Plateau

মালভূমি [Plateau]

► মালভূমি [Plateau]

সংজ্ঞা:- সাধারণত যে বিস্তীর্ণ ভূ-ভাগ সমুদ্র সমতল থেকে বেশ উঁচু প্রায় ৩০০ মিটার,অথচ যার পৃষ্ঠদেশ বা উপরিভাগ খুব অসমতল নয় এবং চারপাশ খাড়া ঢালযুক্ত থাকে তাকে মালভূমি [Plateau] বলা হয় ।

 

মালভূমির [Plateau] আকার ও আকৃতি:- 

উচ্চতা ছাড়াও মালভূমির [Plateau] অন্য যেসব উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে সেগুলো হল—

ক) মালভূমি এক বিস্তীর্ণ উচ্চভূমি,

খ) এর উপরিভাগ প্রায় সমতল বা কিছুটা তরঙ্গায়িত,

গ) চারদিকে ঢাল বেশ বেশি,

অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর:[প্রথম অধ্যায়-২য় অংশ]

প্রশ্ন-১. মালভূমি [Plateau] সৃষ্টির কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো ।

উত্তর:  ভূপৃষ্ঠে মালভূমি [Plateau] সৃষ্টি হওয়ার তিনটি প্রধান কারণ রয়েছে, যেমন-

১) ভূপৃষ্ঠের ক্ষয়ীভন,

২) ভূ-আন্দোলন ও পাত সঞ্চালন এবং

৩) ভূপৃষ্ঠে লাভা সঞ্চয়।

১) ভূ-পৃষ্ঠের ক্ষয়ীভবন: দীর্ঘ দিন ধরে নদী, হিমবাহ, সূর্যতাপ কিংবা বায়ুপ্রবাহের ক্ষয়কার্যের ফলে পার্বত্য অঞ্চল ক্ষয়প্রাপ্ত হয়ে মালভূমিতে [Plateau] পরিণত হয়।

প্রথম অধ্যায়ঃ পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ:পর্বত, মালভূমি ও সমভূমি

পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ —পর্বত, মালভূমি ও সমভূমি 

 

► পর্বত [Mountain]

♦ সংজ্ঞা-

♦ উৎপত্তি :-

► পর্বতের শ্রেণিবিভাগ-

 

► (ক) ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত [Fold Mountain]  

♦ ভঙ্গিল পর্বতের সংজ্ঞা :-

♦ ভঙ্গিল পর্বতের উৎপত্তি:-

♦ ভঙ্গিল পর্বতের ভাঁজের বিভিন্ন প্রকৃতি:-

উদাহরণ :

 

► (খ) স্তুপ পর্বত [Block Mountain]:-

♦ স্তুপ পর্বতের সংজ্ঞা :-

♦ স্তুপ পর্বতের উৎপত্তি:-

উদাহরণ :