Learn Javascript in Bengali

Submitted by administrator on Fri, 11/11/2011 - 22:59

Javascript Tutorials

Javascript মূলত browser side language অর্থাৎ javascript কেবলমাত্র কোন ওয়েব ব্রাউজার যেমন google chrome mozilla ফায়ারফক্স internet explorer execute হয় ।

কোন ওয়েবসাইটকে user ইন্টারেক্টিভ করে তুলতে গেলে আমরা জাভাস্ক্রিপ্ট কে ব্যবহার করি। জাভাস্ক্রিপ্ট ছাড়া আজকালকার দিনে উন্নত মানের ওয়েবসাইট তৈরি করা সম্ভব নয়।

Html দিয়ে ওয়েব পেজের content লেখা যায় আর css দিয়ে পেজটি দেখতে কেমন হবে অর্থাৎ প্রেজেন্টেশন ঠিক করা হয়। ওয়েবপেজে javascript দিয়ে ওয়েব পেজের মধ্যে user ইন্টারঅ্যাকটিভ করা হয়।

প্রথমের দিকে অর্থাৎ javascript জন্মলগ্নের সময় javascript কে সাধারনত ছোটখাটো ইন্টারেক্টিভ কাজে যেমন কোন লিংক এর উপর মাউসের পয়েন্টার নিয়ে গেলে color change বা text change করতে ব্যবহার করা হয়। কিন্তু বর্তমানে javascript দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয় যেমন গেম তৈরি webpage animation application form validation ও বিভিন্ন বড় বড় application পারফর্ম করতে ব্যবহার করা হয়। এছাড়া javascript এখন server side এতেও ব্যবহার করা হয়।


 <script type="text/javascript">  
    document.write("JavaScript is a simple language for javatpoint learners");  
    </script>  

Comments

Related Items

জাভাস্ক্রিপ্ট Syntax

জাভাস্ক্রিপ্ট Comments
জাভাস্ক্রিপ্ট Variables
জাভাস্ক্রিপ্ট Operators
জাভাস্ক্রিপ্ট Arithmetic
জাভাস্ক্রিপ্ট Assignment
জাভাস্ক্রিপ্ট Data Types
জাভাস্ক্রিপ্ট Functions
জাভাস্ক্রিপ্ট Objects
জাভাস্ক্রিপ্ট Scope
জাভাস্ক্রিপ্ট Events