Lake Region of U.S.A.

হ্রদ অঞ্চলের উল্লেখযোগ্য শিল্প ও বাণিজ্য কেন্দ্র

শিকাগো, ডেট্রয়েট, বাফেলো, ক্লিভল্যান্ড, টোলেডো, মিল, ওয়াকি প্রভৃতি হ্রদ অঞ্চলের উল্লেখযোগ্য শহর ও শিল্প বাণিজ্য কেন্দ্র ।

(১) শিকাগো:- মিসিগান হ্রদের তীরে শিকাগো নদীমুখে অবস্থিত শিকাগো । এর জনসংখ্যা ৬৫ লক্ষ । শিকাগো হ্রদ অঞ্চলের বৃহত্তম শিল্প কেন্দ্র ও বন্দর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম মহানগর । শিকাগো শহরের কসাইখানা এবং মাংস সংরক্ষণ কেন্দ্র উল্লেখযোগ্য  । এটি পৃথিবীর অন্যতম বৃহৎ মাংস রপ্তানি কেন্দ্র । প্রসঙ্গত উল্লেখযোগ্য যে, এই শিকাগো শহরেই স্বামী বিবেকানন্দ প্রথম বিশ্ব ভ্রাতৃত্বের বাণী প্রচার করেন ।

হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণ

হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণ :-

(১) সুপিরিয়র হ্রদ অঞ্চলের মেসবি (বিশ্বের বৃহত্তম লৌহখনি), ভারমিলিয়ন, গোজিবিক, কুইনা, মিনোমিনি ও মারকোয়েট রেঞ্জ প্রভৃতি লৌহখনি নিয়ে গঠিত বিশ্বশ্রেষ্ঠ লৌহ খনি অঞ্চলের আকরিক লোহা,

(২) পিটসবার্গ, পেনসিলভানিয়া, পশ্চিম ভার্জিনিয়া এবং অ্যাপালেসিয়ান অঞ্চলের সুলভ কয়লা;

(৩) নায়াগ্রাসহ হ্রদ অঞ্চলের জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপন্ন বিপুল পরিমাণ সুলভ জলবিদ্যুৎ ;

(৪) হ্রদ অঞ্চলের সুলভ জল পরিবহন ;

(৫) হ্রদ অঞ্চলের জলসম্পদের প্রাচুর্য ;

(৬) রাসায়নিক কাঁচা মালের প্রাচুর্য ;

হ্রদ অঞ্চলে পশু পালন, পোলট্রি ও ডেয়ারি শিল্পের উন্নতির কারণ

হ্রদ অঞ্চলে পশু পালন, পোলট্রি ও ডেয়ারি শিল্পের উন্নতির কারণ :-

(১) হ্রদ অঞ্চলের দক্ষিণাংশের ভুট্টা বলয়ে উৎপন্ন ভুট্টা পুষ্টিকর পশু খাদ্র হিসাবে ব্যবহৃত হয় । ফলে এই অঞ্চল গবাদি পশু ও শুয়োর প্রতিপালনে বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে ।

(২) হ্রদ অঞ্চলের উত্তরাংশের তৃণভূমি প্রধানত মাংসের জন্য ভেড়া, ছাগল ও ষাঁড়  প্রতিপালন করা হয় । 

হ্রদ অঞ্চলের কৃষিতে উন্নতির কারণ

হ্রদ অঞ্চলের কৃষিতে উন্নতির কারণ :-  (১) তরঙ্গায়িত ও বিস্তীর্ণ সমতলভূমি, (২) নাতিশীতোষ্ণ ও আর্দ্র জলবায়ু, (৩) পরিমিত বৃষ্টিপাত ( ৫০ থেকে ৬০ সে.মি.), (৪) উর্বর কৃষ্ণ মৃত্তিকা এবং (৫) উন্নত যান্ত্রিক কৃষি ব্যবস্থার জন্য হ্রদ অঞ্চলে কৃষির বিশেষত ভুট্টা চাষের উল্লেখযোগ্য বিকাশ ঘটেছে । হ্রদ অঞ্চলের দক্ষিণাংশ মার্কিন যুক্তরাষ্ট্রের তথা পৃথিবীর শ্রেষ্ঠ ভুট্টা উৎপাদক অঞ্চল । একে হ্রদ অঞ্চলের ভুট্টা বলয় বলে । এই ভুট্টা প্রধানত পশুখাদ্যের জন্য ব্যবহৃত হয় । হ্রদ অঞ্চলে উত্তরাংশের তৃণভূমিতে পশু খাদ্যের জন্য ‘হে’ এবং অন্যান্য ঘাষের চাষ করা হয় । হ্রদ অঞ্চলের অন্যান্য ফসল হল— গম, যব, রাই, ওট, সয়াবিন

অষ্টাদশ অধ্যায়ঃ আমেরিকা যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চল

অবস্থান [Location of the Lake Region of U.S.A.]:- মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব দিকে, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্ত বরাবর সুপিরিয়র, মিচিগান, হুরণ, ইরি এবং অন্টারিও —এই পাঁচটি বৃহৎ হ্রদের তীরবর্তী অংশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল হ্রদ অঞ্চল গঠিত । এই হ্রদ অঞ্চলের আয়তন প্রায় ৭ লক্ষ ৬৮ হাজার বর্গ কিলোমিটার ।