Fakir movement

সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ

সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ (Sannyasi and Fakir movements):- বাংলায় কোম্পানি শাসনের বিরুদ্ধে সর্বপ্রথম প্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন সন্ন্যাসী ও ফকির সম্প্রদায় । দীর্ঘ ৪০ বছর ধরে ১৭৬৩ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা ও বিহারের দরিদ্র কৃষকেরা অন্ন ও বস্ত্রের জন্য সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের ধ্বজা তোলেন । প্রায় ৫০ হাজার মানুষ এই বিদ্রোহে সামিল হয়েছিল । উত্তরবঙ্গের ‘মাদারি’ সম্প্রদায়ের ফকির এবং পূর্ববঙ্গ ও ‘ময়মনসিংহের’ ‘গিরি’, ‘গোঁসাই’ এবং ‘নাগা’ সন্ন্যাসীরা প্রথম এই বিদ্রোহে ন