধ, এরা কোনো কোনো ক্ষেত্রে মধ্যভাগের কোনো কোনো হ্রদে গিয়ে পড়েছে, কখনও বা আবার মাঝপথেই শুকিয়ে গিয়েছে- তাই এদের অন্তর্বাহিনী নদী বলা হয় ।

এশিয়ার পশ্চিম বাহিনী নদীগুলির গতিপথ

ভারতের নর্মদা ও তাপ্তি হল এশিয়ার অন্যতম পশ্চিমবাহিনী নদী ।

(১) নর্মদা নদী :- নর্মদা নদী মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক (১,০৫৭ মিটার) থেকে উৎপন্ন হয়ে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে বিন্ধ্য ও সাতপুরা পর্বতের সংকীর্ণ গিরিখাত অতিক্রম করে গুজরাটের ব্রোচের কাছে খাম্বাত উপসাগরে পড়েছে । নর্মদা নদীর দৈর্ঘ্য ১,৩১০ কিলোমিটার ।

এশিয়ার পূর্ববাহিনী নদীগুলির গতিপথ

এশিয়ার পূর্ববাহিনী নদীগুলির গতিপথ :- মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল পূর্বদিকে বেশি বিস্তৃত হওয়ায় মধ্য এশিয়া থেকে উৎপন্ন হয়ে যেসব নদী পূর্বদিকে প্রবাহিত হয়েছে, সেখানকার পর্বতের বাধার ফলে তারা অনেক সময় বহুদূর পর্যন্ত এঁকে বেঁকে দীর্ঘ পথ অতিক্রম করে সমভূমিতে পড়ে অল্প দূরত্ব পার হয়ে প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে বিভিন্ন সাগর, উপসাগর বা প্রণালিতে পড়েছে । এইসব নদীগুলির মধ্যে ইয়াংসি কিয়াং, হোয়াং হো, আমুর এবং সিকিয়াং প্রভৃতি নদী বিশেষ উল্লেখযোগ্য ।

এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলির গতিপথ

এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলির গতিপথ:- এশিয়া মহাদেশের উল্লেখযোগ্য দক্ষিণ বাহিনী নদীগুলি হল গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, মেকং, ইরাবতী, সালুয়েন, টাইগ্রিস, ইউফ্রেটিস

(১) গঙ্গা :- গঙ্গা নদী হিমালয় পর্বত থেকে উৎপন্ন হওয়ার পর দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে মোহনার কাছে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়ে একসঙ্গে বঙ্গোপসাগরে পড়েছে । যমুনা, শোন, চম্বল, গন্ডক, ঘর্ঘরা প্রভৃতি গঙ্গার উল্লেখযোগ্য উপনদী । গঙ্গা নদীর দৈর্ঘ্য ২,৪০০ কিলোমিটার ।

এশিয়ার উত্তর বাহিনী নদীগুলির গতিপথ

এশিয়ার উত্তর বাহিনী নদীগুলির গতিপথ :- এশিয়া মহাদেশের মধ্যভাগের সুবিস্তীর্ণ ও সুউচ্চ পার্বত্য অঞ্চল থেকে অনেক নদী উৎপন্ন হয়েছে । এদের মধ্যে কয়েকটি নদী ভূমির ঢাল অনুসরণ করে উত্তর দিকে সাইবেরিয়া সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে উত্তর সাগরে পড়েছে, এশিয়া মহাদেশের এইসব উত্তরবাহিনী নদীগুলির মধ্যে ওব, লেনাইনিসি উল্লেখযোগ্য । এশিয়ার উত্তর বাহিনী নদীগুলো সাধারণত বন্যাপ্রবণ । এই নদীগুলোর মোহানা হিমমণ্ডলে অবস্থিত হওয়ার জন্য প্রায় সারাবছরই বরফে ঢাকা থাকে । তাই সমুদ্রে প্রবাহিত হওয়ার মূল পথ অবরুদ্ধ হওয়ার জন্য এইসব নদীগুলির নিম্ন ও মধ্য উপত্যকায় প্রায়ই বন্যা হয়&nbsp

দশম অধ্যায়ঃ এশিয়া মহাদেশের নদনদী

☼ এশিয়া মহাদেশের নদনদী [Rivers of the Asia]:- এশিয়া মহাদেশের মধ্যভাগের উচ্চ পার্বত্যভূমি শুধুমাত্র এশিয়া মহাদেশেরই নয়, পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা ; কারণ মধ্য এশিয়ার এই অঞ্চল থেকেই পৃথিবীর সবচেয়ে বেশি নদী উৎপন্ন হয়ে ভূমির ঢাল অনুসারে বিভিন্ন দিকে বয়ে গিয়ে বিভিন্ন মহাসাগর, সাগর, উপসাগর বা হ্রদে পড়েছে । দক্ষিণের মালভূমি অঞ্চলে অনেক নদী উৎপন্ন হয়েছে, তবে এরা অপেক্ষাকৃত ছোটো নদী । উৎপত্তি স্থল থেকে নির্গত হয়ে কোনো নদী যে দিকে বয়ে গিয়ে সাগর, উপসাগর বা হ্রদে এসে পড়ে, প্রবাহের সেই দিক অনুসারে সেই নদীটির নামকরণ করা হয় । উৎপত্তির স্থল থেকে কোন নদী উত্তর দিকে বয়ে গেলে তাকে উত্তরবাহিনী নদী বলা