Nitrogen Cycle in Environment

পরিবেশে নাইট্রোজেন চক্র

Submitted by Anonymous (not verified) on Sun, 06/02/2013 - 20:22
নাইট্রোজেন চক্র - যে পদ্ধতিতে পরিবেশ থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পরিবেশে নাইট্রোজেনের প্রবাহ সংঘটিত হয়ে বাতাসে নাইট্রোজেনের মাত্রা সমতা বজায় রাখে তাকে নাইট্রোজেন চক্র বলে। নাইট্রোজেন চক্রের বিন্যস ধারা, নির্গম পথ, আগম পথ।