Ferrel's Law

বায়ুপ্রবাহের নিয়ম ও বায়ুপ্রবাহের শ্রেণিবিভাগ

► বায়ুপ্রবাহের নিয়ম ও বায়ুপ্রবাহের শ্রেণিবিভাগ :-

 

বায়ু কয়েকটি নির্দিষ্ট নিয়মে প্রবাহিত হয় ।

[১]  চাপের সমতা রাখার জন্য বায়ুপ্রবাহ উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয় । বায়ুচাপের তারতম্য হল বায়ুপ্রবাহের প্রধান কারণ ।  বায়ুর চাপ আবার নির্ভর করে উষ্ণতর উপর । কোনো স্থানের বায়ু উত্তপ্ত হলে সেখানে বায়ুচাপ কমে যায় এবং আংশিক স্থান বায়ুশূন্য হয় । এই শূন্যস্থান পূরণের জন্য শীতল উচ্চচাপ যুক্ত স্থান থেকে বাতাস নিম্ন চাপের দিকে ধাবিত হয় । এইভাবে বায়ুপ্রবাহের সৃষ্টি হয় ।